নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবন : ক্রড তেলের দাম বারানো হোক

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫





যদিও আমি এই ব্যপারে কোন বিশেষ অথরিটি নই, কিন্তু বেশ কিছু দিন যাবত সামুদ্রিক অর্বজনা পরিস্কার করা নিয়ে ছোটখাট উদ্দোগ্য নেয়ার জন্যই মনে হয় আমাকে বেশ কয়দিন থেকে অনেকেই প্রশ্ন করেছেন এই পরিস্থিতে আমরা কি করতে পারি ? আমি আগেই বলে নিয়েছি আমার এই ব্যপারে কোনই দক্ষতা নেই। আর এই সময় কাউকে না কাউকে দোষ দিয়ে তার জন্য সময় নষ্ট করার থেকে জরুরী হলো এগিয়ে আসা। আর এ জন্য সবথেকে দ্রুত কাজ করতে পারতো বা পারে সরকার। যদিও বা তেল জনিত প্য ুলশন প্রিপিয়ার্ডন্যস এন্ড রেসপন্ড এর জন্য আগে থেকেই ইন্ফ্রাস্টাকচার থাকতে হয় -সেটা আমাদের আছে কিনা আমি জানি না। আর তাই সে ব্যপারে কথা বলে শুধু সময়ের নষ্টই হবে।





যদিও ব্যাপরটার বেশ ঝুকিপূর্ন। এমনটাই আসলে সবখানেই দেখা গেছে আর আইওএম ( ইন্টারন্যশনাল ম্যরিটাইম অরগানাইজেশন ) ও এটাই বলে আসছে। এমন অবস্থায় যেখানে আমাদের কোন রেসপন্স টিম নাই, নাইকোন ইন্ফ্রাস্টাকার তাইলে আমরা আসলে কিই বা করতে পারি ? আমার কাছ মনে হয় যে ক্রডতেল পানিতে ভাসছে তার যে মূল্য সরকার ধার্য করেছে – - ৩০ টাকা প্রতি লিটার, সেটাকে বাড়িয়ে দেয়া যেতে পারে আরও অনেক বেশি। তাতে হয়তোবা ঐ এলাকার মানুষজন ব্যপারটাতে আরও উৎসাহি হয়ে উঠবে। তবে এটাও সত্য ব্যপারটা আসলেও ঝুকিপূর্ন। তবে যদি কুইক কম্পেনসেট করার কথা আসে তবে এরথেকে কুইক আর কি হবে?



আমাকে যারা যারা প্রশ্ন করেছেন, আশা করি তারা আমার ব্যক্তিগত উত্তরটা পেয়েছেন।



ছবি : Nehal Quaraisy

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: যথার্থ সুন্দর পোস্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.