নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়াবর্তন

শিক্ষা , সমাজ ও রাজনীতি সহ রকমারী সংবাদ ও সংবাদ বিশ্লেষণ

পল্লব মুনতাকা

আমি বর্তমানে একজন ছাত্র, মহানআল্লাহকে ই একমাত্র মাবুদ বলে স্বীকার করি।মুহাম্মাদ (সাঃ) কে আদর্শ নেতা হিসেবে মানি। বিশ্বাস করি একমাত্র কুরআনই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম।

পল্লব মুনতাকা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম সম্পর্কে মৌলিক প্রশ্নের উত্তর

২০ শে মে, ২০০৬ বিকাল ৫:৩৬

প্রশ্ন-01: অহী কত প্রকার ও কি কি? তাফহীমুল কুরআনের ভূমিকার আলোকে কুরআন অধ্যয়নের সমস্যা ও সমাধানের পথ লিখুন। উত্তরঃ অহী দু'প্রকার। যথা ঃ ক. অহীয়ে মাতলু (প্রকাশ্য অহী) ঃ যা জিব্রাইল (আ:) এর মাধ্যমে সরাসরি নবী পাক (স:) এর উপর নাযিল হয়েছে। খ. অহীয়ে গায়রে মাতলু (অপ্রকাশ্য অহী) ঃ যা স্বপ্নযোগে বা অন্যান্য মাধ্যমে জিব্রাইল (আ:) ছাড়াই নাযিল হয়েছে। কুরআন অধ্যয়নের সমস্যা সমূহ ঃ ক. কুরআন শরীফকে অন্যান্য সাধারণ গ্রন্থের ন্যায় মনে করা। খ. কুরআনের আলোচনা ক্রমানুসারে বা ধারাবাহিকভাবে না হওয়া। গ. গতানুগতিক গ্রন্থের ন্যায় বিষয়বস্তুর ক্রমবিন্যাস না থাকা। ঘ. আলোচনার বিষয়বস্তু বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন শব্দের মোড়কে পুনর্ব্যক্ত হওয়া। ঙ. বিষয়বস্তু গুলো অধ্যায় ও অনুচ্ছেদে বিভক্ত না থাকা। চ. বিষয়বস্তুর উদ্দেশ্য ল্য মূল বক্তব্য ও দাবী এবং কেন্দ্রিয় আলোচ্য বিষয় সম্পর্কে অজ্ঞতা। ছ. কুরআনের পরিভাষা ও বিশেষ বিশ্লেষণ রীতি সম্পর্কে ওয়াকিফহাল না থাকা । জ. কুরআনের বাক্য ও বক্তব্যগুলোর পটভূমি সম্পর্কে অনভিজ্ঞতা। ঝ. কুরআনের উপস্থাপক হযরত মুহাম্মদ (স:) এর জীবনী না জানা। ঞ. বর্ণনা পদ্ধতি অভিনব, বিষয় ও শব্দচয়ন সম্পুর্ণ ভিন্ন এবং একটি বিষয়ের পর আর একটি বিষয়ের আকস্মিক অবতারণা। কুরআন অধ্যয়নের সমস্যার সমাধানঃ মহাগ্রন্থ আল কুরআনকে সঠিকভাবে বুঝে অধ্যয়ন করার েেত্র আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হই তা থেকে উত্তরণের জন্য সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (র.) তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ তাফহীমুল কুরআনের ভূমিকায় নিন্মোক্ত পথ বাতলিয়েছেন। যেমনঃ ক. পুর্ব প্রতিষ্ঠিত সকল ধারণা বা কল্পনা হতে মনকে মুক্ত করে নিরপে মন নিয়ে অধ্যয়ন শুরু করা । খ. পাঠককে সর্বপ্রথম কুরআনের মূল বিষয়ের সাথে পরিচিত হতে হবে। মূল বিষয়গুলো_

*বিশ্বজাহানের প্রভু, সৃষ্টিকতর্া, মালিক ও একচ্ছত্র শাসক সর্বশক্তিমান আল্লাহ মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসেবে।

*মানুষকে এই প্রতিনিধিত্ত্বের পদ দিয়ে মনের মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন- আল্লাহ তোমার মালিক, তার আনুগত্য করলে জান্নাত, নাফরমানি করলে জাহান্নাম।

*আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে ভালমন্দ কাজ করার এখতিয়ার দিয়েছেন।

খ. কুরআনের বিষয়বস্তু সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা।

গ. কুরআনের বাক্য বক্তব্য নাযিলের কার্যকারণ সম্পর্কে অবগত হওয়া।

ঘ. কুরআনের ব্যবহৃত পারিভাষিক শব্দ সম্পর্কে যথাযথ জ্ঞান রাখা।

ঙ. কুরআনের জীবন্ত মডেল রাসূল (স:) এর পূর্নাঙ্গ জীবনী জানা।

চ. প্রকৃত ও জাজ্জ্বল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এই কথাই কুরআনের মূল বিষয়বস্তু এই সত্য অনুধাবন করে কুরআন অধ্যয়ন করা।

ছ. মানুষকে সঠিক দৃষ্টি ভঙ্গী ও কর্মনীতি অবলম্বনের আহবান জানানো এবং আল্লাহর হেদায়তকে দ্ব্যর্থহীনভাবে পেশ করাই এর চূড়ান্ত ল্য ও বক্তব্য এ সত্যটি উপলব্ধি করে অধ্যয়ন করা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০০৬ রাত ১১:০৫

অতিথি বলেছেন: ভাই পল্লব, এরকম নিয়মিত লিখতে হবে কিন্তু

২| ২০ শে মে, ২০০৬ রাত ১১:০৫

অতিথি বলেছেন: দুআ করবেন, যেন লিখতে পারি।

৩| ২১ শে মে, ২০০৬ রাত ১২:০৫

অতিথি বলেছেন: জাযাকুমুল্লাহু খাইরান। এ কল্যাণকর কাজে আল্লাহ বরকত দান করুন। আরো আরো লিখুন।

৪| ২১ শে মে, ২০০৬ রাত ১২:০৫

অতিথি বলেছেন: পল্লব... সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ..
আরো লেখা আশা করছি আপনার কাছ থেকে।

৫| ২১ শে মে, ২০০৬ রাত ১২:০৫

অতিথি বলেছেন: পল্ললব ভাই আপনার সুন্দর লিখার জন্য আপনাকে ধন্যবাদ । আশা করছি আরো সুন্দর লিখা উপহার দিবেন ।

৬| ২১ শে মে, ২০০৬ দুপুর ২:০৫

হাসান তারিক বলেছেন: ভালো লাগলো লেখা পড়ে । লিখে যান

৭| ২১ শে মে, ২০০৬ দুপুর ২:০৫

অতিথি বলেছেন: ইসলামের কথা বলা চমৎকার, আরও কনট্রিবিউশন আশা করছি, কিন্তু প্লীজ, মানুষকে বিরক্ত করে না। আপনি একসাথে অনেকগুলো পোস্ট দেন, যেটা মানুষকে বিরক্ত করে... রাগটা এক সময় আসে ইসলামের উপর। এমন উলটো কাজ করবেন না প্লীজ!

৮| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১৮

জামায়াতে ইসলামী বাংলাদেশ বলেছেন: পল্ললব ভাই আপনার সুন্দর লিখার জন্য আপনাকে ধন্যবাদ । আশা করছি আরো সুন্দর লিখা উপহার দিবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.