নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূল্যহীন বালক ...বেস্ট

......... মূল্যহীণ

মূল্যহীন বালক ...বেস্ট › বিস্তারিত পোস্টঃ

আপু আপনার নাম কি ?? প্রশ্ন টা কি খুব কঠীন ছিল ??

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৯

সেমিস্টার শেষ । ছুটি সুরু । বহুদিন পর বাসায় আসার পালা এবার । অনেকদিন পর বাসায় যাচ্ছি । মনে এক অজানা আনন্দ । টিকেট কাটলাম ৫ দোস্ত একসাথে । নির্দিষ্ট সময়ে কাউন্টার এ এসে হাযির হলাম ৫ জন। ঢূকেই দেখি এক সুন্দরি আপু বসে আছেন । ভাবলাম ইনিও বসে আছেন তার গন্তব্যে যাওয়ার ই অপেক্ষায় । তার সৌন্দর্য অতুলনীয় । আমরা সবাই তাকে ২/১ বার দেখলাম । মনে মনে সবাই হয়ত বললাম যে যদি উনি আমাদের বাস এ যান তাহলে ভালই হত , কেউ কেউ হয়ত ভাবল যে আমার যদি এরকম একটা girlfriend থাকত তাহলে কতই নাহ ভাল হত ইত্যাদি ।

নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর বাস আসল । সবাই বাস এ উটলাম । ৫ জন এর ৪ জন ৪ টা পাসাপাসি সীট নিয়ে বসে পড়ল । আমি একাই রয়ে গেলাম পিছনের একটি সীট এ বসার জন্য । নিজের ব্যাগ রাখতেই দেখি ঐ সুন্দরী আপু ও আমাদের সাথে আমাদের বাস এই যাবে । দেখে তো সবাই মনে মনে একটু খুশি হয়ে গেল । কেন যে খুশি হল তা আমার জানা নেই ।

বাস এর সব গুলো সীট এই লোক বসে আছে । সুধু বাকি আছে আমার পাশের সীট টা । এটা দেখার পর মনে যে না জানা আনন্দ টুকু ছিল তা যেন গায়েব হয়ে গেল । হায় হায় উনি আমার পাশে বসবে !! দোস্ত তোরা কেউ সীট বদলাবি আমার সাথে !! কেউ তখন আর রাজি হয় নাহ । সুধু আমার দিক এ তাকায় আর মিট মিট করে হাসে । হাসে কেন তা তো বুঝতেই পারতেসি । তাদের বাস এ কথা বলার মত একটা বিষয় জোগাড় হয়ে গেছে । আপু এসে ভিতরের সীট এ বসল । আমি বসলাম মাঝখানে ১ বিঘাত জায়গা ফাকা রেখে । বুঝলাম নাহ যাকে দেখে এত কিছুই মনে হল তার পাশে বসতে এত সমস্যা হচ্ছে কেন এখন !!

বাস ছেড়ে দিল । আমি আপুর দিক এ তাকাচ্ছি ও নাহ । নিজের মোবাইল এর হেডফোন কানে দিয়ে গান শুনতেছি আপন মনে । একবার আপুর দিক এ তাকালাম , দেখি উনি জানালার বাইরে অপলক দৃষ্টি তে কি যেন দেখছেন । মনে হল একবার বলি যে আপু কোন সমস্যা হচ্ছে নাহ তো । r u fine !! কিন্তু কেন যেন বলতে পারলাম নাহ । ভাবলাম আপু হয়ত কিছু ভাবছেন , তাকে বিরক্ত করাটা ঠিক হবে নাহ । এর মধ্যে বন্ধুদের ডাক আসল , কিরে কেমন যাচ্ছে তোর দিনকাল , ভালই তো আছিস । একটু লজ্জা পেলুম । আপু আবার ওদের কথা শুনে ফেলল নাকি , শুনলে কি মনে করবে !!

আমি ওদের বললাম ঐ চুপ থাক ।

দেখতে দেখতে ২ ঘন্টা কেটে গেছে । একটি কথাও হইনি আপুর সাথে । শুধু মাঝে মাঝে দেখছি যে আপুর কল আসছে , হয়ত বাসা থেকে তার বাবা ফোন দিচ্ছে যে তার মেয়ে ঠিক মত বাসায় পউছে যাবে কিনা তার ই খোঁজ নিতে । এর মধ্যে বাস এর চাকা পাঞ্চারহয়ে গেল । প্রায় আধা ঘন্টা ওখানেই দাড়ানো বাস । আমরা তো নিচে নেমে কার্ড খেলা সুরু করছি । এক বন্ধু জিজ্ঞাসা করল যে আপুর সাথে কথা হল কোন ?? কই থাকে ?? কোথায় পড়াশুনা করে ?? আমি বললাম , নাহ এখনও একটি শব্দ ও আলাপ হইনি । আমার বন্ধু বলল যে তুই একটা গাধা । আমি মেনে নিলাম । আরও বলল যে সে হলে তো এতক্ষণ জমায়ে আড্ডা দিতো আপুর সাথে । আমি বললাম ওহ আচ্ছা , আমি পারি নাহ রে ।

