![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন....আমরা স্বাধীন
হায়ের শিবির! আজ সারা দেশে জামায়াতে ইসলামীর সকাল সন্ধা হরতাল ছিলো। তবে সাধারণ জনগণ ওই স্বাধীনতা বিরোধীদের ওই হরতাল প্রত্যাখান করেছে এবং প্রতিহত করেছে। সকাল থেকেই হরতাল প্রতিরোধে প্রজন্ম যোদ্ধারা মাঠে ছিলো।
তবে এর ফাকে ফাকে জামায়াত ছানা শিবিরের কিছু ছেলে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে। তবে তারা সরাসরি রাস্তায় নেমে হরতাল পালন করতে সাহস পাচ্ছে না। সাধারণ মানুষ বলাবলি করছিলো শিবিরের ১০ মিনিট মাঠে নেমে আন্দোলন করার সাহস নেই।
আমি সকাল ১১টার দিকে মৌচাক খেকে কিছু প্রয়োজনীয় জিনিস পত্র কিনে বাসায় ফিরছিলাম। সিদ্ধেস্বরী মসজিদ থেকে একটু এগুতেই দেখি ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও বল হাতে কয়েকটি ছেলে দাড়িয়ে আছে। হঠ্যাৎ মৌচাক খেকে মগবাজার গামী একটি বাস আসতেই ওই ছেলেদের মধ্যে একটি ছেলে একটি ইটের টুকরো নিয়ে ছুরে মারলো এবং সাথে সাথে দৌরে পালালো। ওদের ছোরা ইটে বাসের একটি কাচ ভাঙলো। ওই সময় ওখানে থাকা সাধারন মানুষ বলাবলি করছিলো ১০ মিনিট মাঠে থাকার সাহস নেই তাহলে ওই বিড়ালের বাচ্চাদের মাঠে নামতে বলে কে!
©somewhere in net ltd.