নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলার ব্লগ

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

মুনতা

[email protected] ফেসবুক লিংক- http://www.facebook.com/mshovon

মুনতা › বিস্তারিত পোস্টঃ

Maria Full of Grace(2004)-একটি ড্রাগ ডিলিং ড্রামা

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯





কাহিনী সংক্ষেপ:



কলম্বিয়ান মেয়ে মারিয়া আলভারেজ একটি ফুল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে কাজ করে। নিজের সীমিত আয়ে অনেক কষ্ট করে সংসার চালায়। পরিবারে রয়েছে মা,বোন আর বোনের বাচ্চা।অভাব-অনটনের মধ্যেই মারিয়া হঠাৎ উপলব্ধি করে যে সে প্রেগন্যান্ট। কিন্তু বয়ফ্রেন্ড তাকে ভালবাসে না বলে সে বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে আসে।সিদ্ধান্ত নেয় বাচ্চাকে একাই বড় করবে।এসময় আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। বসের ক্রমাগত অপমান সহ্য করতে না পেরে চাকরিটা ছেড়েই দেয় সে।মনক্ষুণ্ন হয় পরিবারের সদস্যরা।



জোড়া আঘাতের ধাক্কা সামলে নতুন চাকরির সন্ধান করতে থাকে মারিয়া।এসময় প্রস্তাব পায় মাদক পাচারের। অল্প সময়ে বড়লোক হবার লোভে ঝুঁকি আছে জেনেও রাজি হয় সে। শুরু করে পাকস্থলীর ভেতর হেরোইন জমা রাখার অনুশীলন যা কি না ব্যাপক ঝুঁকিপূর্ণ।



১ম মিশন নিয়ে মারিয়া রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সঙ্গী হয় বান্ধবী বিয়াংকা এবং আরও কিছু পরিচিত মেয়ে।কাস্টমস কর্মকর্তারা মারিয়াকে সন্দেহ করলেও প্রেগন্যান্ট হওয়ার কারণে তাকে এক্স-রে না করেই ছেড়ে দিতে বাধ্য হয়।নিউইয়র্কে পৌছে মারিয়া ও তার বান্ধবী সব গুলো হিরোইন ঠিকমত বুঝিয়ে দিতে পারলেও অপর সঙ্গী লুসি একটি হেরোইনের বল বের করতে ব্যর্থ হয়।অসন্তুষ্ট হয় পাচারকারীরা।



পরদিন সকালে ঘুম থেকে উঠলে মারিয়া আর বিয়াংকা আবিষ্কার করে যে লুসি নেই। পাচারকারীরা ও নেই। রক্কাক্ত বাথটাব দেখে ভয় পেয়ে যায় তারা। তাহলে কি অবশিষ্ট হিরোইনের লোভে লুসিকে মেরেই ফেললো জানোয়ারগুলো?



ভয়ে মোটেল রুম থেকে পালিয়ে গেল মারিয়া আর বিয়াংকা। সাথে তাদের নিজেদের আনা হেরোইনের প‌্যাকেট। কোথাও থাকার জায়গা নেই,পুলিশকে কিছু বলারও উপায় নেই। আবার তাদের পাচারকারীরাও তাদের হন্যে হয়ে খুঁজবে। উপায়ান্তর না দেখে লুসির এক বোনের বাড়ির দিকে রওনা হয় তারা,যে কি না নিউ ইয়র্কেই থাকে। সঙ্গী হয় অনিশ্চিত ভবিষ্যত......



উত্তর-দক্ষিণ আমেরিকার অর্থনৈতিকভাবে অনুন্নত দেশগুলোতে মাদক পাচার এর বিস্তৃতি ব্যাপক। পাচারকারীদের প্রধান লক্ষ্য হল যুবসমাজ। তরুণরা তাদের আর্থিক দুরবস্থার কারণে অথবা শর্টকার্টে বড়লোক হবার লোভে পড়ে এই ফাঁদে পা দেয়। একটা পর্যায়ে এসে হয়তো উপলব্ধি হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর ফিরে আসার সুযোগ থাকে না। এই নির্মম সত্যগুলোই পরিচালক মারিয়া চরিত্রটির মধ্য দিয়ে তুলে আনতে চেয়েছেন। কাহিনীর বর্ণনা বেশ সাবলীল। একবার শুরু করলে এক বসায় আপনি মুভিটি দেখে শেষ করে ফেলবেন। আমার বেশি ভাল লেগেছে মাদক পাচারের কৌশলটা- পাকস্থলীর ভেতর হেরোইনের বল গিলে জমা করে রাখাটা।খুব দারুণভাবে উপস্থাপন করা হয়েছে-বলতেই হবে।



মুভিটির পটভূমি কলম্বিয়া হলেও শুট করা হয়েছে ইকুয়েডরে। আর মারিয়া চরিত্রের অভিনেত্রী ক্যাটালিনা সানডিনো মোরেনো বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার আর অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন।



টরেন্ট ডাউনলোড লিংক







সামহোয়্যারইন ব্লগে ৩ বছর ৪ মাসের যাত্রায় এটা আমার ৫০ তম পোস্ট। ক্ষুদ্র এ জীবনের উল্লেখযোগ্য অভিজ্ঞতাগুলোর মধ্যে ব্লগিং অন্যতম। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা নিরন্তর।



মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

মুনতা বলেছেন: ড্রাগ ডিলিং ড্রামা- থ্রি ডি মুভি..... :P ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

মুনতা বলেছেন: :P :) ;)

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

হাসান মাহবুব বলেছেন: দেখসি। অন্যান্য ড্রাগ ট্রাফিকিং মুভির মত ফ্ল্যাশি না, খুব টাচি। ভালো লাগসে।

হাফ সেঞ্চুরির জন্যে অভিনন্দন। কিবোর্ড উচা করেন!

