![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন....আমরা স্বাধীন
আমরা স্বাধীন জাতী, আমাদের দেশ স্বাধীন, তবে আমাদের স্বাধীনতা একো সহজে আসেনি। দির্ঘ নয় মাস টানা অস্ত্রোতে যুদ্ধের পর, ৩০ লক্ষ তাজা প্রান আর ২ লক্ষ মা বোনের সমম্ভ্রের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।
তবে বলতে খুব কষ্ট হচ্ছে আমাদের এই স্বাধীনতা অর্জনের বিরুদ্ধে একটি চক্র প্রতিনিয়ত কাজ করেছে। আর তারা আজও থেমে নেই। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে তারা সব সময় এদেশে হত্যাকাণ্ড ও বর্বরতার মাধ্যমে মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো এবং আছে।
স্বাধীনতা ৪০ বছর পরে যখন জাতীয়র কলঙ্ক মোচনের উদ্যেশ্যে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছে সরকার, এখানেও সেই একই ভাবে এ বিচারেরও বিরোধীতা করছে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী।
এ বিচার ঠেকাতে তারা পুলিশের উপর নির্যাতনসহ বিভিন্ন ভাবে সংবিধান বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আর আজ যখন দেশের তরুন সমাজ শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার ভুমিকা রাখছে, ঠিক তখনই প্রজন্ম চত্বরে আন্দোলনের অন্যতম সংগঠক প্রজন্ম যোদ্ধা রাজীব ভাইকেও ওরা বাচতে দিলো না।
এদিকে সোমবার আবার সারা দেশে হরতালও ডেকেছে স্বাধীনতা বিরোধী দলটি। প্রজন্ম চত্বর থেকে স্বাধীনতা বিরোধী ওই দলের ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। তাই আপনাদের অনুরোধ করছি সোমবার সকলে মাঠে নেমে জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিহত করুন।
জয় বাংলা
©somewhere in net ltd.