নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়াবর্তন

শিক্ষা , সমাজ ও রাজনীতি সহ রকমারী সংবাদ ও সংবাদ বিশ্লেষণ

পল্লব মুনতাকা

আমি বর্তমানে একজন ছাত্র, মহানআল্লাহকে ই একমাত্র মাবুদ বলে স্বীকার করি।মুহাম্মাদ (সাঃ) কে আদর্শ নেতা হিসেবে মানি। বিশ্বাস করি একমাত্র কুরআনই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম।

পল্লব মুনতাকা › বিস্তারিত পোস্টঃ

ফাজিল-কামিল ডিগ্রি-মাস্টার্সের সমমান হচ্ছে

২৫ শে আগস্ট, ২০০৬ সকাল ৭:২৯

জোট সরকারের আমলে কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতির দেওয়ার পর এবার ডিগ্রি-মাস্টার্সের সমমান পেতে যাচ্ছে ফাজিল-কামিল। আগামী রোববার মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। পরদিন সোমবার ক্যাবিনেট বৈঠকে তা অনুমোদন দেওয়া হবে। এছাড়া আইনগত দিক সংশোধনের জন্য আগামী সংসদ অধিবেশনেই তা উত্থাপিত হবে বলে জানা গেছে। আগামী বছর জুলাই থেকেই তা কার্যকর হবে।

গতকাল স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা কমিটির সদস্যরা এসব সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে 3 বছর মেয়াদি ফাজিল পাস কোর্স, 4 বছর মেয়াদি ফাজিল অনার্স কোর্স এবং 1 বছর মেয়াদি কামিল মাস্টার্স কোর্স চালু করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পেতে মোটামুটি শর্ত পূরণের জন্য মাদ্রাসাগুলোকে 5 থেকে 7 বছর সময় দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পেতে যেসব নিয়ম বিদ্যমান রয়েছে মাদ্রাসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। জানা যায়, দেশে মোট কামিল মাদ্রাসা রয়েছে 182টি এবং ফাজিল মাদ্রাসা রয়েছে 1092টি।

এছাড়া অতিরিক্ত 1 হাজার শিক্ষক নিয়োগসহ অন্যখাতের জন্য সর্বমোট 14 কোটি 59 লাখ 41 হাজার 350 এবং কারিকুলামের জন্য 4 লাখ টাকার প্রয়োজন হবে। জানা যায়, প্রত্যেক জেলায় কমপক্ষে একটি মাদ্রাসায় সাধারণ শিক্ষার সমমান ডিগ্রি দেওয়া হবে এবং এ মাদ্রাসার ক্যাম্পাস আলাদা থাকবে।

সূত্রঃ আমাদের সময়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.