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

মুনতা বলেছেন: হুমম,ড্রামা মুভির ভক্ত হলে এটা ভাল লাগার কথা।
শুকরিয়া হামা ভাই। কিবোর্ড উচা করলাম। :)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

সুখী চোর বলেছেন: দেখি নাই মুভিটা ....দেখতে হবে।।
সুন্দর লেখা।।

হাসান মাহবুব বলেছেন:হাফ সেঞ্চুরির জন্যে অভিনন্দন। কিবোর্ড উচা করেন!

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

মুনতা বলেছেন: ভালো লাগায় প্রীত হলাম।ড্রামার ভক্ত হলে ভালো লাগবে আশা করি।
ধন্যবাদ। কিবোর্ড উচা করলাম। :)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম লোড দিলাম দেখি কি হয়

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

মুনতা বলেছেন: দেখে জানাবেন কেমন লাগলো।ধন্যবাদ।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছিলো মুভিটা। ধন্যবাদ আবার মনে করে দেবার জন্য।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

মুনতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

আমি যে আমার মতো, কারো মতো নই! বলেছেন: দেখা দরকার।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

মুনতা বলেছেন: দেখে ফেলেন। দেখে জানাবেন প্রতিক্রিয়া।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

শাকিউল রানা বলেছেন: পিসিতে আছে, দেখা দরকার মনে হচ্ছে।

৫০ এর অভিনন্দন। তামিমের মত ফিফটি করে আউট হলে চলবে না। সেঞ্চুরি চাই

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

মুনতা বলেছেন: দেখে ফেলেন।

বাংলাদেশী ব্যাটসম্যান তো,ভরসা নাই। দেখা যাক ১০০ মারা যায় কি না......

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

কাউসার রুশো বলেছেন: খুব ভালো মুভি।
হাফ সেঞ্চুরির শুভেচ্ছা :)

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

মুনতা বলেছেন: অনেক ধন্যবাদ রুশো ভাই। :)

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

wrongbaaz বলেছেন: যা যুগ আসছে সেনঞুরিতে লাভ নাই, ডাবল সেনঞুরি মারেন হেই কামনাই হরি। চালাই যান।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

মুনতা বলেছেন: ৫০ মারতেই ৩ বছর ৪ মাস,আর ডাবল??!!
দেখা যাক,দোয়া রাইখেন।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

রোড সাইড হিরো বলেছেন: প্রি্যতে নিলাম পোস্ট। পরে সুযোগ করে ডাউনলোড দিব মুভিটা।

অর্ধশত পোস্টের অভিনন্দন...

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

মুনতা বলেছেন: ওকে। দেখে প্রতিক্রিয়া জানাবেন।

ধন্যবাদ।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: তবলীগের ছয়ওসুল(*ইহা একটি কষ্টিপাথর পোস্ট) সব মানুষ পড়তে পারেন।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

মুনতা বলেছেন: ধন্যবাদ।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

রেজোওয়ানা বলেছেন: দেখেছি মুভিটা!

আমার কাছে খুবই ভাল লাগছে, কিছু কিছু সিকোয়েন্স এমন টাচি, যেমন বড় আঙ্গুর আস্ত গিলে ফেলে ড্রাগ ক্যারি করার প্র‌্যাকটিসের অংশটা.....


আপনার রিভিউ ভাল লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

মুনতা বলেছেন: আসলেই। হিরোইন ক্যারি করার প্র্যাকটিস টা এত দারুণভাবে দেখানো হয়েছে.....

ভালো লাগায় প্রীত হলাম। :)

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

রেজোওয়ানা বলেছেন: ও আর হাফ সেঞ্চুরী এবং তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

মুনতা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

মাক্স বলেছেন: রিভিউ ভালো লেগেছে। ৪র্থ ভালোলাগা।
৫০তম পোস্ট পূর্তির শুভেচ্ছা।:)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

মুনতা বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স। :)

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

বড় বিলাই বলেছেন: থ্রি ডি সিনেমাটার কাহিনী ভালোই লাগল। :)

হাফ সেঞ্চুরির শুভেচ্ছা।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

মুনতা বলেছেন: আজকালকার থ্রি ডি মুভিগুলোর চেয়ে কাহিনী যথেষ্ট ভাল।

অনেক ধন্যবাদ।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

মনোয়ার মিলন বলেছেন: CONGR8S......... 4 50! !:#P

Dekhte hobe movie...!

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

মুনতা বলেছেন: অনেক ধন্যবাদ।

দেখে ফেলেন তাহলে।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

নস্টালজিক বলেছেন: মুভিটা দেখসিলাম!

দূর্দান্ত একটা মুভি!



শুভেচ্ছা মুনতা!

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মুনতা বলেছেন: ধন্যবাদ নস্টালজিক।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: শুভেচ্ছা মুনতা ভাই।

দেখেছি মুভিটা। আর রিভিউ বরাবরের মতোই মন কাড়া।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মুনতা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

১৯| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

দারাশিকো বলেছেন: হাফ সেঞ্চুরির শুভেচ্ছা জানাচ্ছি।
ছবিটা দেখা হয় নি, আগ্রহ বোধ করছি :)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

মুনতা বলেছেন: অনেক ধন্যবাদ। এইটা মাস্ট সি মুভি। না দেখলে মিস :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.