![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্কি অবতার স্বরুপ ব্যখ্যা বিশ্লেষণ সময় যা আগামীর। আমি অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের কায়স্থ দাস হিসেবে প্যাঁচ বা প্যাচ কৌলিন্য হিসেবে ধরার বা আত্মস্থ করার চেষ্টা করি। সাংবাদিক নারদ মুনি ঋষি শিক্ষা দিয়ে গেছেন সত্য প্রচার আর মিথ্যা অপপ্রচার দুইয়ের মাঝে থাকা প্যাঁচ। সৃষ্টির শুরু থেকে চলছে প্যাঁচে পড়ে দুর্বিষহ জীবন আর সত্যের পথে সরল মন প্যাঁচ মুক্ত জীবন সত্যের সম্ভার। ইন্টারনেটে ছড়িয়ে আছে সত্য মিথ্যা জানার কৌশল। বই পুস্তক কলম কালি কাগজ মাইক পত্রিকা রেডিও টেলিভিশন এখন সোস্যাল মিডিয়ায় প্রবেশ করে এখন মহিরূহে বড় প্রচারযন্ত্র। প্রবীণ মধ্যবয়সীদের সিংহভাগ এর সংস্পর্শে আসতে ব্যর্থ। কান কথা শোনা কথা বিশ্বাস করে আজো ইভিল ডেভিল আচরণ মিথ্যার বাহক। তারা এই মোবাইল ইন্টারনেট তথ্য প্রযুক্তি গণযোগাযোগ যা এখনও আগামী। আর আমরা এর ব্যবহার জানি না অথচ এক্সপার্ট বা অভিজ্ঞ বলে দলবদ্ধ হয়ে শক্তি গাঁয়ের জোর দেখিয়ে কলহ ডেকে আনি যখন সেই কাজ করছে যন্ত্র। মানব দেহ আত্না সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার আর আমরা আগুন আবিস্কার যুগে ফিরে যাই পশুর সাথে মানুষের বেঁচে থাকার লড়াই যুদ্ধে। ইভিল ডেভিল কবলে ত্রিশ লক্ষ শহীদের রক্ত আমাদের সত্য অর্জন যা একজন বাংলাদেশী নাগরিক হিসেবে পৃথিবীর মানুষকে তাদের বিবেক মানবতা মানবাধিকার অসহায় নারীর সম্ভ্রমহানি কোমলমতি শিশুদের হত্যা বিশ্ববাসীকে আজও নির্বাক হতবাক করে রেখেছে। পৃথিবীতে যখন দেশের জন্য অবদান রাখা মানুষদের আত্নত্যাগ তুলে ধরা হয় তখন আমরা করি এর উল্টো। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদের নিয়ে অর্থাৎ স্মার্ট নাগরিক গড়ার সু নাগরিক গড়ার নাগরিক সাংবাদিক গড়ার সুন্দর স্বপ্নের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে রেখেছেন আমরা ফিরে যাই সেই আগুন আবিস্কার যুগে। স্মার্ট নাগরিক হতে চাইলে প্রথমেই মোবাইল প্রযুক্তি যা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অবদান দেখাতে চাইলে সত্য প্রতিষ্ঠা করতে চাইলে এই প্লাটফর্মে সর্বোচ্চ প্রয়োগ দেখানোই উত্তম। কল্কি অবতার অজানাকে জানার বড় প্লাটফর্ম এখন ইন্টারনেট তথ্য প্রযুক্তির প্রয়োগ মোবাইল স্ক্রিনে ভেসে উঠে। সত্য সুন্দর আগামীর প্রত্যাশায় মানবিক মানুষ হয়ে উঠতে হবে। যার যার ধর্ম ধর্মের তাৎপর্য প্রতিষ্ঠা যা সত্য সুন্দর শান্তি প্রগতি উন্নয়ন দেশ জাতি উন্নত সমৃদ্ধ পৃথিবী আগামী প্রজন্ম যার চালিকাশক্তি ।
©somewhere in net ltd.