নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তির মিছিলে স্বাগতম

মুক্তির মিছিল

সুন্দরের প্রত্যাশায় মুক্তির মিছিলে যোগ দিন.........

মুক্তির মিছিল › বিস্তারিত পোস্টঃ

দেশ পরিচিতি:বলিভিয়া

২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৩

বলিভিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত। বলিভিয়া আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত ইনকা সাম্রাজ্যের অংশ। এটি দক্ষিণ আমেরকাির ভূমিবদ্ধ দেশ, সবটাই উঁচু উপত্যকা। স্থানীয়ভাবে দেশটি রিপাবলিক ডেভলিভিয়া নামে পরিচিত। রাষ্ট্রীয়ভাবে রিপাবলিক অব বলিভিয়া। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হলেন ইভো মোরালেস।

ভৌগোলিক অবস্থান :বলিভিয়ার পশ্চিমে পেরু ও চিলি, দক্ষিণে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে, উত্তর ও পূর্বে ব্রাজিল অবস্থিত।



ভূপ্রকৃতি :স্থলবেষ্টিত একটি দেশ, দেশটির এক-তৃতীয়াংশ এলাকা আন্দিজ পার্বত্য ভূমির অন্তর্ভুক্ত হওয়ার ফলে দেশের আর্থসামাজিক কর্মকাণ্ডের এটিই হলো কেন্দ্রস্থল। এ অঞ্চলের ভৌগোলিক নাম আলটি প্লানো বা উচ্চ মালভূমি (দৈর্ঘ্য ৮০০ কিলোমিটার, প্রস্থ ১৩০ কিলোমিটার)। এখানেই অবস্থিত টিটিকাকা হ্রদের বলিভিয়ার অংশ যার নাম উইনামারকা (পেরুর অংশের নাম চুকুইতো)। বলিভিয়ায় অবস্থিত দেশের উচ্চতম স্থান সাহামা শৃঙ্গ (৬৫২৩ মিটার)।



জলবায়ু :বলিভিয়া ক্রান্তীয় অঞ্চলের দেশ। তথাপি এ দেশ বিষুবীয়, ক্রান্তীয়, উপক্রান্তীয় জলবায়ু থেকে শুরু করে নাতিশীতোষ্ণ ও হিমালীয় জলবায়ুর চাপ লক্ষ করা যায়। পূর্ব দিকের সমভূমি অঞ্চলে অধিক উত্তাপ ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওখানে ঘন পতনশীল চিরহরিত্ বনভূমি আছে। বার্ষিক গড় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত ১,৮০০ মিলিমিটার (৭১ ইঞ্চি)।



জনসংখ্যা :দেশের জন সংখ্যা ৮৯ লাখ ৫৬ হাজার। এদের মধ্যে ৩০ ভাগ মেক্সিকো, ৩০ ভাগ কুইচুয়া এবং ২৫ ভাগ আইমারা ১৫ ও ভাগ শ্বেতাঙ্গ। অধিবাসীরা বলিভিয়ান নামে অভিহিত। জনসংখ্যা বৃদ্ধির হার ২.৪ শতাংশ। জন্মহার প্রতি হাজারে ৩০ জন। মৃত্যুহার প্রতি হাজারে ২০। শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৬৭ জন। গড় আয়ু ৬৩.৯ বছর। প্রতি বর্গকিলোমিটারে ৮.৯ জন্য বাস করে।

আয়তন :দেশটির মোট আয়তন ১০ লাখ ৯৮ হাজার ৫৮১ বর্গকিলোমিটার।



রাজধানী :বলিভিয়ার রাজধানী দু’টি। লাপাজ প্রশাসনিক ও সুক্রে আইন বিচার বিভাগীয় রাজধানী। লাপাজ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৪০০ ফুট উঁচুতে অবস্থিত। লাপাজ শহরটি ১৫৪৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। লোকসংখ্যা ১২ লাখ ২০ হাজার। সুক্রে শহর ৯,৩২০ ফুট উঁচু অবস্থিত। লোকসংখ্যা এক লাখ ৫০ হাজার।

রাজধানী লাপাজ ও সুক্রে ছাড়া অন্যান্য প্রধান শহর হল সান্তাক্রুজ, কোচাবাম্বা, বেনি, পোটেসি, ওরুরো।



ভাষা :অফিসিয়াল ভাষা স্প্যানিশ। এ ছাড়া কইচুয়া, আইমারা, গাওয়ারনি বা বলিভীয় ভাষায়ও জনগণ কথা বলে।



শিক্ষা :বলিভিয়ার ১ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক। দেশে উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকটি বিশ্ব বিদ্যালয় রয়েছে। শিক্ষার হার ৮৩.৬ শতাংশ। শিক্ষা খাতে দেশটির সরকার ৪.৩ বাজেটের ৪.৯ ভাগ ব্যয় করে থাকে।



ধর্ম :বেশির ভাগ নাগরিক খ্রিস্ট ধর্মাবলম্বী। এদের মধ্যে ৯৫ ভাগ রোমান ক্যাথলিক। বাকি ৪ ভাগ প্রোটেস্ট্যান্ট ও বাহাই। অন্যান্য এক ভাগ।

প্রশাসন ও সংবিধান :প্রশাসনিক সুবিধার্থে বলিভিয়া নয়টি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত। স্বাধীনতার পর থেকে দেশটিতে এ পর্যন্ত সংবিধান প্রণীত হয়েছে ১১ বার। বর্তমানে ১৯৬৭ সালে প্রণীত সংবিধান কার্যকর। প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক। ভাইস প্রেসিডেন্ট ও সচিবমলী দায়িত্ব পালনে সহায়ক।



বলিভিয়ার দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার ন্যাশনাল কংগ্রেস। উচ্চকক্ষ সিনেট। সদস্যসংখ্যা ২৭। সিনেট সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন। নিম্ন কক্ষের নাম চেম্বার অব ডেপুটিজ। সদস্যসংখ্যা ১৩০। চেম্বার অব ডেপুটিজের সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হয়।

++ বিশ্বের উচ্চতম রাজধানী হলো বলিভিয়ার লাপাজ।

++ বলিভিয়ার নামকরণ করা হয়েছে সিমন বলিভারের নামে। সিমন বলিভার স্পেনের কাছ থেকে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনিজুয়েলার স্বাধীনতা অর্জনে সহায়তা করেন। জনপ্রিয় বলিভার সমগ্র দক্ষিণ আমেরিকায় ‘লি লিভারেটর’ বা মুক্তিকামী নামে পরিচিত।

++ বলিভিয়ার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম সাজামা।

++ বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা বলিভিয়ায় অবস্থিত।



(সংগৃহিত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.