![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক বিখ্যাত নাকি নাগরিক বিখ্যাত নাগরিক সাংবাদিক প্লাটফর্মে এমন প্রশ্নের উত্তরে ব্যক্তি হিসেবে নাগরিক আগে হলেও কর্মগুনে সাংবাদিক এগিয়ে থাকেন গণযোগাযোগ মাধ্যম অবদান রাখার বদৌলতে। আটশো নয় কোটির পৃথিবীতে মনোনেশ দাস নামের কাউকে খুঁজে পাওয়া গেলে বিষয়বস্তু প্রেক্ষাপট বা আলাদা বৈশিষ্ট্যের ব্যাখ্যা দেয়া যেত। আমার নাম কোন কোন সংবাদসূত্র দাস মনোনেশ মনোনেস দাস হিসেবেও উল্লেখ করেছে। ইংরেজিতে যেমন mononesh das এর স্থলে manonesh das উল্লেখ আছে। ঈশ্বর জানেন সবার মনের কথা। কে দাস আর কে বিরোধী ঈশ্বর ভালো জানেন। সংবাদপত্রে গণমাধ্যমের সংবাদদাতা হিসেবে কাজ করার সুযোগে গণমাধ্যম বিষয়ে ধারনা আর বর্তমান অনলাইন সাংবাদিকতা মোবাইল সাংবাদিকতা মিডিয়া সাংবাদিকতা প্রিন্ট গণমাধ্যম সাংবাদিকদের ধরে রাখার টিকে থাকার প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে। জেনারেশন আবগ্রেড হচ্ছে। কম্পিউটার ল্যাপটপ নোটবুক নোট প্যাড শেষে মোবাইল উপরোক্তের সমষ্টি। প্রিন্ট যুগের সেই পেপার কাটিং সংরক্ষণ মেমোরি কার্ড ড্রাইভ ছোট হতে হতে চিপ ক্ষুদ্রাতিক্ষুদ্র হয়ে শক্তির মাত্রায় এটম শক্তিতে হচ্ছে। প্রতিযোগিতার পড়ে গেলেই সংকট আরেক স্টার এসে শূন্যস্থান পূরণ করবে। স্টার ডিঙিয়ে সুপারস্টার যদিও পরিশ্রমের ফসল সৃষ্টিকর্তার দান।
©somewhere in net ltd.