নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

নাগরিক ও সাংবাদিক দুই সমাজের সমষ্টি

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২

নাগরিক সাংবাদিকতা নাগরিক ও সাংবাদিক দুই সমাজের সমষ্টি। সাধারণ নাগরিক থেকে সুনাগরিক হয়ে যেমনি নাগরিক সাংবাদিক হওয়ার প্রক্রিয়া তেমনি আবার পেশাদার সাংবাদিকতা থেকে অবসরপ্রাপ্ত এবং পেশাদার সাংবাদিক হয়েও নাগরিক সাংবাদিকতা প্লাটফর্মে নাগরিক সাংবাদিক হিসেবে অংশীদার অলাভজনক স্বেচ্ছায় নাগরিক সাংবাদিক হিসেবে অংশ নিতে পারেন। এক্ষেত্রে তাকে সাংবাদিকতার সকল বিষয় উপকরণ একক শক্তি অর্জন করতে হয়। প্রিন্ট সংবাদপত্র সময়ে চিঠিপত্র বিভাগে এবং কিছু উন্মুক্ত পৃষ্ঠায় নাগরিক সাংবাদিক এবং লেখক, কবি সাহিত্যিক গবেষক শিক্ষা উন্মুক্ত করলাম, ফিচার ইত্যাদি লিখে ক্যাটাগরির হিসেবে জানান দেয়া যেত নাগরিক সাংবাদিকতা সহ উপরোক্ত। এখন অনলাইন ও সোস্যাল আ্যপস সকলের জন্য উন্মুক্ত তাই এক্সেস সকল সেক্টর সকলের জন্য সমান। জেনারেল কমান্ডার থেকে শুরু করে ধর্ম নিয়ে লিখেও প্রতিভা বিকাশের সুযোগ আছে। পৃথিবীর সকল কমিউনিটির সাথে তথ্য বিনিময় সুযোগ হয়েছে ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে। সুনাগরিক সভ্য সবাই। অসভ্যরা এই প্লাটফর্ম নিজ উদ্দেশ্যে প্রয়োগ করেন স্বঘোষিত অপপ্রচার অপবাদ অপব্যবহার ইভিল ডেভিল হয়ে শরীর দিয়ে যারা সব পেতে চায়। এই শ্রেণী নাগরিক সাংবাদিকের বোঝা। এটাও মাথায় নিয়ে নাগরিক সাংবাদিকতায় অংশ নেয়া প্রয়োজন এবং সেই হিসেবে লেখা ছবি অডিও ভিডিও টেক্সট প্রকাশ করা উচিত। প্রতিটি ঘটনার ব্যাখ্যা যথাযথ যথার্থ তথ্য সরকারি সূত্রে থেকে নেয়ার পূর্ণ চেষ্টা প্রয়োগ করতে হবে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটা করা উচিত। আমি সবার আগে নিজের দেশ ভৌগলিক অবস্থান সংবিধান অধিকার অন্ন বস্ত্র শান্তি শিক্ষা বাস্তবায়ন বঞ্চিত কাউকে খুঁজে আনার চেষ্টা করি। অপরাধ বিষয়ক সংবাদ স্পর্শকাতর। নিজের আবেগ আর্থিক সুবিধা পেতে কখনোই সত্যকে মিথ্যা দিয়ে সাজানো সমর্থন করিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.