নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ব্যক্তিত্ব হচ্ছে ডিজিটাল তথ্য প্রযুক্তির যুগে নতুন এক ক্যাটাগরি

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৭

ইন্টারনেট ব্যক্তিত্ব হচ্ছে ডিজিটাল তথ্য প্রযুক্তির যুগে নতুন এক ক্যাটাগরি যা ওয়েব সাইট সোস্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। এনালগ যুগের মানুষ যেমনি নিজের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতো তার শরীর দিয়ে নির্দিষ্ট কমিউনিটির মানুষের সাথে সু আচরণ, সু চিন্তা , চলন বলনে ন্যায় পরায়ণ হয়ে, সুবক্তা হিসেবে বিবেক দিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে। কমিউনিটির মানুষ তার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বহিঃপ্রকাশ হিসেবে ব্যক্তিত্বের উদাহরণ প্রতিচ্ছবি প্রকাশ পেত। এই ব্যক্তিত্বের মানুষদের সাদা মনের মানুষ হিসেবেও আখ্যা দেয়া হয়। তার নাম ডাক কমিউনিটি থেকে কমিউনিটি ছড়িয়ে গিয়ে পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যেত ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হিসেবে। শান্ত প্রকৃতির এই মানুষ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য বজ্রকণ্ঠ। বিবেকবান, ন্যায়পরায়ণ, দক্ষ, জনপ্রিয়, সুচিন্তিত মতামত প্রদান, মানুষের প্রতি দয়াশীল, দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত অর্থাৎ কমিউনিটির মানুষের সুখে দুঃখে একজন নিবেদিত প্রাণ। অপরদিকে ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির বিস্তারিত হওয়ায় এবং মানুষের হাতে পৌঁছে যাওয়ায় একজন দক্ষ অপারেটর উপরোক্ত গুণাবলীর সংযোগ ঘটিয়ে নিজেকে ইন্টারনেট পার্সোনালিটি বা ইন্টারনেট ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম যা তার মেধা মনন সু চিন্তা যুগের চিন্তা দর্শক শ্রোতা অপরাপর ইউজার চাহিদার উপর যত্নশীল। ইন্টারনেট প্রযুক্তি স্থানীয় অঞ্চল নেটওয়ার্ক এলএএন ডিভাইস নেটওয়ার্ক ডব্লিউএএন দেহ যেমন মেরুদন্ডে দাঁড়িয়ে সমষ্টি শক্তি হয়ে একজন মানুষকে পরিচালনা করে। একজন ইন্টারনেট ইউজার ওয়েবসাইট পরিচালনায় দক্ষতা এবং সোস্যাল মিডিয়ায় সৃজনশীল নতুন নতুন ক্রিয়েশনের মাধ্যমে অর্থাৎ লেখা ছবি অডিও ভিডিও টেক্সট কনটেন্ট উপস্থাপনের মাধ্যমে সমাজের মানুষকে যেমনি সত্য ন্যায়ের পথে আনতে সহায়তা করে তেমনি মিথ্যা বর্জনের আহ্বান জানান। এতে তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি দর্শক শ্রোতা পাঠক শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ইউজারদের মনের আয়নায় একজন এক্টিভিস্ট হিসেবে উপস্থাপনের পরিণতি পর্যায়ে একজন ইন্টারনেট ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হয়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিখ্যাত বা ইন্টারনেট ব্যক্তিত্ব বা ইন্টারনেট পার্সোনালিটি হিসেবে নিজেকে বিকশিত করতে সক্ষম হন। ইন্টারনেট ব্যক্তিত্ব নির্দিষ্ট অঞ্চল সীমানা ভেদ করে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া অঞ্চলের দেশে দেশে বিস্মৃতি ছড়িয়ে নিজেকে সৃজনশীল, কৌতুহলী , সুশৃঙ্খল হিসেবে উপস্থিত হয়ে বিশ্ববাসীর কাছে অনুকরণীয় অনুসরণীয় মহানুভব মানবিক মানুষ হিসেবে জানান দেয়। যিনি ন্যায় পরায়ণ হয়ে মানবিক মানুষদের সামনে আনেন মানবাধিকার প্রতিষ্ঠায় মনোযোগী করেন সামাজিকতা দয়াবান স্পষ্ট ভাষায় সংবাদ পরিবেশন, মিথ্যা বর্জন করে সত্য ইতিহাস তুলে ধরে মানুষের বিবেক জাগ্রত করেন। মানুষের প্রতি সহানুভূতিশীল যেমনি তেমনি সহিংসতা পরিহারের আহ্বান জানান। ওসিইএএন , এআরপিএএনইটি, টিসিপি, আইপি, এইচটিটিপি, এইচটিএমএল, ইউআরএল, এলএএন, এআরপিএএনইটি অর্থাৎ ইমেইল জিমেইল ইয়াহু মাইক্রোসফট ওয়ার্ড এবং শব্দ প্রয়োগের শক্তি Facebook . Instagram.medium. you tube. LinkedIn. TikTok. Blog. Imdb. Wikipedia. Wikimedia. X handle. Crunchbase. SoundCloud. goodreads. pinterest . flicker. Glosebe. Spotify. Wikitia. Threads. Worldpress. Blogspot. SlideShare. আরো যত আছে নানান ক্ষেত্রে অর্থাৎ contactout হিসেবে পারসোনালিটি গড়ে তোলেন। বিশ্ববাসীর হৃদয় জয় করে নিজেকে ইন্টারনেট ব্যক্তিত্ব হিসেবে জানান দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.