নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

এ দুঃস্বপ্ন সত্যি না হোক

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

মা ডাকনা মাম্মি বলো

আব্বু ছেড়ে ড্যাড,

বলতে কিছু বাঁকা হলেই

ড্যাড হয়ে যায় ডেড।

আজ খেলোনা লুকোচুরি

কম্পিউটার ভাল,

উচ্চ বিটের সংগীতেতে

কানটা ঝালোপালো।

গান শোন না বাজনা শোন

বুঝতে পারিনা যে,

মনজুড়ানো পুরনো সুর

আমার হৃদে বাজে।



পাশের বাড়ির মানুষটাকে

চেনেও চেননা,

ভার্চুয়ালে হাজার ইয়ার

মন করে দোটানা।

নতুন বছর এলেই সবে

শাড়ি-চুঁড়ি পর,

ঘরে ফিরেই রিমোট টিপে

হিন্দি চ্যানেল ধর।

নজরুল আর রবীন্দ্র তো

বইয়ের তাকের শোভা,

শরত বললে কী যে বুঝ

নড়ে উঠে গ্রীবা।



সোনার বাংলা গাইতে দিলে

হয় সতেরো ভুল,

দেশের ইতিহাস জিগালে

বাঁধবে গণ্ডগোল।

ধর্মকর্ম পুরনো লাগে

নতুন থার্টিফার্স্ট,

রাত বিরাতে বান্ধবীতে

আনন্দটা জাস্ট।

কার উদরে জন্ম নিলে

নয়তো তাহা বেশী,

কার পকেটে মনটা গেল

ভাব দিবানিশি।



ডাঁট দেখিয়ে দিন চলে যায়

পথ যদিও ভুল,

‘সত্যি’ হলো সেই সেকেলে

মারছি বুঝি গুল।

এ দুঃস্বপ্ন সত্যি না হোক

মন যদিও চায়,

নয়ন মেলেই এই চিত্র

দেখছি সর্বদাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.