নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

নাগরিক সাংবাদিকতা ক্ষেত্র হিসেবে একাল সেকালের মাঝে ব্যাপক পরিবর্তন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৭

নাগরিক সাংবাদিকতা ক্ষেত্র হিসেবে একাল সেকালের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে । নাগরিক সাংবাদিক হিসেবে উনিশ নব্বইয়ের শুরুর দিকে দেশি বিদেশী পত্রিকা ম্যাগাজিনের চিঠিপত্র ও মতামত বিভাগের বাইরে ক্ষেত্রস্থল হিসাবে প্রতিষ্ঠা করার সুযোগ ছিল না। পোস্ট অফিসের ডাক বিভাগ ভরসা। নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া জানানো বা অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে নিজের আদর্শ ভালো মন্দ অর্জন ব্যর্থতা বিস্তৃতভাবে বিভিন্ন ধরণের মধ্যে শ্রেণীবদ্ধ করা অসম্ভব ছিল। অস্পষ্টতা স্পষ্টতা , অন্তর্নিহিত, পরোক্ষ প্রত্যক্ষ, অযাচিত, অঘোষিত প্রাতিষ্ঠানিক ঘোষিত, প্রাচীন শিল্প আধুনিক শিল্প, পরিচালন পদ্ধতিগত , অগ্রাধিকার, উত্তরোত্তর , পশ্চাদপদ জানা অজানা ভাগ করার ক্ষেত্রও সীমাবদ্ধ ছিল। ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে ধারণাগত, ক্ষেত্র এবং প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি সহজেই যোগাযোগ করে অ্যাপসে সংরক্ষণ ও সোসাইটির দর্শকদের মাঝে ভাগ করা সহজ হয়েছে । মুহূর্তের মধ্যে উইকিপিডিয়া চ্যাট জি পি টি থেকে যথাযথ তথ্য, পরিসংখ্যানের বিষয় এবং লিখিত নির্দেশাবলী পাওয়া যায়। সচেতন স্পষ্টভাবে প্রকাশ পাওয়ার ক্ষেত্রে ধারনা অর্জনের বিশাল প্রাপ্তি আগে যা কঠিন ছিল। বাড়ছে সোস্যাল মিডিয়ার পরিসর যা থেকে মিলছে অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি এবং ব্যক্তিগত বিচারের উপর নির্ভর হওয়ার উপকরণ। স্পষ্টতা স্বচ্ছতা সমন্বয়ে অন্তর্নিহিত জানার পরিসর মৌন জ্ঞান গভীরভাবে ব্যক্তিগত এবং প্রকাশের মাধ্যমে কমিউনিটিতে ভাগ করা সহজ হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রস্থল মোবাইল যা দিয়ে বিভিন্ন অ্যাপস মাধ্যমে শেয়ার করা সহজ হয়েছে যা স্বাধীন এবং মুক্ত । যুক্তির মাধ্যমে গাণিতিক সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে । ছাপানো পুরনো বইপুস্তক বাড়তি মাত্রার সাথে উত্তরাধিকার বা পারিবারিক পারিপার্শ্বিক পরম্পরার জানা অজানা অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত যার যত বেশি প্রয়োগ মাত্রা তার তত বেশি । হয়, যেমন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞান। অভিজ্ঞতা ও জানার ধারণা প্রচার ও প্রসারে নাগরিক সাংবাদিক হিসেবে সমাজে গুরুত্ব মূল ধারার সাংবাদিক চেয়ে কোন অংশে কম নয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.