নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"জ্যাক অফ অল ট্রেড মাষ্টার অফ নান\" কথাটাও আমার জন্য প্রযোজ্য না কারন আমার অল্প কিছু বিষয়ে সীমিত জ্ঞান আর আমি কোন কিছুরই মাষ্টার না! তাহলে লিখছি কেন? অনেকটা বলা যায় বোকা চোখে কিছু বিষয় অসংগতি লাগে সেগুলো অন্যেরা কি চোখে দেখছে সেটা বুঝতে চাই।

মুক্ত মন না

মুক্ত মন না › বিস্তারিত পোস্টঃ

"পরগাছা রাজনৈতিক দল"

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

"পরগাছা রাজনৈতিক দল" বলে কোন তত্ত্ব আছে কি না জানি তবে এটা গবেষনার একটি বিষয় হতে পারে, বিশেষ করে বাংলাদেশে।
যতদূর মনে পড়ে দু ধরনের পরগাছা আছে উদ্ভিদ জগতে, এক শ্রেনি স্বনির্ভর অপর দল পর নির্ভর। স্বনির্ভর গাছ কখনও চরিত্র পালটিয়ে মূল গাছের রস আস্বাদন করে তাকে দুর্বল করে না জানি কিন্তু পরগাছা রাজনৈতিক দলের জন্য এটা খুব সাধারন বিষয়। সবচে কৌতূহল জাগায়, মূল দলগুলো এদের প্রশ্রয় দেয়া দরকার এমনটা কেন ভাবে?
আমি ভাল লিখতে পারি না তাই কেউ যদি বিষয়টি নিয়ে কিছু ভাবেন তাহলে এখানে যোগ করতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

রানার ব্লগ বলেছেন: জামাত, জাতিয় পার্টি, জসদ, আর বাংলাদেশে যত ধর্মের নাম নিয়া ব্যবসা করা দল আছে তারা একে অপরের পড়গাছা।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২১

মুক্ত মন না বলেছেন: জাতীয় পার্টি মূল গাছ থেকে এখন পরগাছায় পরিনত হয়েছে, কিছু ইসলামী দল পরগাছা হিসাবে জন্ম নিচ্ছে আর বাম দল গুলা বেঁচে থাকার শেষ চেষ্টায় পরগাছা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.