![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি যা চেয়ে প্রার্থনা করি তা হলো সুস্থ সবল দেহ নিয়ে যেন আমার মৃত্যু হয় । ভয় পাই অপঘাতে মৃত্যু অপমৃত্যু যেন সৃষ্টিকর্তা আমার উপর প্রয়োগ না করেন । অসুস্থ দেহ আমায় অনেক অনেক যন্ত্রণা দেয়। মৃত্যুর পর মৃতদেহ দেহ নিয়ে ভাবি না কারণ মাটিতে মিশে আছে পূর্বপুরুষ আরো যারা। অসুস্থ দেহের জন্য নিজেই দায়ী যা ছিল নিজের ভুল। কয়েক বার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছি। হাড় গেছে দাঁত গেছে রক্ত গেছে মাংস গেছে অবশিষ্ট নিয়ে কোন রকমে কঁকিয়ে কঁকিয়ে দেহ কাতরতা যন্ত্রণায় চলছে জীবন। চলছে যে তাও কম বড় পাওয়া নয় এজন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ। মিথ্যাবাদী কর্মহীন হয়েও যারা কর্মহীন দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত , নিজের বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করে শ্বশুর শাশুড়ি স্ত্রীর প্রতি বেশি দায়িত্বশীল, লোভী প্রতারক মানুষ হত্যাকারী, মিথ্যাবাদী , দুর্নীতিবাজ আচরণে ইভিল ডেভিল। যখন দেখি কমিউনিটিতে তাদের দম্ভ তখন ভাবি তাদের জীবন যন্ত্রনা মৃত্যুর আগে পরে আরো কতো কিছু কঠিন আরো কতো ভয়ংকর যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বর্ণনা আছে।
©somewhere in net ltd.