নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পারি না, তাই লেখি না

গরু-ছাগলের মত বানান ভুল করি।

মুনিম চৌধুরী

আধখানা ভালপোলা, আধা মাস্তান আধখানা ভাংগা সুরে গায় আধা গান!

মুনিম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মুরগীর বার-বি-কিউ বানানোর পদ্ধতি

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

খেতে সুস্বাদ আর রান্না করার সুবিধার কথা বিবেচনা করে স্কাউটরা তাবুবাসের সময় একদিনের জন্য হলেও তাবুতে মুরগি পুরিয়ে বার-বি-কিউ/কাবাব বানিয়ে থাকেন। সকলের সুবিধার্থে মুরগির বার-বি-কিউ তৈরী করার উপকরণ ও প্রণালী নিম্নে দেয়া হল।



(৮-১০ জন মানুষের জন্য)

১) মুরগীর মাংস > ২-৩ কেজি

২) সিরকা/টক দই > ১/৪ কাপ

৩) সয়াসস > ৩ চা চামচ

৪) আদা বাটা > পরিমান মত

৫) রসুন বাটা > পরিমান মত

৬) পেয়াজ বাটা > পরিমান মত

৭) হলুদ গুরা > আল্প পরিমানে

৮) মরিচ গুরা > প্রয়োজন মত

৯) গরম মসলার (দারুচিনি, এলাচি, লবঙ্গ) > পরিমান মত

১০) সয়াবিন তেল > আধা কাপ

১১) কাঁচা মরিচ > ইচ্ছা হলে কুচি কুচি করে দিতে পারেন

১২) রান্নার জন্য এক থেকে দের কেজি কয়লা লাগবে। সাধারন কাঠকয়লার দাম কেজি প্রতি ১৫-২০ টাকা আর সোনা কয়লা ৪০-৫০ টাকা (এই কয়লায় তাপ অনেক বেশি)। ঢাকার প্রায় সব কাঁচা বাজারে এই কয়লা কিনতে পাবেন। বিশেষ করে কামারের দোকানের আশে পাশে কয়লা কিনতে পাওয়া যায়।

১৩) চুলাঃ কাবার বানানোর বিশেষ চুলা কিনতে পাওয়া যায়। নিউ মার্কেটে এই চুলা পাবেন, সাইজ আনুসারে দাম পরবে ১২০০-২০০০টাকা। চুলা না থাকলে বড় কড়াই ব্যাবহার করতে পারেন অথবা স্কাউটিং কায়দায় মাটিতে গর্ত করে চুলা বানিয়ে নিতে পারেন। শিক এর জন্য রিক্সার চাকার স্পোক ব্যাবহার করতে পারেন, স্থান ভেদে প্রতি পিসের দাম পরবে ৩-৫ টাকা। ভ্যানের স্পোক বেশি মোটা হয়, দাম ৮-১০ টাকা।



প্রস্তুত প্রণালীঃ

প্রথমে মুরগির মাংসগুলো কাটা চামচ অথবা চাকু দিয়ে কেঁচে দিন এতে করে মাংসের ভেতরে মসলা ঢুকতে সুবিধা হবে। তারপর মাংসের সাথে ভিনেগার আর সয়াসস ভাল ভাবে মিশিয়ে ১ ঘন্টার জন্য রেখে দিন। এক ঘন্টা পর অন্যসব মসলা ভাল ভাবে মিশিয়ে ২ থেকে ৩ ঘন্টা রেখে দেবেন। এই ফাকে চুলোর মাঝে কয়লা জ্বালিয়ে নিন। মাংস মেরিনেট হবার পরে শিকের ভেতর মাংস ঢুকিয়ে অথবা শিক দিয়ে নেট বানিয়ে মসলা মাখানো মাংস চূলার উপর বসিয়ে দিন।

মনে দিনবেন কয়লা জলন্ত অবস্থায় থাকলেও কয়লায় যেন আগুন না জ্বলে (!?)। কয়লায় আগুনের শিখা থাকলে মাংস পুড়ে যাবে। কয়লায় একটু পরপর পাখা দিয়ে বাতাস করুন এতে করে কয়লা নিভে যাবে না। অনবরত বাতাস দিয়েন না তাহলে কয়লা দ্রুত পুরবে এবং এতে কয়লা বেশি লাগবে। একটু পরপর মাংসের টুকরা গুলো উল্টিয়ে দিন। মাংসের সব পাশই যেন পোড়ানো হয় সে দিকে খেয়াল রাখবেন। মাংস উল্টানোর আগে ছোট একটা ব্রাশ দিয়ে মাংসের গায়ে সয়াবিন তেল মাখিয়ে দিতে পরেন। এতে করে মাংস পুড়বে না। মাংসের রঙ লালচে বাদামি হয়ে গেলে নামিয়ে ফেলুন।



----------সংবিধিবদ্ধ সর্তকীকরণ----------

* কয়লার আগুন সাবধানে ব্যাবহার করবেন। খুব বাতাসে কয়লা জ্বালাবেন না।

* দাহ্য পদার্থ আর খরকুটো আগুন থেকে দূরে রাখুন।

* রান্না শেষ হলে সব কয়লাপানি দিয়ে নিভিয়ে ফেলুন।

* আর শেষ বিষয়টি হল যে একজন স্কাউট হিসেবে তাবুবাসের সময় প্রকৃতির দিকে খেয়াল রাখবেন। প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন না। খাবার শেষে/ রান্নার পর ময়লা ঠিক জায়গায় ফেলুন।



বার-বি-কিউ উপভোগ করুন ...