আবার ও বাস এ উঠলাম , আপু দেখি একাই বসে আছে বাইরের দিক এ তাকায়ে , তার অপলক দৃষ্টির যেন কোন শেষ ই নেই । আবার ও আমি গান শোনা সুরু করলাম । আর আপু একবার আমার দিক এ দেখলেন আর কিছু না বলেই বাইরে দেখতে লাগলেন আবার । হয়ত মনে মনে ভাবলেন আই ছেলে কেমন । পাসের সীট এ বসে যাচ্ছে , কোন অসুবিধা হচ্ছে কিনা তাও জিজ্ঞাসা করল নাহ একবার । অথবা কিছু হয়ত ভাবেন ই নাই ।

দেখতে দেখতে বাস যশোর এর কাছে যখন আসল তখন আপু সুপারভাইসার কে ডেকে বলল যে উনি যশোর এ নেমে যাবেন । আমি হঠাত করে শুনেই ভাবলাম যে হায় আপু দেখি নেমে ও যাবে , টানা ৬ ঘন্টা পার করে দিলাম পাশাপাশি বসে কিন্তু কেউ কারো নাম টাও জিজ্ঞাসা করলাম নাহ এখনও ।

এটা ভাবতে ভাবতেই যশোর পউছে গেছি । দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা পর আপু আমার দিক এ তাকিয়ে বলল একটু সরুন , আমি এখানে নেমে যাব । কিছু না বলেই উঠে দাড়ালাম । আপু নেমে চলে গেলেন । হঠাত করে ভাবলাম যে যাকে এতক্ষন মনের অজান্তেই আপু বলে সম্বোধন করে আসছি , উনি কি আসলে আপু নাকি আমাদের বয়সী কেউ ।

কেমন যেন জিজ্ঞাসা করে আসি এখন ই গিয়ে যে আপু আপনার নাম টা কি ??

............কি আজব আমি । এত সুন্দরী একটা মেয়ের পাশে দীর্ঘ ৬ ঘন্টা journey করার পর ও তার নাম টা ও জানিনা । হয়ত ৬ ঘন্টায় কারো জীবনের সব কিছুই জেনে নেওয়া যায় ।

আমার বন্ধু রা বাস থেকে নেমে জিজ্ঞাসা করল যে কি গল্প করলি আপুর সাথে ? আমি চুপ করে দাড়িয়ে থেকে বললাম , কিছুই নাহ রে । নাম টাও জিজ্ঞাসা করা হল না । দুঃখ রয়ে গেল মনের এক কোণে কেন জানিনা । হয়ত সব কিছুর কারণ জানা ও যায় নাহ । না জানার মধ্যে দিয়ে ই এক অতুলনীয় সুন্দরীর পরিচয় আর তার সাথে কাটানো কিছু মুহুর্ত হারিয়ে গেল ..................

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৩

আমি শুভ্র বলেছেন: চু চু চু

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৫

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :|

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১০

রাফি মাহমুদ বলেছেন: আমি শুভ্র বলেছেন: চু চু চু :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৪

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :|

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১২

মরুর পাখি বলেছেন:
হা হা --- :)
সারা রাস্তাটি যে শিহরণ পেয়েছেন মনে মনে - এটাই কি অনেক পাওয়া নয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৮

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: শিহোরন ই দেখলেন , কষ্ট টা নাহ ??? :( :( :( :( :( :( :( :( :( :( :(

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১২

সৈকত৪৯৪ বলেছেন: আহারে!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০

একাকী বালক বলেছেন: মেয়েরা এমন পাশে বসে কি চিন্তা করে আসলে? পুরুষের চিন্তা তো জানা আছে। হা হা হা। তাদের মাথায় কি ঘুরে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫১

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: আসলেই 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S :D :D :D :D :D :D :D :D

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০২

আসিফ মুভি পাগলা বলেছেন: আহহারে , আমাদের মান ইজ্জত ডুবায়ে দিসো ছুডো ভাই ;)
লেখাটা পড়ে মজা পাইলাম । ভাল হৈচে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৬

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: ধৈন্যবাদ ভাই । ;) ;) ;) ;) ;) ;) ;)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৫

