নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"জ্যাক অফ অল ট্রেড মাষ্টার অফ নান\" কথাটাও আমার জন্য প্রযোজ্য না কারন আমার অল্প কিছু বিষয়ে সীমিত জ্ঞান আর আমি কোন কিছুরই মাষ্টার না! তাহলে লিখছি কেন? অনেকটা বলা যায় বোকা চোখে কিছু বিষয় অসংগতি লাগে সেগুলো অন্যেরা কি চোখে দেখছে সেটা বুঝতে চাই।

মুক্ত মন না

মুক্ত মন না › বিস্তারিত পোস্টঃ

আমি ও হাবিজাবি

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৯

লেখালেখি করার অভ্যাস আমার নেই বললেই চলে তার উপর অনলাইনে ব্লগ লিখব এটা দুঃসাহসিক প্রচেষ্টা। "জ্যাক অফ অল ট্রেড মাষ্টার অফ নান" কথাটাও আমার জন্য প্রযোজ্য না কারন আমার অল্প কিছু বিষয়ে সীমিত জ্ঞান আর কিছুরই মাষ্টার না! তাহলে লিখছি কেন? অনেকটা বলা যায় বোকা চোখে কিছু বিষয় অসংগতি লাগে সেগুলো অন্যেরা কি চোখে দেখছে সেটা বুঝতে চাই। সুতরাং আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি অজ্ঞতা প্রসুত ভুলের জন্য।
"প্রকৃতিতে ফরমালিন লাগে না" এমন একটা ইনফরমেশন দিয়ে একটা বিজ্ঞাপন দেখিয়ে ফলের রস বেচে যাচ্ছে একটা কম্পানি! কেউ একজন কি বলেছে প্রকৃতিতে ফল গুলো পচে যায়, তোমাদেরটা পচে না কেন? প্রিজারভেটিভ না দিয়ে ফ্রেশ ফল বা তার রস টেবিলে রেখে দিন শক্ত করে মুখ বন্ধ করে দেখুন কদিন ঠিক থাকে? সত্য কথা মুখ দিয়ে এমনিতে বের হয়ে আসে কি না? এত্ বেশি পিউর!
"ময়লা থেকে শেখা" কম্পানি তো আমাদের শিশু প্রেম থেকে অনেক কিছুই শেখাচ্ছে। আপনি আপনার শিশুকে ঐ জায়গায় ভাবুন, কি সংস্কৃতি আনতে চায় এরা?
"প্রথম বার এসেছি শেষ বার নয়" ভাল করে দেখুন যিনি নাক সিটকাচ্ছেন তার যোগ্যতার সাথে এটা মিলে কি? আর মেয়েটির কথা বলার ও চলার ভঙ্গি কি বিশ্রী। বড়দের থেকে যেমন এমন আচরন আশা করি না তেমনি আমরা কি বিনয় এর পরিবর্তে এমনটি আশা করি পরবর্তী প্রজন্মের কাছে?
প্রায়ই দেখা যায় রেল লাইনে হাটতে হাটতে দুজনে চিপস খাচ্ছে, বা সেখানে বসে ফোনালাপ করছে। রেলে হাটা বা বসা আইন বিরুদ্ধ, আমরা সেটাই প্রমোশন করছি।
এমন অনেক অসংগতি চোখে পড়ে যা বদলে দিচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপট। ভাল না মন্দের দিকে বিশ্লেষণটা আপনাদের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.