![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন....আমরা স্বাধীন
বাংলাদেশ। ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের প্রাণ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া একটি রাষ্ট্র একটি স্বাধীন দেশ। মজার বিষয় হলো, এই স্বাধীন দেশে স্বাধীনতার পরে স্বাধীনতা বিরোধীরা তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে ঘুরে বেরিয়েছে। স্বাধীনতা বিরোধীরা সংসদ ও মন্ত্রণালয়েও গিয়েছে। আবার এই দেশেই স্বাধীনতা বিরোধীদের বিচার কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। আরো মজার বিষয় হলো, যে স্থানে দাঁড়িয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সে ঐতিহাসিক স্থানে দাঁড়িয়েই দেশের প্রধান বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতা বিরোধীদের মুক্তি দাবি করেছেন। হায়রে স্বাধীনতা, হায়রে স্বাধীন দেশ।
আপনারা হয়তো ভাবছেন, আমি দুক্ষজনক কথা গুলোকে মজার বিষয় হিসেবে কেন উল্লেখ করলাম? এপ্রশ্নের উত্তর- এসব কারণে আমি এতটাই ব্যাথিত যে, মজার বিষয় বলতেই বাধ্য হয়েছি। আমি কেন এত বেশি ব্যাথিত হলাম তারও একটি কারণ রয়েছে। সোমবার দেশের প্রথম শ্রেনীর কয়েকটা অনলাইন গণমাধ্যমে দেখতে পেলাম, কুখ্যাত রাজাকার, মানবতাবিরোধী, গণধর্ষণকারী দেইল্যা রাজাকার খ্যাত যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা দায়েরকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম হাওলাদারের বাড়িতে হামলা চালিয়েছে স্বাধীনতা বিরোধীদের জারজ সন্তানেরা। স্বাধীনতা বিরোধীদের উত্তরসুরি শিবির ক্যাডাররা এই মুক্তিযোদ্ধার বাড়িতে তান্ডব চালিয়েছে।
আজ আমার নিজের প্রতিই নিজের ঘৃণা হচ্ছে। আর হবেই না কেন? এদেশে স্বাধীনতা বিরোধীরা প্রকাশ্যে তান্ডব চালাচ্ছে। আর মুক্তিযুদ্ধের লোকরা তাকিয়ে তাকিয়ে তা দেখছে!
আজ আমার এই বাংলার পবিত্র মাটিতে ওই পকিস্তানি হায়েনাদের জারজ সন্তানেরা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে আর তথাকথিত দেশ প্রেমিকরা তাদের সাপোর্ট দিচ্ছে। আর ওই জারজ সন্তানেরা হামলা চালাচ্ছে স্বাধীনতা স্বপক্ষের ব্যাক্তি বর্গে বাড়িতে। আগুন দিচ্ছে বঙ্গবন্ধুর প্রিয় আওয়ামী লীগের বিভিন্ন স্থানের দলীয় কার্যালয়ে। ওই পাকিস্তানি হায়েনাদের জারজ সন্তানেরা আমার বাংলার বিচারপতি ও মন্ত্রীদের বাড়ি লক্ষ করেও বোমা হামলা চালাচ্ছে। সে অপমানে আজ আমি নিজেকেই নিজে ঘৃণা করছি। আর আমি ঘৃণা করছি সেই সব তথাকথিত দেশ প্রেমিকদের; যারা নিজেদের দেশ প্রেমিক মনে করছে এবং ওই জারজদের পক্ষে অবস্থান নিয়েছে। আমি আরো ঘৃণা করছি লুঙ্গি মাজাহারের মতো সেই সব দেশ প্রেমিককে যারা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া গণমাধ্যমগুলোকে সন্ত্রাস বলছে। ছি.. লুঙ্গি মাহাজার ছি...।
ভাবতে খুব কষ্ট হচ্ছে; আজ আমার দেশে স্বাধীনতার স্বপক্ষের লোকেরা মার খাচ্ছে, আর মার দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো লোক কী আজ নেই? আজ কী তাহলে আমার দেশে আসল দেশ প্রেমিক নেই। আমরা কি সবাই স্বাধীনতা বিরোধী???
©somewhere in net ltd.