| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন দেহের গঠন যত বড় হয়েছে সংখ্যালঘু হয়ে জন্ম নেয়ার যন্ত্রণা তত বেশি পিঁড়া দিয়েছে। এক সমাজে জন্ম এক সমাজে বেড়ে উঠা সংখ্যাগুরুরা পেশি শক্তি সংখ্যা শক্তি দিয়ে কোনঠাসা করেছে করছে হয়তো আগামীতেও করে যাবে। এক নর এক নারীর পৃথিবীতে আজ ৮০৯ কোটি। কতো গত হয়েছে আগামীতে সংখ্যায় কতো হবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই জানেন। সংখ্যালঘু হিন্দু শব্দগুলো যতো বেশি ভাবিয়েছে শক্তিগুলো তত ভাগ হয়েছে। আত্মরক্ষায় শক্তির সমষ্টি খুঁজে বেড়িয়েছি। মনে হয় পেয়েছি। সমষ্টি শক্তির উত্থান আঁকড়ে ধরেছি। আগামীর সময় জানান দিবে প্রজন্ম।
©somewhere in net ltd.