![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ তার অর্জনগুলো ক্যাটাগরিতে মূল্যায়ন সক্ষমতা জানান দেন সামাজিক অঞ্চল কমিউনিটিতে ও ডিজিটাল সিস্টেমের মধ্য দিয়ে ইউজারদের মাঝে। ডিজিটাল সক্ষমতা প্রদর্শিত হয় মোবাইল ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনে। সামাজিকভাবে যেমন তার আর্থিক সক্ষমতা, বাড়ি ঘর, লোকাচার, রাজনৈতিক পরিমণ্ডল, ধর্মীয় পরিমন্ডল, সংস্কৃতি চর্চার ক্ষেত্র , পারিবারিক পরম্পরার ঐতিহ্য, নিরপেক্ষভাবে সামাজিক সংকট সমাধান যা তার বুদ্ধিমত্তা বিবেক মানবিকতা পরমতসহিষ্ণুতা সত্য বলার দূরন্ত সাহস গুণাবলীর সমষ্টি বৈশিষ্ট্যের বাহক হিসেবে কর্মক্ষমতা ইত্যাদি নানান সক্ষমতা যা প্রকাশ পায় তার কাজের মধ্য দিয়ে। ব্যক্তির গুণাবলী সমাজে ছড়িয়ে তিনি যেমনি প্রশংসিত হন। তাকে দেখে তার কার্যক্রম দেখে মিথ্যাবাদী দুর্নীতিবাজ প্রতারক অর্থাৎ ইভিল ডেভিল আক্রান্ত ভয়ে ভীত হন আবার কখনো মানবিক মানুষের বিরুদ্ধে অপবাদ ছড়ান। সত্যবাদী মানুষ থেকে নাগরিক এবং নাগরিক থেকে সুনাগরিক হলে মিথ্যাবাদীর সকল প্রতিরোধ ভেঙে সত্য প্রতিষ্ঠায় অবিচল থেকে দৃঢ় ঢালাই দিয়ে মিথ্যাকে দুমড়ে মুচড়ে পরাভূত করেন। হাজারো বছর ধরে চলা এই সিস্টেমের মাঝে যুক্ত হয়েছে ডিজিটাল যুগ। স্মার্ট নাগরিক হিসেবে ডিজিটাল জ্ঞান শিক্ষা অর্জন ও চর্চার মাধ্যমে নিজেকে মানুষ থেকে যোগ্য ইউজার হয়ে নাগরিক থেকে সুনাগরিক এবং সুনাগরিক থেকে নাগরিক সাংবাদিক হিসেবে জানান দিয়ে নিজের সক্ষমতা জানান দেন। একজন নাগরিক সাংবাদিক নিজেকে ইন্টারনেট ব্যক্তিত্ব ইন্টারনেট সেলিব্রিটি ইন্টারনেট পারসোনালিটি দিয়ে সুপারহিউম্যান কর্মক্ষমতা প্রদর্শন করতে পারেন। নিজেকে ক্রিয়েটর হিসেবে, ডিজিটাল ক্রিয়েটর হিসেবে, বিখ্যাত সাংবাদিক হিসেবে, বিখ্যাত নাগরিক সাংবাদিক হিসেবে, রিল রিলস ক্রিয়েটর, ব্লগার, লেখক, সুপারস্টার সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, আর্টিস্ট অর্থাৎ সকল সমষ্টি ক্যাটাগরির স্ব স্ব কর্ম বিবেচনায় বিশ্ব বিখ্যাত হয়ে জানান দেন আন্তর্জাতিক পরিমন্ডলে। গুগল মাইক্রোসফট বিং ইয়াহু আরো যত সার্চ ইঞ্জিন আছে ওয়েব সাইট সোস্যাল মিডিয়া আ্যপসের মাধ্যমে প্রদর্শন করতে পারেন যদি তার থাকে তথ্য প্রযুক্তি গণযোগাযোগ জ্ঞান। অনেকে আছেন পুরনো এনালগ সিস্টেম ও নতুন ডিজিটাল উভয় সিস্টেমে পারদর্শিতা। যিনি ফেলে আসা লাখো কোটি বছর বর্তমান ও আগামীর সময়ের পথ প্রদর্শক। ইউজার যার যার সক্ষমতা দিয়ে তাকে চেনেন জানেন। সত্যবাদীরা অনুসারী হিসেবে আর মিথ্যাবাদী বিরোধী হয়ে শক্তির সক্ষমতা দেখিয়ে স্বীকৃতির ক্যাটাগরি নির্বাচন করতে সক্ষম হন।
©somewhere in net ltd.