![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সম্প্রতি ভারত ও পাকিস্থানের সেনা প্রধানগনের কথা শুনে মনে হচ্ছে দ্রুত কোন যুদ্ধ শুরু হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য এখন আরব বসন্তের পর অর্থনৈতিক ভাবে এত দুর্বল যে সেখান অস্র বেচে খুব সুবিধা হচ্ছে না, তার উপর আবার তেলের দাম কমে গেছে। বৃহৎ শক্তি আমেরিকার অর্থনৈতিক অবস্থা শোচনীয়। সেখানে অস্থিরতা দেখা যাচ্ছে, পুলিশ নির্বিচারে গুলি করছে! আর রাশিয়ার ফুটা ঝুড়ি দেখা গেছে অনেক আগেই। তুরস্ক বাদ দিলে ইউরোপের অবস্থা বেশ ভাল, ইদানিং ফ্রান্সে কিছু ঘটনা ঘটলেও তারা সেটা শক্ত হাতে সামাল দিয়েছে মনে হচ্ছে। সেদিক থেকে বাংলাদেশ ও ভারতে অনেক বেশী শান্তি বিরাজমান যদিও পাকিস্থান দীর্ঘদিন থেকে ভুগছে। পাকিস্থান ও ভারতের মাঝে সম্পর্ক অবনতি হলে এর তাপ বাংলাদেশেও ছড়াবে এতে কোন সন্দেহ নাই। এই অঞ্চলে অস্থিরতা অস্র বনিকদের কতটা আর্থিক সাফল্য এনে দিবে জানি না কিন্তু গরীব মানুষগুলোর যেটুকু সামাজিক বন্ধন আছে তা ধ্বংস করে দেবে নিশ্চিত। সেক্ষেত্রে বংলাদেশ কি দু'দেশের সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে না?
সারা পৃথিবীর মানুষ দু বেলা পেট পুরে খেতে না পেলেও শান্তিতে ঘুমাতে চায়। গুলির শব্দে, উৎকণ্ঠায় রাত জাগতে চায় না কেউই। একজন সিরিয়ান শিশুর সৈকতে পড়ে থাকা লাশের ছবি বিশ্ব বিবেককে নাড়া দিয়ে গেছে। ছোট ছোট মতপার্থক্য গূলো এলোমেলো করে দিচ্ছে সারা দুনিয়া! আপনার ধর্ম, আপনার মতবাদ নিয়ে আপনি চলুন। আমাকে কামড়াতে আসবেন না দয়া করে, হতে পারি আমি অধম কিন্তু কামড়াবো না আপনাকে। কারো ধর্ম বলে না নিজে পেটপুরে খাও, বলে অন্নহীনকে অন্ন দাও। যারা ধর্ম বিশ্বাস করেন না তারা তো আরও বেশী উদারমনা দাবী করেন, মানবিকতা তাদের আদর্শ। যারা ধর্মকে কটাক্ষ করেন তাদের বলি কোন আচার হয়তো আপনার দৃষ্টিতে সঠিক মনে হচ্ছে না, ধর্মগুরুদের সাথে কথা বলুন। প্রকাশ্যে নোংরা কথা দিয়ে আক্রমন করবেন না।
সাধারন মানুষের চাওয়া পাওয়া কখনই শাসকদের ধর্তব্য না, আমার মতে কোন দেশেই।
তবুও যাদের কানে কখনও আমাদের কান্না পৌঁছে না তাদের কাছে আকুল মিনতি-
" যুদ্ধ না শান্তি? শান্তি শান্তি শান্তি।"
©somewhere in net ltd.