নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১৬

ইন্টারনেট ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সামাজিক মাধ্যম টিকটক গুরুত্বের বিবেচনা কম বড় পাওয়া নয়। ফেসবুকে ইনফ্লুয়েন্সার কিংবা সেলিব্রিটি কিংবা ইন্টারনেট পার্সন বা ইন্টারনেট পার্সোনালিটি যিনি অপরাপর প্ল্যাটফর্মেও অবদান রাখার সুযোগ রয়েছে। সোস্যাল মিডিয়া কোন প্লাটফর্মের গুরুত্ব ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে। ইউটিউব, LinkedIn . medium . Instagram. YouTube. Twter x.com . Pinterest. WordPress. Blogspot পত্রিকা রেডিও টেলিভিশন আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আ্যাপস মাধ্যমে ইন্টারনেট ব্যক্তিত্বের জানান দেন। গেম কনটেন্ট ক্রিয়েটর ইউজার হিসেবে ছবি ভিডিও অডিও খবর প্রতিবেদন জননন্দিত হয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন। কেউ টিম নিয়ে সংখ্যার বিচারে কম বেশি বৈশিষ্ট্য শ্রেণী বিন্যাস আবার কেউ একক শক্তি হিসেবে নিজের উপস্থিতি সক্ষমতা পারদর্শিতা প্রদর্শন করেন। ইউজারের সরঞ্জাম টুলস নেটওয়ার্ক ইন্টারনেট প্রযুক্তি তথ্য জেনারেশন আপগ্রেড ল্যাপটপ কম্পিউটার মোবাইল ইউজার সক্ষমতা পরিধি সামাজিক ভৌগলিক কমিউনিটির বিবেচনা কনটেন্ট নির্মাণ প্রদর্শন দর্শক শ্রোতা পাঠক শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের কাছে জনপ্রিয় পর্যায় সমষ্টি জানান দেয় ইউজার সেলিব্রিটি ফেমাস পার্সন ফেমাস ইন্টারনেট পারসোনালিটি ফেমাস সিটিজেন ফেমাস জার্নালিস্ট ফেমাস জার্নালিস্ট সিটিজেন, ফেমাস রিল সুপারস্টার ফেমাস জার্নালিস্ট সুপারস্টার রাইটার সুপারস্টার জার্নালিস্ট অর্থাৎ জনপ্রিয় সকল ক্যাটাগরি। আন্তর্জাতিক জাতীয় আঞ্চলিক কাজের পরিধি নির্ভর করে ইনফ্লুয়েন্সার কিংবা সেলিব্রিটি কিংবা ইন্টারনেট পার্সন বা ইন্টারনেট পার্সোনালিটি যা ইউজারের মাইন্ড ম্যাপ সাজানো প্রয়োগ অভিপ্রায়ের অভিব্যক্তির বহিঃপ্রকাশ অভিপ্রায়ের ফলাফল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.