নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

গড়ে একজন ভাঙে আরেকজন

০১ লা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫৩

গড়ে একজন ভাঙে আরেকজন। ভাঙ্গা গড়ার এই কর্মযজ্ঞে কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ভিতে গড়া নির্মাণ প্রতিপক্ষের কাছে মিথ্যা। আগে অর্থাৎ হাজার লাখো বছর ধরে সত্য মিথ্যার তথ্য প্রতিষ্ঠায় কমিউনিটি টু কমিউনিটি গণযোগাযোগ সংযোগে যথাযথ যথার্থ উপকরণের অভাবে দীর্ঘ সময় প্রয়োজন পড়তো । সেই যুগ পেড়িয়ে আজ আমরা ইন্টারনেট প্রযুক্তির যুগে উপস্থিত হয়েছি যা নব দিগন্তের সূচনা তথ্য প্রযুক্তির সংযোগে মূহূর্তেই যোগাযোগ। আঞ্চলিক প্রতিবেশী দেশ থেকে দেশে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা কানাডা এশিয়া অর্থাৎ আকাশ পাতাল স্থল জল স্যাটেলাইট বদৌলতে সর্বত্রই। আগামীর প্রজন্ম তথ্য প্রযুক্তির উন্নয়নে আরো অবদান রাখবে এই আশা আকাঙ্ক্ষা অভিপ্রায় সকল অ্যাপস ইউজারের মনে জাগ্রত করে অবদান রেখে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট নাগরিক প্রতিফলন অংশ। বিরোধী হয়ে নয় বরং সহমর্মিতা অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি সমষ্টিতে এনে উন্নত সমৃদ্ধ জাতি উন্নত পৃথিবীর অনুকরণীয় অনুসরণীয় হয়ে নিজেকে উপস্থাপন জ্ঞান অর্জন করে নাগরিক হিসেবে নাগরিক সাংবাদিক হিসেবে সুনাগরিক হিসেবে মানবিক মানুষ হিসেবে সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে যিনি অবদান রাখেন তার প্রতি অনুগত হওয়া বিশ্বাস স্থাপন করা নাগরিক দায়িত্ব। পৃথিবীর মানুষ দেশে দেশে কমিউনিটি কমিউনিটি পরিচালিত হয় নির্দিষ্ট অঞ্চলের সরকার প্রধান দ্বারা কোন দেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোন দেশে রাজা রাণী অর্থাৎ চেয়ারের মর্যাদায় সরকার প্রধান। সরকার পরিচালিত হয় জনগণ দ্বারা আবার কোথাও জনগণ পরিচালিত হয় সরকার প্রধান দ্বারা। কেউ সংবিধানের আলোকে কেউ মৌখিক বিশ্বাসের আলোকে অর্থাৎ যে সিস্টেমেই চলুক নির্দিষ্ট দেশের সরকারকে জনগণ এবং জনগণকে সরকারকে সহযোগিতা করা নাগরিক দায়িত্ব কর্তব্যের অংশ মনে করেন তারাই সুনাগরিক। সুনাগরিক কখনোই নিজের লাভ ক্ষতির বিবেচনায় নেন না তিনি সার্বিক দিক বিবেচনা করেন উন্নত কাঠামো গড়তে সহায়ক হয়ে রাষ্ট্রের ভিত শক্তিশালী ক্রেন জনসচেতনতার মধ্য দিয়ে এক্টিভিস্ট হয়ে। সত্যের বাহককে শক্তিশালী করা সকলের দায়িত্ব বলে মনে করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.