শুভ স্কাউটিং :)



আমাদের স্কাউট দল সমন্ধে জানতে এখানে দেখুন

মন্তব্য ২১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

সঞ্জয় নিপু বলেছেন: প্রিয়তে রেখে দিলাম প্রিন্ট করে বউ কে দিবনে ।

ধন্যবাদ ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

মুনিম চৌধুরী বলেছেন: ধন্যবাদ ... বার-বি-কিউ উপভোগ করুন
আপনার জন্য শুভকামনা রইলো :)

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

ভণ্ড বাবা বলেছেন: স্কুলে স্কাউট এ ছিলাম। B-) B-)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

মুনিম চৌধুরী বলেছেন: ছিলেন বললে ভুল হবে, মনে রাখবেনঃ Once a scout is always a scout.
আপনার মাঝেও স্কাউটিং এর আদর্শ আছে এটা জেনে ভাল লাগলো ... ভাল থাকবেন :)

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

হুবাস্ট্যাঙ্ক বলেছেন: আমরা বন্ধুরা অবশ্য শিক এর জায়গায় নেট দিয়ে তার উপর মুরগী দেয়...আর এখন অবশ্য কিছু বার- বি- কিউ সস পাওয়া যায়...

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মুনিম চৌধুরী বলেছেন: জি নেট ব্যাবহার করতে পারেন ... সমস্যা নাই।
আসলে বার-বি-কিউ সসটা রান্নার আগে মেশানোর জন্য না ... আপনি চাইলে এটা দিতে পারেন তবে তাতে মাংস একটু মিষ্টি হয়ে যাবার চান্স আছে !!!

বার-বি-কিউ সস মাংস দিয়ে খেতে পারেন। তবে সেটা অন্যসব সসের মতই লাগবে!

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

রাব্বি ! বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/89849/small/?token_id=311279bfa64af45e7836459f6946f23e

২য় কমডেকা..।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

রাব্বি ! বলেছেন:

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

মুনিম চৌধুরী বলেছেন: ২০১৩ সালের ২৯জানুয়ারি থেকে ৫ফেব্রুয়ারী পর্যন্ত পঞ্চগড়ের, দেবিগঞ্জে "১০ জাতীয় রোভার মুট এবং পঞ্চম জাতীয় কমডেকা" অনুষ্ঠিত হবে।

আগেও একবার আপনার সার্টিফিকেট গুলা দেখেছি... অনেক ভাল লাগলো :)
ভাল থাকবেন রাব্বি ভাই ... দুই একদিনের মধ্যে আপনার সাথে দেখা হতে পারে।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

মুনিম চৌধুরী বলেছেন: ভাল থাকবেন :)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল। সব দিকে সব কিছু খেয়াল করে চমৎকার ভাবে বর্ণিত একটা পোষ্ট। ধন্যবাদ আপনাকে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

মুনিম চৌধুরী বলেছেন: আমি প্রথম প্রথম এই জিনিশ বানানোর সময় যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলাম ঠিক সেগুলোই এখানে জানানোর চেষ্টা করেছি। :)

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

লজিক মানুষ বলেছেন: :-P :-P :-P :-P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

মুনিম চৌধুরী বলেছেন: কয়লায় পোড়ানো খাবার দেখলে আমারও ঠিক এমনেই জিহ্বা বের হয়ে আসে !!! :-P

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

তারছেড়া লিমন বলেছেন: শুভ স্কাউটিং

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

মুনিম চৌধুরী বলেছেন: আপনি বর্তমানে স্কাউটিং এর সাথে জরিত থাকলে আপনাকে জানাই অসংখ্য শুভেচ্ছা :)

আর যদি কখনও স্কাউটিং না করে থাকেন তবে জানিয়ে রাখি পৃথিবীর সকল বয়সের সকলের জন্য স্কাউটিং এর দরজা আজিবন খোলা :)

ভাল থাকবেন

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

রায়হান০০৭ বলেছেন: যান যান, আমার এলাকায় যান, এই শীতে বার-বি-কিউ খেয়ে কঠিন মজা পাবেন :) :) :) :) :)

১১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

তন্দ্রা বিলাস বলেছেন: শিখলাম।

১২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

সেয়ানা বলেছেন: আমি সার্ভিস ছিলাম। Senior Patrol Leader (SPL) হিসেবে ২০০৪এ সার্ক জাম্বুরিতে গেছিলাম।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

সরল মেয়ে বলেছেন: গ্যাসের চুলায় কি করা সম্ভব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.