মানুষ হীন কেউ বলেছেন: বড়ো হও

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৭

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৫

যৈবন দা বলেছেন: ওই, অই মেয়ে কী ভাবতেছিল, তা নিয়া আমি লিখে ফেলি ,লিখুম নাকি???
এইডা ভালা হইছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৭

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: লিখি ফেলেন ভাই । ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৮

গুরুজী বলেছেন: :(( :(( :(( :((

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

তন্ময়০১৩ বলেছেন: হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে আবার স্বপ্ন ত্বপ্ন দেইক্ষা ফালাও নাই তো ? :P


লিখা ভাল হইছে B-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৬

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: স্বপ্ন টার কথা নাহয় নাই কইলাম । :( :( :( :( :( :( :( :( :(

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

জয় রাজ খান বলেছেন: পুরা অর্ডিনারি গল্প হইয়া গেল /:) /:) একটু এডিট কইরা লিখতেন ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৬

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: এডিট করলে মজা পাইতেন নাহ

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৩

নীল ত্রিস্তান বলেছেন: হেহে...আপুর ব্যা্ডলাকই খারাপ,নিজের নামটা কইতে পারে নাইক্যা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৭

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) :(( :(( :(( :(( :(( :((

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৬

নীল_পদ্ম বলেছেন: পোলাপাইন দিয়া কিচ্ছু হবে নাহ !! :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৭

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: আসলেই । :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :(( :(( :(( :(( :(( :(( :((

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩০

কায়কোবাদ বলেছেন: বেচারা #:-S #:-S #:-S

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১০

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৯

ঘুমরাজ বলেছেন: আফসুস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৪

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: আফসুস , আসলেই আফসুস । :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-<

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১১

নষ্টছেলে বলেছেন: ইসসস তোর জায়গা আমি হইলে পুরা সেটিং কইরা লইতাম :P :P তই দুঃখ জীবনে এরাম চান্স পাইলাম না :( :( আমার পাশে সবসময় দাদী-নানীরা বসে তারপর পান চাবাইতে চাবাইতে আমার কান ঝালাপালা করে পরে আমার কান্দে মাথা রেখে ঘুমায় এবং লোল ফেলে :(( :(( :(( :(( :(( :(( :((

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৮

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: ভাই এইডা আমার ১ম এক্সপেরিএঞ্চ । :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :( :( :( :( :( :( :(( :(( :((

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩৪

ভাবের অভাব বলেছেন: সময় ও সুন্দরী মেয়ে কারো জন্য অপেক্ষা করেনা।
যাহোক............ব্যাপারনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৯

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: আসলেই ভাই। অপেক্ষা তো করে নাহ । কি আর করার। :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩১

রাষ্ট্রপ্রধান বলেছেন: তুমি একটা ভালা পুলা :-/ :-/ :-/

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪০

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: ধন্যবাদ স্যার । 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪

মাহবু১৫৪ বলেছেন: আহারে!!!

:(( :(( :(( :((

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৫

এ.এ.এম বিপ্লব বলেছেন: পড়ি নাই , পরে পড়ুম........ :-0

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৩

রাজর্ষি....... বলেছেন: হয়ত ৬ ঘন্টায় কারো জীবনের সব কিছুই জেনে নেওয়া যায় ।

বস এতো সোজা মনে হয় না....

আহ একটা কুতুক তোমারে হুনাই....

এক বৃদ্ধ ভদ্রলোক কোন এক কারনে স্রষ্ট্রার বর পাইল....একদিন সে বউয়ের সাথে ঝগড়া করে বঙ্গোপসাগরে দাড়িয়েছিল। হঠাৎ সে ভাবল ইস আমেরিকা যাওয়া এত কঠিন যদি সাগরের উপর দিয়ে একটা ব্রিজ থাকতো...সাথে সাথে গায়েবী আওয়াজ তুমিকি তোমার পাওনা বর হিসেবে এই ব্রিজ বানাতে চাও? সে বলল হ্যা।
স্রষ্টা বলল এই সামান্য তোমার চাওয়া..?
তখন লোকটির মনে পড়ল যে সে তার বউয়ের সাথে ঝগড়া করে এসেছে। সাথেসাথে সে বলল স্রষ্ট্রা এতোদিন আমি আমার বউয়ের সাথে ঘর করছি কিন্তু আজও তার মন বুঝতে পারলাম না। তার মন কিভাবে বুঝবো বলে দাও..?

স্রষ্ট্রা কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলেন ব্রিজে কয়টা লেন হবে ৪টা না ৬টা..?

(ব্লগেই কোথাও হয়তো পড়েছিলাম..এটাকে শুধুমাত্র কৌতুক হিসেবেই নিবেন)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৮

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: হা হা হা হা হা । মোজো মোজো । আসলেই মেয়েদের মন বোঝা যায় নাহ হয়ত । :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.