নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানা মেলি মুক্ত আকাশে

মুনতাসির বিল্লাহ মুন্না

স্বাধীনচেতা একজন মানুষ আমি। জীবনের সব ক্ষেত্রেই যে আমি সফল হয়েছি, তা সত্যি নয়, তবে ব্যর্থ হওয়ার সংখ্যাও খুব বেশি নয়।

মুনতাসির বিল্লাহ মুন্না › বিস্তারিত পোস্টঃ

১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস (কারো জন্য সুখ দিবস) এবং বিবিধ...............

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১১

আজ ১৫ই আগস্ট, জাতির এক মহান নেতার মৃত্যুদিবস। কিন্তু এ দিনটি সম্পর্কে একেকজনের অনুভূতি একেকরকম। কেউ ব্লগে ১৫ই আগস্ট সম্পর্কে শোকাবহ কিছু লিখলেই আমরা কেউ কেউ মনে করি- এ লোক নির্ঘাত আওয়ামী ভক্ত। আবার ১৫ই আগস্ট নিয়ে কিছু নেতা-কর্মীদের অতিরিক্ত আয়োজন নিয়ে কেউ লিখলে আমরা কেউ কেউ মনে করি- এ ব্যাটা রাজাকার না হয়েই যায় না।



তাহলে কি আমরা এমন একটি দিন সম্পর্কে ব্লগে কিছু্ই লিখবো না? আমি শুধু ব্লগের কথা বলছি এ জন্যে, কেননা পত্র-পত্রিকা বা অন্য কোন কিছুতে আমি লিখি না। তাই যেখানে আমার কোন হস্তক্ষেপ নেই, সেখানে কি লেখা হয় বা না হয়, তা সম্পর্কে কিছু বলছি না। আমি সামহোয়ার ব্লগ ব্যবহার করছি বেশিদিন হয়নি, আজ (১৫ই আগস্ট) ব্লগের বিভিন্ন লেখা এবং সেগুলোর কমেন্ট পড়ে আমার কাছে মনে হয়েছে, লেখক যা বোঝাতে চেয়েছেন, কমেন্টাররা অনেকেই তা না বুঝেই কমেন্ট করেছেন, কোন কোন ক্ষেত্রে তা বেশ আক্রমণাত্মক। বেশ কয়েকটি লেখার ক্ষেত্রে আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি।



এটা ঠিক যে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবস, কিন্তু অনেক নেতা/কর্মীদের অতিরিক্ত আয়োজন যা শোকাবহ এমন একটি দিনে মোটেও মানায় না, আমার কাছে হাস্যকর মনে হয়েছে। দরিদ্র/ভিখিরীদের জন্য অনেক স্থানে কাঙালী ভোজের আয়োজন করা হলেও সেখানে দরিদ্র/কাঙালীর সংখ্যা আমার মনে হয় না উপস্থিত নেতা/অন্যান্য ব্যক্তিদের চেয়ে বেশি ছিল। জাতীয় শোকদিবস নিয়ে এমন কর্মকাণ্ড আমাদের মনে প্রশ্ন ছাড়া আর কিছুরই উদ্রেক করে না।



আবার ব্লগে কিছু লেখকের উদ্দেশ্যমূলক ভাবে ১৫ই আগস্ট দিনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা দেখে আমি অবাক হয়েছি। তাদের লেখায় বাঙালীর চেতনা, স্বাধীনতার অহংকারের কোন চিহ্নই নেই! আবার কেউ কেউ নিছক নেতাকর্মীদের অতিরিক্ত আয়োজন/কর্মকাণ্ড নিয়েই লিখেছেন বটে, কিন্তু তাদের লেখার ভাষায় ১৫ই আগস্ট দিনটার প্রতি উপহাস প্রকাশ পেয়েছে (অন্তত আমি মনে করি)।



তাই একজন একেবারে নতুন ব্লগার হিসেবে লেখকদের অনুরোধ করব লেখার ভাষাটার দিকে একটু তীক্ষ্ম নজর রাখার জন্য (অনধিকার চর্চা হয়ে গেলে মাফ করবেন, প্লীজ :| ), আর কমেন্টারদেরও বলব লেখক কি বোঝাতে চেয়েছেন, সে অনুযায়ী কমেন্ট করতে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪১

রুদ্র নীল বলেছেন: জটিল লিখছ মিয়া,পরথম লাফেই ৫তলা।পিলাচ+

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫৬

মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাইয়া.............

২| ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: দারুন গোছানো লেখা।সাদরে স্বাগতম ব্লগে।

৩| ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:৫৮

মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: ধন্যবাদ, হাসান ভাইয়া।
আপনিই কি ফেসবুকের আফগানি ভাই? :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.