![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ড্রোন ক্যামেরা ব্যবহার বাড়ছে, তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ড্রোন ব্যবহারের পূর্ন সুবিধা নিতে পারছে কি? পর্যটন ফটোগ্রাফি, বিনোদন সহ জরুরী সাহয্য পাঠানো, রাষ্ট্রীয় নিরাপত্তা, কৃষিকাজ, গবেষনা, চলচ্চিত্রের সুটিং ছাড়াও আরো অনেক কাজে দুর নিয়ন্ত্রিত এই ছোট আকাশযানটি ব্যবহারের চাহিদা রয়েছে। তবে আমাদের দেশে এই দরকারি প্রযুক্তি পণ্যটির বহুবিধ ব্যবহার আটকে আছে নিয়ম আর নিরাপত্তাজনিত ইস্যুতে।
তবে আশার কথা, সম্প্রতি সরকারের ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে এখন ড্রোন ব্যবহারকারীরা অনেকটা সহজে ড্রোন ব্যবহার করতে পারবেন।
ড্রোন ওড়াতে সাধারণ শর্তাবলী
১। ড্রোন নিবন্ধন নম্বর বা ড্রোন পরিচিতি নম্বর (Identification Number) নিবন্ধিত ড্রোনের গায়ে সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ও রঙে ড্রোন ব্যবহারকারী নিজস্ব দায়িত্বে লিপিবদ্ধ করবে
২। বিশেষ অনুমতি ব্যতীত, ভিভিআইপি-এর সভা/সমাবেশ স্থানের ২ কিলোমিটারের মধ্যে অনুষ্ঠানের ৩ দিন আগে থেকে ‘ঘ’ শ্রেণি ব্যতীত সকল শ্রেণির ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে।
৩। যে কোনো খোলা স্থানে সভা/সমাবেশ অথবা জাতীয় বা আন্তর্জাতিক কোন ইভেন্ট চলাকালীন উক্ত স্থানের ৫ কিলোমিটারের মধ্যে, শুধু উক্ত ইভেন্ট-এর জন্য নির্ধারিত ‘ঘ’ শ্রেণি ব্যতীত সকল শ্রেণির ড্রোন উড্ডয়নের ক্ষেত্রে বেবিচক কর্তৃক প্রণীত নিয়ম অনুসরণ করতে হবে।
৪। ড্রোন উড্ডয়নকালে বেবিচক কর্তৃক প্রদত্ত অনুমোদনের কপি ড্রোন চালক সার্বক্ষণিকভাবে নিজের সাথে বহন করবেন এবং বেবিচক, অভ্যন্তরীণ আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য সরকারি নিরাপত্তা/গোয়েন্দা সংস্থাকে প্রদর্শন করতে বাধ্য থাকবেন।
৫। সম্ভাব্য যে কোনো জটিলতা এড়াতে ড্রোন চালক (ক শ্রেণি ও Green Zone ব্যতীত), ড্রোন উড্ডয়নের পূর্বে নিজ দায়িত্বে স্থানীয় থানাকে ড্রোন উড্ডয়নের বিষয়টি লিখিতভাবে অবহিত করবে।
৬। ‘ক’ শ্রেণির অনূর্ধ্ব ৫ কেজির (Payload-সহ) অথবা ১০০ ফুটের (৩০.৪৮ মিটার) কম উচ্চতায় উড্ডয়ন সক্ষম ড্রোন বিনোদন হিসাবে উড্ডয়ন ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে ড্রোন চালকের বয়স নুন্যতম ১৮ বছর ও এসএসসি পাশ হতে হবে।
৭। যে কোন ধরনের ড্রোন বিশেষ অনুমতি ছাড়া রাতে ওডানো যাবে না
৮। বেবিচক নির্ধারিত পদ্ধতিতে ড্রোন চালক ড্রোন উড্ডয়নের সার্টিফিকেট/প্রত্যয়নপত্র গ্রহণ করবেন।
আরো বিস্তারিত জানতেঃ বাংলাদেশে ড্রোন ক্যামেরা ব্যবহার ও ড্রোন উড্ডয়ণ নীতিমালা!
©somewhere in net ltd.