![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাকে ভালবাসি, তাই এই ব্লগের প্রতি আগ্রহী , আমি মস্ফসলের একজন সাধারণ ব্লগার। এই তো
ছোটবেলা থেকেই এ পর্যন্ত যত লেখাপড়া করেছি তার ফল কাল প্রকাশিত হবে । কদিন থেকেই খুব টেনশন লাগছে। কি যে হবে। পরীক্ষা আল্লাহর রহমতে ভালই দিয়েছি। তারপরেও কি এক অজানা শঙ্কা মনে ভর করে আছে। জানি না কি হবে। আচ্ছা আপনারা যারা ইতিমধ্যে এই এস.এস.সি পরীক্ষা দিয়েছেন তাদেরও কি মনে এই রকম শঙ্কা হয়েছিল ? খুব জানতে ইচ্ছে করছে। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। অনেক বেশি দোয়া রাখবেন। আজ কি বলব বুঝছি না। শুধুই চিন্তা গ্রাস করছে।
২| ১৪ ই মে, ২০১০ দুপুর ২:২৮
মুকুট বিহীন সম্রাট বলেছেন: পড়া লেখা পরীক্ষা ফল এগুলো নিয়ে সারা জীবনে একটুও টেনশান করিনি।
বাবার মার খেয়ে স্কুলে গিয়েছি, শিক্ষকের মার খেয়ে বাসায় এসেছি।
এমন হলে এইসব নিয়ে কে টেনশান করে বলুন?
মনে আছে আমার এস এস সি রেজাল্ট দেওয়ার দিনের কথা...
সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম গাজীপুর জেলার কাপারসিয়াতে, সারা দিন সীতলক্ষার পাড়ে সময় কেটেছে আমার,ঠিক সন্ধ্যায় বাসায় ফিরলাম,এসে দেখি বাসায় মিষ্টি খাওয়া চলছে, আমি জানতেও চাইনি কিসের মিষ্টি।
ভাবটা যেন এমন আমাদের বাসায় মিষ্টি খাওয়া নিত্যদিনের কাজ।
আমি ঘরে ঢুকেই চলে গেলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে।
আমি বাথরুমে দাড়িয়ে পানি নিয়ে দুষ্টমি করছি,বাইরে আম্মু আপু সবাই দাড়ানো,আমি সেটা বুঝতে পেরেছিলাম,তাই ইচ্ছে করেই বের হচ্ছিনা।
নিজের জীনে ঘটে যাওয়া এক দুর্ঘটনা আমাকে এমন করেছে।
বাথরুমে দাড়িয়ে চোখের পানি দিয়ে মুখ ধুয়ে এসেছি,যেন কেউ বুঝতে না পারে, বের হয়ে সবার দিকে একটা আঘাতের মুচকি হাসি হাসলাম,
আপু আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো-'তুই এত ভালো রেজাল্ট করতে পারিস ' বলেই আপুর চিৎকার।
মুন্নির আম্মু এরি মধ্যে এসে হাজির মিষ্টি নিয়ে,আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন মহিলা।আমি আর নিজেকে সামলাতে পারিনি।
আপনার রেজাল্ট খুব বেশি ভালো হোক মুন্নী।
ভালো থাকবেন।
৩| ১৪ ই মে, ২০১০ বিকাল ৩:০০
শেখ রহিম বলেছেন:
খুব ভালো একটি ফলাফল আমাদের জাতির জন্য নিয়ে আসবেন এই কামনা করি।
আর ফলাফল ঘোষনার আগে সবাইকে সালাম দিয়ে যাবেন।
ওকে ভালো থাকবেন।
৪| ১৪ ই মে, ২০১০ রাত ৯:০৮
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: এ প্লাস পান। এই আশা।
৫| ০৭ ই জুন, ২০১০ সকাল ১১:১৫
আরিয়ানা বলেছেন: সবারই এমন সেনশন হয়। আমিত ভেবেছিলাম ঘুমের ওষুধ কিনে রাখব, রেজাল্ট খারাপ হলেই পঠল তোলার একটা ইচ্ছে ছিল । আসলে কিন্তু খুব ভাল রেজাল্ট নিয়ে উৎরে গেছি। সো নো চিন্তা
০৭ ই জুন, ২০১০ সকাল ১১:৪১
নুসরাত জাহান মুন্নী বলেছেন: রেজাল্ট বেশি একটা ভাল হয়নি। ৪.৮৫জি.পি.এ পেয়েছি। এখন ভর্তি নিয়ে চিন্তিত। ধন্যবাদ আপুনি।
৬| ০৮ ই জুন, ২০১০ রাত ২:৩৩
টিনটিন` বলেছেন: আমার পরীক্ষার সময় একদমই টেনশন করিনি.......খালি ঠিকমতো খেতে পারিনি, রাতে ঘুমাতে পারিনি, আর রেজাল্ট আনতে স্যারকে পাঠায়েছিলাম।
৭| ০৯ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৬
নীল ভোমরা বলেছেন: ৪.৮৫...নট ব্যাড!
৮| ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কোন গ্রুপ আপু।।।? সাইন্স থেকে পাইলে নট ব্যাড। কমার্স থেকে এই গ্রেড পাইলে খুব ভাল। আর আর্স থিকা পাইলে বলবো, "ফাটায়া ফেলছেন"!
৯| ১১ ই জুন, ২০১০ রাত ৩:১৮
ঋফায রহমান বলেছেন: খুবই খারাপ রেজাল্ট হইসে। পড়ালেখা কিছুই মনে হয় করোনা। আর শব্দটা "স্পীড" । র-ফলা নাই।
১০| ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
হিমাদ্রি বলেছেন: আপু
দোয়া তো করলাম কিন্ত পরীক্ষার খাতায় তো ভালো করে লিখছ
১১| ১৫ ই জুন, ২০১০ সকাল ১১:৪৯
সিনসিয়ার বলেছেন: শুভ কামনা।
১২| ১৬ ই জুন, ২০১০ বিকাল ৫:২৪
একলিম বলেছেন: কেমন আছেন আপনি munni ?
যে আধাঁরে একা একা,তারারা জ্বলে সে আধাঁরে বেলা শেষে তুমি হারালে একা নীরবে
১৩| ১৯ শে জুন, ২০১০ রাত ৯:১৩
শাফি উদ্দীন বলেছেন: ভালো ফল হোক আশা করি।
১৪| ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩১
সজল রানা বলেছেন: অন্য রকম মন্তব্যঃ
আপনার চেহারাটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক অবশেষে আপনার রেজাল্টটাও পছন্দ হয়েছে।
১৫| ০২ রা জুলাই, ২০১০ রাত ২:৫২
সাধারণমানুষ বলেছেন: লুলামি ভালা নাহ @ সজল রানা
পুলাপান বড়ই বেয়াদব হইয়া গেছে রে, কমেন্টের কুনো জবাব দেয় না যাই হোক তুমার গোলাপ গাছের খবর কি ???
১৬| ০২ রা জুলাই, ২০১০ রাত ২:৫৫
চিকনমিয়া বলেছেন: সজল পুলাডার ঘ্যাটনা কিতা? লুলামি করন ভালানা
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১০ দুপুর ১:৫৭
পাহাড়ের কান্না বলেছেন: হ্যা রেজাল্টের আগে সবারই একটা শঙ্কা কাজ করে। আমি লেখাপড়া নিয়ে কখনও তেমন সিরিয়াস ছিলাম না। আমারি আগের রাতে ঘুম হয়নি।অবশ্য এখন আর তেমন ফেল টেল করে না। আপনি অবশ্যই ভাল করবেন। শুভ কামনা রইল।