![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফটো জার্নালিজম সাংবাদিকতা নাগরিক সাংবাদিকতা প্লাটফর্মে ফটো জার্নালিস্ট ফটোগ্রাফ ফটোগ্রাফার হিসেবে সোস্যাল মিডিয়া সাংবাদিকতায় ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনলাইন সংবাদপত্র এবং ব্লগ সাইটে প্রকাশিত আমার অনেক ছবি স্থান পেয়েছে উইকিপিডিয়ার মূল প্রতিষ্ঠান উইকিমিডিয়া কমন্সে। সাংবাদিক হিসেবে এইসব ছবি লেখার চাইতেও কম গুরুত্বপূর্ণ নয়। ছবি কথা বলে সাংবাদিক সমাজে এমন কথা প্রচলিত আছে। ইংরেজি ভাষার সাংবাদিক, বাংলা হিন্দি কিংবা উর্দু ছবি সকল ভাষার ভাষাভাষী দর্শক শ্রোতাদের ক্ষেত্রে আলাদা করে দেখার বা ভাবার বিষয় আলাদা করে না বরং একক সমষ্টিতে আনতে সহায়তা করে। ঘটনা প্রেক্ষাপট প্রসঙ্গ সবই ফুটিয়ে তোলা অসম্ভব নয় ফটো সাংবাদিকতায়। ছবি নিয়ে বিভ্রান্তি বিভেদ কম হয় তাই ফটো সাংবাদিকতায় অভিব্যক্তি প্রকাশের বড় ভান্ডার। মোবাইল সাংবাদিকতায় ইন্টারনেট প্রযুক্তির সাংবাদিকতার সকল সেক্টরে ফোটোগ্রাফির গুরুত্ব অতি প্রাচীন। সাদা কালো ফিল্ম যুগের আগে শিল্পীর আঁকা ছবির যুগে যার সূচনা। রঙিন ফিল্ম যুগ পেড়িয়ে এখন মোবাইলে এসে ঠেকেছে। ফটো জার্নালিস্ট বা আলোকচিত্র লেখা কনটেন্ট দর্শকের কাছে সত্য হিসেবে প্রদর্শিত হয় সহজে বুঝতে সহায়তা করে নাগরিক সমাজে দর্শক শ্রোতাদের অনুভূতি আবেক বিবেক বিবেচনা স্পর্শ করাতে সক্ষম ফটো সাংবাদিক। সমাজ সচেতনতার পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি সভ্যতা স্থাপত্য নিদর্শন নানান বিষয় ফুটিয়ে তোলা সম্ভব ফটো সাংবাদিকতায়। ফটো বা ছবি নাগরিকের রং রুচি মনন তুলে ধরে ফটো সাংবাদিক যার অপারেটর।
©somewhere in net ltd.