নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিক মুরাদ

পথ হাটিতেছি এক অন্তহীন পথে....

পথিক মুরাদ › বিস্তারিত পোস্টঃ

লেবুর মহাগুণ

২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪



ছবি: লেবু,



ছবি: কালামাঞ্চী।

আমার শরীরে গ্যাস্ট্রিক বাসা বেঁধেছে সেই যৌবনেই। প্রথমে পাত্তা দিতাম না। তার পর একটু বেশী যন্ত্রণা হলে এন্টাসিড খেয়ে নিতাম। ধীরে ধীরে এন্টাসিড এসিডের কাছে হার মানলো, শুরু হল সেকলো/লসিক্টেল এর পালা। এভাবেই চলছিলো। কয়েক মাস আগে আমার এক ফিলিপিনো বন্ধু আমার এই ওষুধ খাওয়া দেখে বলল গ্যাস্ট্রিকতো প্রাকৃতিক উপায়েই ভালো করা যায়। জানতে চাইলাম কিভাবে? বলল লেবুর শরবত পান করে।

- তোমার মাথা খারাপ লেবুতো ভীষণ এসিডিক!

- হ্যাঁ লেবু এসিডিক। আমরা যে সকল খাবার খাই তার প্রায় ৭০% এসিডিক। কিন্তু লেবুর সরবত নিয়ম মাফিক পান করলে তুমি অনেক রোগ থেকে মুক্ত থাকবে এবং এসডিটি হবে না।

- কি ভাবে?

- এখানেতো লেবু তেমন পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি কালামাঞ্চী। লেবুর চেয়ে অনেক ছোট। প্রতিদিন ঘুম থেকে জেগে খালি পেটে কয়েকটি লেবুর শরবত পান করতে হবে। মনে রাখবে, শরবতে কোন পানি, লবন বা চিনি মেশানো যাবে না। সতেজ লেবু পরিস্কার করে ধুয়ে কাটতে হবে। তারপর একটি শুকনো কাপ বা গ্লাসে চিপে রস বের করবে। বিচি থাকলে ছেঁকে নিবে। এরপর পান করবে। এর পর ৩০ মিনিট বা ১ ঘন্টা কিছু খাওয়া বা পান করা যাবে না। খেলে এসিড হবে। লেবুর সাইজ বড় হলে ২ থেকে ৩টি লেবুর রস যথেষ্ট। আর কালামাঞ্চি হলে প্রথমে ৪টি দিয়ে শুরু করে ধীরে ধীরে ২৮ টি পর্যন্ত শরবৎ পান করা যাবে।

আমার সকাল শুরু হল লেবুর শরবত দিয়ে। একটু হাটাহাটি, গোসল সেরে সকালের নাস্তা। পকেটে গ্যাসের ওষুধ নিলাম, যদি দরকার হয়। কিন্তু সারাদিনেও তার আর দরকার হলনা। এ ভাবে দিন সপ্তাহ মাস গেল আমার আর গ্যাস্ট্রিকের ওষুধ দরকার হয়নি। আমার উচ্চ রক্তচাপ খুব বেশী মাত্রার না হলেও, মাঝে মাঝে মাথা চাড়া দিতো, কিন্তু এই লেবুর শরবত পান করা শুরু করার পর একটি দিনের জন্য ও আমার ব্লাড প্রেসার বেশী হয়নি। প্রায় সাত মাস যাবত আমি এই লেবুর শরবত পান করছি। এর মধ্যে একবার ডাঃ এর সাথে এ নিয়ে কথা বলেছি। উনি বলেছেন আমি যদি এই অভ্যাস নিয়মিত করতে পারি তাহলে সাধারণ অসুখ বিশুখ আমার থেকে দূরে থাকবে।

