নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিক মুরাদ

পথ হাটিতেছি এক অন্তহীন পথে....

পথিক মুরাদ › বিস্তারিত পোস্টঃ

বিদেশে বাঙ্গালী নামের বিড়ম্বনা

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

আমরা কথায় কথায় বলে থাকি নাম দিয়ে কি যায় আসে। কিছু ক্ষেত্রে কথাটি হয়তো সত্যি। কিন্তু অনেক ক্ষেত্রে নাম নিয়ে পড়তে হয় অনেক বিড়ম্বনায় বিব্রত অবস্থায়। আমার প্রবাস জীবনের শুরু থেকে এখন পর্যন্ত নাম নিয়ে যে সকল বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং হচ্ছে আমার ধারনা অধিকাংশ বাংলাদেশী বিশেষ করে বাংলাদেশী মুসলিমদের এই ধরনের বিড়ম্বনায় যেতে হয়। কিছু উদাহরণ দেওয়া যাক, আমাদের নামের শুরুতে বেশীর ভাগ মানুষই লিখে থাকি মোহাম্মদ। সেই মোহাম্মদ ছোট করে লেখা হয় এম ডি। এই এম ডি নিয়ে শুরু হয় সমস্যার যাত্রা। আন্তর্জাতিক ভাবে নামের তিনটি অংশ থাকে। প্রথম ( যেটা হবে ব্যাক্তির প্রকৃত নাম ) মধ্যম ( যেটা মায়ের বিয়ের আগের নামের শেষ অংশ, সংক্ষেপে প্রথম অক্ষর লেখা হয়ে থাকে সাধারণত) শেষ ( যেটা আসবে পিতার নামের শেষ অংশ, এটাকে পারিবারিক বা বংশের নাম বলা হয়)। মেয়েরা বিয়ের পরে তার নিজ নামের শেষ অংশ ব্যবহার করবে মধ্যম অংশে এবং শেষ অংশ হবে স্বামীর নামের শেষ অংশ।

এখন আমাদের নামে যদি শুরুতে থাকে এম ডি, প্রশ্ন শুরু হয় আসলে কি তোমার নাম এম ডি ? এম ডির অর্থ কি? যদি বলি মোহাম্মদ , তখন থেকে ডাকতে শুরু করবে মিঃ মোহাম্মদ। আবার হাসপাতালে গেলে আরও বিড়ম্বনা তাঁরা শুরুতে মনে করে আমি মনে হয় ডাক্তার , কারন আমার নামে এম ডি আছে যার অর্থ ডক্টর অফ মেডিসিন,যেটা সধারনত ডাক্তাররাই নামের সাথে লিখে থাকেন।

নামের শেষ অংশ পিতার নামের সাথে মিল করে রাখাও আমাদের নামের ক্ষেত্রে প্রায় মানা হয় না। তাই মোঃ রহিমুদ্দিনের ছেলের নাম রাখা হয় মোঃ রকিব হাসান। এই নামের শেষ পিতার নামের শেষ একই না হওয়ায় আবারও বিড়ম্বনা। শুরু হয় অনেক রকম প্রশ্ন। আবার আমারা কোন সুন্দর নাম বা বিখ্যাত ব্যাক্তির পুরো নামটাই রাখি সন্তানের নাম। বিদেশে ভিসা অনুমোদনের জন্য অপরাধীদের নামের সাথে নাম মিলিয়ে দেখা হয়। প্রথমে পিতার নাম খোঁজা হয় না। একই নাম অনেকের হওয়ায় মিলে যাবার সম্ভাবনা থেকেই যায় আর মিলে গেলেই শুরু হয় যন্ত্রণা, প্রমাণ করতে হয় আসলে সে ওই অপরাধী ব্যক্তি না।

আমাদের দেশে নামের জন্য সরকারী কোন নিতিমালা না থাকায় মূলত এই সমস্যার কারন । এই বিড়ম্বনা গুলো এড়ানোর জন্য সরকারের বড়সড় কোন আয়োজনের দরকার আছে বলে আমি মনে করি না।বর্তমানে জন্ম নিবন্ধন বাধ্যতামুলক। এই বাধ্যতামুলক নিবন্ধন যদি নির্দিষ্ট নিতিমালা অনুসরণ করে অথবা এখন থেকে নবাগত শিশুর জন্ম নিবন্ধন করার সময় উপরে উল্লেখিত নিয়ম অনুসারে নাম নিবন্ধিত হয়, তাহলে আজকের শুরু করা এই ছোট পরিবর্তন একটা সময় আমাদের কে একটি আন্তর্জাতিক নাম কাঠামো সমৃদ্ধ জাতী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এটা শুধু বিদেশে বিড়ম্বনাই দূর করবে না, সুবিধা হবে যেকোনো ডাটাবেজ তৈরির। পিতার নাম মাতার নাম না লিখলেও অন্যের সাথে নাম মিলে যাবার সম্ভাবনা থাকবেনা। নিজ নামের সাথেই জড়িয়ে থাকবে পিতা মাতা পরিবার।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬

মৈত্রী বলেছেন:
আমার নাম মৈত্রী :D

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

পথিক মুরাদ বলেছেন: আগে পিছে তো কিছুই নাই। এখন কি করুম!

২| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

জুন বলেছেন: জুন B-)

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

পথিক মুরাদ বলেছেন: আপনারও দেহি একই অবস্থা শুধু মাঝে মাসেই আছেন। ধন্যবাদ এই দুই অক্ষরের মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো বড় হবার জন্য।

৩| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭

bakta বলেছেন:






বাঙ্গালী বাঙ্গালী বাঙ্গালী
এক বাঙ্গালীনি মোরে করেছে পাগল
তার লাগে আমি কাঙালি ।

নাম ধাম আর ধরম মানিনা,
প্রবাসিনী বলে কিছুই জানিনা,
শুধু জানি সে আসে রোজ হেতা
দশরূপে দশ কালী।

বাঙ্গাল বাঙ্গালী বাঙ্গালীনি
জানিনে গো সে আমারি লাগিয়া
হয়েছে সে কি আজ কাঙালিনি ?

