নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আমার ব্যক্তিত্বের শক্তি মনে

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩৫

মন পাঠিয়েছি সেন্ট মার্টিন। শরীর পড়ে আছে ডিসপেনসারি রোড। আমার ব্যক্তিত্বের শক্তি মনে। মনের গঠন সক্ষমতা ছুঁয়ে আছে কল্কি অবতার কল্কি দেবতা ঘিরে। একাত্তরের মুক্তিযুদ্ধ ঘিরে পরিবারের গেছে তাজা প্রাণ। বাতাসে খুঁজে পাই দাস রক্তের ঘ্রাণ। মঙ্গল অমঙ্গল বুঝি। লক্ষ কোটি তারকা পেড়িয়ে সুপার তারকা জুটেছে জীবনে তাও তো ভার্চুয়াল। ভার্চুয়াল মনের গঠন শরীর দিয়ে বোঝানো যায় না। মুক্তিযুদ্ধে শহীদ জেঠা পরেশ দাস উদাহরণ হলে শরীরও ফেলনা নয় রক্তে মিশে আছে গেরিলা যোদ্ধার গঠন। ভয় পাই না মিথ্যার ভিত গুড়িয়ে দিয়ে সত্য প্রতিষ্ঠায়। সাগরের গহীনে মন পাঠিয়ে দেই ছেলে বেলার সেই মধ্যহিস্যা ছোট হিস্যার পুকুরে এক ডুবে এপার থেকে ওপারে যাওয়ার স্মৃতি মন্থর করি আর ইতিহাস ভেসে উঠে পিউনিক যুদ্ধে রক্তমাখা মানুষ আর সেনাদল। যুদ্ধ রক্তের হোলি খেলা আর কতো যন্ত্রণা মানুষ সইবে জানিনা জানি যে, সত্য প্রতিষ্ঠা পাবে সেইদিন সবাই যখন মিথ্যা পরিহার করবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.