আমি নিজেও লক্ষ্য করেছি, আমার গ্যাস্ট্রিক নেই, নেই হাই ব্লাড প্রেসার। জ্বর সর্দি মাথা ব্যাথা জাতীয় সমশ্যা নেই বললেই চলে। নেই কোস্টকাঠিন্য। লেবুর শরবত আমাকে রেখেছে ওষুধ মুক্ত।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

িটউব লাইট বলেছেন: খুব ভাল লাগল। আমার ত গ্যাস্ট্রিক ও উচ্চ রক্তচাপের সমস্যা। চেষ্টা করতে হবে।

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৫

পথিক মুরাদ বলেছেন: অবশ্যই চেষ্টা করবেন এবং ভাল ফল পাবেন আশা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বাহ ! দারুন তো ।সুস্থ রাখার জন্য লেবুর এত গুণ । :)

২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫১

পথিক মুরাদ বলেছেন: জি সেলিম আনোয়ার ভাই, পরীক্ষা করে দেখুন। লেবু আপনাকে ওষুধ মুক্ত রাখবে। ভাল থাকুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ একটা প্রেসক্রিপশন পেলাম। আমার জন্য অনেক দরকারি প্রেসক্রিপশন। আপনাকে ধন্যবাদ এমন পোস্টের জন্য।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

পথিক মুরাদ বলেছেন: অন্তত এক সপ্তাহ অভ্যাস করুন, ভালো লাগলে পাশের মানুষটিকে বলুন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার কাজের পোষ্ট।

২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০২

পথিক মুরাদ বলেছেন: কাজে লাগলে ভালো লাগবে। ভালো থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮

দি রিফর্মার বলেছেন: খুবই উপকারী পরামর্শ। ধন্্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

পথিক মুরাদ বলেছেন: আশা করি আপনার উপকার হবে। উপকার পেলে জানালে খুশি হব। ধন্যবাদ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৬

পথিক মুরাদ বলেছেন: ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করুন। তাদের ও উপকার হবে।
শুভ কামনা রইলো।

৭| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৩

ডঃ আলম বলেছেন: we have completed some experiments on satkora and batabi lebu which we going to publish very soon, however, the peel extract is the main medicinal part of citrus fruits. You can also get access to my published paper on these link-

http://www.mdpi.com/2072-6643/5/3/637
Click This Link

৮| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮

ডঃ আলম বলেছেন: correction- "we are going to publish very soon"

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

পথিক মুরাদ বলেছেন: Thanks for the information’s. Waiting for your publication.

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

ভিটামিন সি বলেছেন: উপকারীতা জেনে শিখে রাখলাম।

এই লেবুর নাম সিংগাপুরে ভিয়েতনাম লাইম। সম্ভবতঃ ভিয়েতনাম থেকে আমদানী করা হয় বলেই এই নাম। ছোট সাইজ, পাতলা খোসা ছাড়া ভিতরে পুরোটাই রসে ভর্তি।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

পথিক মুরাদ বলেছেন: ঠিক বলেছেন ছোট সাইজ কিন্তু এক পাশ কেটে চিপ দিলে পুরো রস বেরিয়ে আসে। তবে রস আমাদের দেশী লেবুর চেয়ে টক এবং গন্ধটা একটু কড়া।
অনেক দেরীতে উত্তর লিখলাম। আশা করি লেবুর শরবত আপনার কাজে লেগেছে। ধন্যবাদ।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৫

ইমরান আশফাক বলেছেন: লেবুর রস গরম পানির সাথে মিশিয়ে খেতে হবে খালি পেটে। সংগে একচামচ খাটি মধু মিশিয়ে নিতে পারেন। আমি প্রত্যেকদিন সকালে এটা খেয়ে হাটতে যাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৫

পথিক মুরাদ বলেছেন: হ্যাঁ শুনেছি এই পদ্ধতিতেও কাজ হয়। তবে পরীক্ষা করে দেখা হয়নি।
পদ্ধতি যেটাই হোক সুস্থ থাকাই আসল কথা। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.