নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

নাগরিক সাংবাদিকতার প্রয়োগ ক্ষেত্র এখন আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯

নাগরিক সাংবাদিকতার প্রয়োগ ক্ষেত্র এখন আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর প্লাটফর্ম সোস্যাল মিডিয়া ও ওয়েব সাইট অনলাইন গণমাধ্যম যার প্রদর্শন আয়নায় দৃশ্যায়ন প্রতিচ্ছবি । কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই আই একজন নাগরিক সাংবাদিকের লেখা প্রতিবেদন ছবি সংবাদ অডিও ভিডিও বা কনটেন্ট। এইসব কনটেন্ট সংযোজন সংরক্ষণ এবং প্রয়োগ বিচার বিশ্লেষণ রাষ্ট্র দেশ নাগরিক জনগণ কমিউনিটির মানুষ জন জীবজগত পরিবেশ প্রতিবেশ দেশ বিদেশ কাঠামোর আওতায় থাকতে হবে সরকার দ্বারা পরিচালিত প্রক্রিয়ার মধ্যে। ব্যক্তির দোষ ক্রটি সরকারকে প্রশ্নবিদ্ধ করে এমন বিষয়গুলো আন্তর্জাতিক পরিমন্ডলে যাচাই-বাছাই ছাড়া উপস্থাপন যৌক্তিক নয়। বরং ব্যক্তিগত কিংবা ব্যক্তি গোষ্ঠী বা দলের হয়ে প্রয়োগ যে কেউ বুঝতে বাকি নাও থাকতে পারে। এআই সফটওয়্যারে অধিকাংশ তথ্য সংগ্রহ সংরক্ষণে থাকে। হার্ডওয়্যার থেকে সিপিইউ আলাদা করা আলাদা করা যায় কিন্তু সফটওয়্যারে সত্য তথ্য থেকে যায়। মিথ্যা বিকৃত মনগড়া বানোয়াট পরিবেশিত তথ্য সরবরাহের পর পরে তা অস্বীকার করা মানেই স্ববিরোধী। এইসব স্ববিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং এবিষয়ে সচেতন করাও নাগরিক সাংবাদিকের কাজ প্রতিবেদন অ্যাপ্লিকেশন টুলস, নেটওয়ার্ক এলএএন , নেটওয়ার্ক ডব্লিউএএন, ড্রাইভ মেমোরি কার্ড, ডিভাইস অর্থাৎ এক্সেস সম্প্রসারিত থাকলে যেমনি ইউআরএল মজবুত দৃঢ় হয় তেমনি শিরোনাম সোল্ডার সাব সোল্ডার হোস্টিং মজবুত থাকলে প্রতিবেদন কনটেন্ট সার্চ ইঞ্জিনে প্রভাব বিস্তার করে যেমন দৃশ্যায়ন হয় তেমনি ইউজারের প্যানেল শক্তিশালী হতে হতে সমষ্টি হয়ে প্যানেল সৃষ্টি করে। নাগরিক সাংবাদিককে প্রথমেই ধ্বংস প্রবনতা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা প্রয়োজন এবং সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতন থাকতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.