নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট নাগরিক ডিজিটাল এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের বা বিখ্যাতর বিবেচনায়

০১ লা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫২

স্মার্ট নাগরিক ডিজিটাল এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের বা বিখ্যাতর বিবেচনায় যার নাম বলতে বা লিখতে যাবো পাবলিক ও জনসাধারণ এবং নাগরিক সমাজের মাঝে নানান প্রশ্ন দেখা দিবে ভাবা অমূলক নয়। সাংবাদিক সমাজ থেকেও নানান অভিব্যক্তি অভিমত অভিজ্ঞতা পক্ষ বিপক্ষ নারী পুরুষ ধর্ম রাজনীতি দেশ অবদান শ্রেণী পেশা মূখ্য গৌণ উত্তম অধম অগণিত বিষয় এনে ব্যক্তির আলোচনা সমালোচনা চক্রান্ত নানান বিষয় জোড়া দিয়ে হৈচৈ নেতিবাচক ইতিবাচক পক্ষ বিপক্ষ শক্তি অপশক্তি ভালো মন্দ তর্ক বিতর্ক হাজির করার উপায়ও আছে। একজন নাগরিক সাংবাদিক যেমন পৃথিবীর অনুকরণীয় অনুসরণীয় মহানুভব মানবিক মানুষ ঠিক তেমনি আবার একজন সাধারণ নাগরিক সমাজ কর্মীও অবদান স্বীকৃতির ক্যাটাগরি সোস্যাল মিডিয়া ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রেও তাই। সাংবাদিক সমাজ স্মার্ট নাগরিক অংশ যখন তিনি পেশার অবসরেও নাগরিক সাংবাদিক হিসেবে অবদান রাখেন। সমাজসেবা সমাজকর্মী গুণাবলীর অংশ এক্টিভিস্ট হিসেবে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার এবং যথাযথ যথার্থ প্লাটফর্মে প্রয়োগ সচেতন নাগরিক সুনাগরিক প্রতিফলন ঘটিয়ে নিজেকে স্মার্ট হিসেবে অবদান রাখাও স্মার্ট নাগরিক গঠনের অংশ। মানবিক নাগরিক পৃথিবীতে অবদান রাখা মানুষদের প্রমোশন প্রচার স্মার্ট নাগরিক অংশ যিনি রাষ্ট্র দেশ সরকার সংবিধান মেনে স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নাগরিক হিসেবে অবদান রাখা ডিজিটাল বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে নিজেকে সম্পৃক্ত করা স্মার্ট নাগরিক গুণাবলীর অংশ। কম্পিউটার ল্যাপটপ নোটবুক মোবাইল জেনারেশন আপগ্রেড অপারেটিং সিস্টেম সম্পৃক্ত থাকার বিষয়ে ধারনা কনটেন্ট নির্মাণ বিনোদন নানা গুণ নিয়ে স্মার্ট নাগরিক হিসেবে উপস্থাপন শেষে দেশ বিদেশে নাগরিক কমিউনিটি সংলাপ কনটেন্ট রাইটিং সক্ষমতা শেষে বিশ্ব ফোর্সফিল্ডে উপস্থিতিসহ সকলের অবদানগুলি চিহ্নিত করে মর্যাদা হিসেবে স্মার্ট নাগরিক শ্রেষ্ঠ বা বিখ্যাতের বিবেচনায় এনে নিজেকে নিজে উপস্থাপন বা জানান দেওয়াও রচনা উপপাদ্য সম্পাদনা সারাংশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.