নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আমার আশ্রয়, চিন্তা আমার পথ। ইতিহাস, সমাজ আর আত্মপরিচয়ের গভীরে ডুব দিই—সত্যের আলো ছুঁতে। কলমই আমার নিরব প্রতিবাদ, নীরব অভিব্যক্তি।

মুনতাসির রাসেল

আমি তোমাদের মাঝে খুজিয়া ফিরি আমার বিশ্বলোক; নরকে গেলেও হাসিয়া বলিব আমি তোমাদেরই লোক।

মুনতাসির রাসেল › বিস্তারিত পোস্টঃ

মুখোশের অন্তরালে

১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২৫


তুমি এসে দাঁড়াও জনতার ভিড়ে,
তোমার চোখে আশার প্রদীপ জ্বলে,
তোমার কণ্ঠে প্রতিশ্রুতির সুর।
তুমি বলো, "আমি আছি তোমাদের পাশে,"
তোমার প্রতিটি শব্দ যেন বৃষ্টি হয়ে নামে শুষ্ক হৃদয়ে।
কিন্তু এমন মায়বী বৃষ্টির পরেও শুকায় না সেই মাটির কান্না।

তুমি হাত তোলো সংগ্রামের ডাকে,
তুমি রাস্তায় নামো ঝড়ের মতো,
তোমার মুঠো ভর্তি থাকে সামাজিক ব্যথা।
তুমি লেখো কলমে মানুষের আর্তি,
তুমি গান গাও তাদের বাঁচার গল্পে।
কিন্তু প্রতিটি আন্দোলনের শেষে,
তোমার ছায়ায় পড়ে থাকে শুধু এক স্বার্থের শরীর।

তোমার আয়োজন বড়,
তোমার নামে উৎসবের মঞ্চ জ্বলে ওঠে,
তুমি দাও আলো,
কিন্তু সেই আলোয় জ্বলেপুড়ে যায় বিশ্বাসের প্রদীপ।
তোমার প্রতিটি উদ্যোগ এক একটি সেতু,
যার ওপারে অপেক্ষা করে তোমার স্বার্থের প্রাসাদ।

তোমার নেয়ার পাল্লা ভারি থাকলেও দেবার নেই কিছুই
তুমি দাও গল্প— বেচো স্বপ্ন
যে গল্প জনতার হৃদয় ভেঙে নতুন ভোরের স্বপ্ন আঁকে।
কিন্তু সেই স্বপ্নের ভোরে জেগে থাকে একা তুমি।
তোমার চতুর মন, নিপুণ অভিনয় শৈলী
তোমার প্রতিটি পদক্ষেপ এক নতুন নাটকের অঙ্ক।

সরলতা তোমার মুখোশ,
তুমি নিজেকে ভালোবাসার প্রতীক বলো,
তোমার মিছিলে হাঁটে শত কণ্ঠস্বর,
কিন্তু প্রতিটি কণ্ঠে লুকিয়ে থাকে একদিনের বিভ্রান্তি।
তোমার কাছে থাকা প্রতিশ্রুতির খাতা,
খুললেই দেখা যায় ফাঁকা পৃষ্ঠার আর্তনাদ।

হে মুখোশধারী, জনসেবা ব্যবসায়ী
তোমার স্বার্থে বিকিয়েছ এই সময়ের রাজনীতি,
কিন্তু সত্য অপেক্ষায় আছে।
তোমার মুখোশ যখন ভেঙে যাবে,
তখনো কি শোনাবে মিথ্যে জনসেবার গল্প?
তখনো কি দাঁড়াবে জনতার ভিড়ে?
মনে রেখো-
তোমার কৃত্রিম আলো নিভে গেলে,
সেই অন্ধকারে সত্যের প্রদীপ একদিন জ্বলবেই।

১৪ মাঘ,১৪৩১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.