বক্ষ বাজায়ে কক্ষ সাজায়ে
রাণী'রে বরণ করিয়া রাজা এ
তবেই ছুঁইবো পানি ।




১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

পথিক মুরাদ বলেছেন: ওরে এইবার আমি কৈ যামু! কবিতা তো মোরে আপন করেনি, করেছে দেশ ছাড়া……………।

৪| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২

bakta বলেছেন:






বাঙ্গালী বাঙ্গালী বাঙ্গালী !
উফ: কি মুশকিলে ফেলালি,
কোথায় করি দেশছাড়া তোরে
পথিক হয়েই তো গাঙালি ।

বাঙ্গালী বাঙ্গালী বাঙ্গালী
সারাটা জীবন গেল পথে চলি,
পথের ধূলায় নিজেকে তুই
বাঙ্গালী রঙেই তো রাঙালি।

হে ভাই পথিক বাঙ্গালী !
বাংলার হও কাঙালি,
বাংলার মাটি বাংলার ছবি
আপন বক্ষে টাঙালি।
সত্যি ! পথিক বাঙালি।

৫| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩

মুদ্‌দাকির বলেছেন:

মুহাম্মাদ নামটা সংক্ষেপন না করলেই হয় !! এটা একটা সমস্যাই বটে।
ইংরেজদের বানানো সমস্যা।

আর আন্তর্জাতিক নাম কাঠামোর কোন প্রয়োজন আছে বলে মনে করি না।

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২

পথিক মুরাদ বলেছেন: গ্লোবালাইজেশনের জোয়ারে পণ্যের সাথে মানুষ, আর মানুষের সাথে তার নাম এখন "পৃথিবী" নামক দেশের নাগরিক, তাই আন্তর্জাতিক নামের প্রয়জনিতা অনুভব করেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

কেএসরথি বলেছেন: আর কইয়েন ভাই। নাম নিয়ে যে কি ধরা খাইসি এবং খেয়ে আসছি এখন পর্যন্ত। বাবা শখ করে নাম রাখলেন বিশাল বড় - কেউ শুনলে মনে করে আমি হয়ত খুব বড় কোন আলেম! কিন্তু যখন বাইরে গেলাম তখন সবজায়গায় ফার্স্ট নেম, মিডেল নেম, লাস্ট নেমের ঘুর্নিঝড়ে আমি ভূপাতিত। কেউ নাম বলতে পারেনা, সবাইকে বলতে হয় আমাকে "অমুক নামে ডাকো"। :(

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

পথিক মুরাদ বলেছেন: বিনা মেঘের ঘূর্ণি ঝড়ে নাম নিয়ে আপনার মত আমিও ভূপাতিত হয়েই পেয়েছি এই লেখার প্রেরণা। মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

৭| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাঙ্গাল বেশির ভাগই এমডি নয়তো আব্দুল :P

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৫

পথিক মুরাদ বলেছেন: আরে গুরু যে! বলেছেন গুরুর মত। প্রত্যাশা ভালো আছেন। ধন্যবাদ।

৮| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৩

রাজিব বলেছেন: সেদিক দিয়ে আমি ভাগ্যবান। আমার নাম রাজিব আহমেদ এবং যে কোন ফর্মে ফাস্ট নেম লাস্ট নেম খুব সহজে চলে যায়। তবে আমার বাবার নামের সঙ্গে আমার ১% মিলও নেই। এটা দেখে অনেকে অবাক হয়। এর বড় কারণ হল আমাদের সময়ে আমরা বংশের পদবী (যেমন সরকার, চৌধুরী, মীর) রাখিনা। ফলে এ সমস্যা দেখা দেয়।

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৯

পথিক মুরাদ বলেছেন: হ্যাঁ রাজিব ভাই, আপনি একটা দিকে ভাগ্যবান। এম ডি নাই। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে___
ধন্যবাদ।

৯| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২২

নতুন বলেছেন: নাম নিয়া একটু ঝামেলায় পড়তেই হয়...

আমার ডাক নাম একটা ইংরেজী নাম.. তাই সেইটাই সবাই বলে... কারন পুরা নামের উচ্চারন সবাই ঠিক মতন করতে পারেনা.. তাই ডাক নামই সবাইকে বলি..ঐটাই সবাই ঠিক উচ্চারন করে..

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

পথিক মুরাদ বলেছেন: ভূল উচ্চারনে নিজের নাম শোনার বিপদ থেকে বাঁচতে আপনার এই ইংরেজি নাম আপনাকে বাঁচিয়েছে। ভাগ্যিস ডাক নামটা ইংরেজি।
ধন্যবাদ নতুন , শুভ কামনা রইলো।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ইমরান আশফাক বলেছেন: আমার নাম মো: ইমরান আশফাক এবং পিতার নাম মো: আশফাক হোসেন, পিতার নাম নিয়ে সমস্যা নেই তবে সমস্যা হচ্ছে মো: বা এমডি নিয়ে।

এখন সরকারের প্রতি আকুল আবেদন এই যে নাম রাখবার একটা নীতিমালা সত্বর প্রনয়ন করুন, নইলে যে ধরাটা আমরা খাইছি সেই ধরাটা যেন অন্যেরা না খায় মানে পরবর্তী প্রজন্ম আর কি।

অনেক ধন্যবাদ ব্যাপারটা উত্থাপনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.