![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান অনেক কিছুই সম্ভব করছে কিন্তু কতটা? জিনের সিকুয়েন্স জেনে গেছি আমরা, কেটে ছেটে মেরামতও করা শুরু হয়েছে। ক্লোনিং করেও দেখেছি। এরপর?
আমরা কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাশাপাশি বসিয়ে প্রোটিন, কার্বোহাইড্রেট বানাবো? নাকি বানিয়ে ফেলেছি আমি ঠিক জানি না।
আমি সেদিনই বলবো বিজ্ঞান তৈরি (সৃষ্টি) করেছে যেদিন এই মৌলগুলো একটা মেশিনে দিয়ে নতুন কোন জৈব বানানো হবে।
তার আগ পর্যন্ত যা ছিল তাই, সবকিছু আমাদের জানার প্রক্রিয়া মাত্র। আমরা মেরামত করতে পারি তাও সামান্য কিছু, যার জ্ঞানও সীমিত।
©somewhere in net ltd.