নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিক মুরাদ

পথ হাটিতেছি এক অন্তহীন পথে....

পথিক মুরাদ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল কাস্টমার সার্ভিস

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৮



আমাদের মোবাইল ফোনগুলোর কাস্টমার সার্ভিস নিয়ে একটা কৌতুক শুনেছিলাম, কৌতুকটা অনেকটা এরকম-
হ্যালো কাস্টমার সার্ভিস, আমার ফোনে ইন্টারনেট সমশ্যা,
- দয়া করে আপনার ফোনটি রিস্টার্ট করুন।
হ্যালো কাস্টমার সার্ভিস, আমার ফোন থেকে কল যাচ্ছেনা,
- দয়া করে আপনার ফোনটি রিস্টার্ট করুন।
হ্যালো কাস্টমার সার্ভিস, আমার ডাটা এক্টিভ হচ্ছেনা,
- দয়া করে আপনার ফোনটি রিস্টার্ট করুন।
হ্যালো কাস্টমার সার্ভিস, আমার পাশের বাড়ির কুত্তাটা মারা গেছে,
- দয়া করে আপনার ফোনটি রিস্টার্ট করুন।
জানিনা আপনাদের এই রকম অভিজ্ঞতার সৌভাগ্য হয়েছে কিনা, তবে আমার এই অতি আধুনিক এবং স্মার্ট মেধাবীদের সাথে যোগাযোগের চরম সৌভাগ্য হয়েছে। কখনই কোন সমাধান পাইনি তাঁদের প্রফেশনাল আশ্বাস আর বেচাকেনা ছাড়া। ইমেইলের পর ইমেইল করেছি, পত্রিকায় লিখেছি, বছরের পর বছর অপেক্ষা করেছি শুধু একটু ভালো ইন্টারনেট সিগন্যালের জন্য। আমরা যারা মফস্বলে বাস করি আমরাও তো দেশের নাগরিক। তাহলে নাগরিক সুবিধা তো আমাদেরও অধিকার!
জেলা শহর থেকে মাত্র ৫-৬ কিমি দূরে বাস করে এই প্রযুক্তির যুগেও একটু ভালো ইন্টারনেট সুবিধা পাইনা। প্রত্যেকটি মোবাইল অপারেটরদের সাথে যোগাযোগ করেছি, লাভের মধ্যে লাভ হয়েছে গত বছর গ্রামীণ ফোন আমার বাড়ি থেকে ১.৫ কিমি দূরে একটি সিগন্যাল টাওয়ার বসিয়েছে। সেটা আসলেই চলছে কিনা জানিনা, কারন সমস্যা যেখানে ছিল সেখানেই আছে। প্রবাসে থাকলে দেশে আপনজনদের জন্য মন কাঁদে, আর যোগাযোগের তো একমাত্র উপায় একটু ভালো গতির ইন্টারনেট। সেই কল করার মত ভালো গতির ইন্টারনেটের জন্য লম্বা বাঁশের মাথায় এন্টেনা টাঙ্গিয়েছে। থ্রীজি ওয়াইফাই মডেম কিনে ঘরের বাইরে রেখে কিছুটা ভালো গতি পেলেও সেটা নিরিবিচ্ছিন্ন নয়। বেশ কয়েকদিন থেকে সেই গতিতে ঢেউ লেগেছে। কয়েক মিনিট ভালো চলে তো কয়েক মিনিট ঘ্যা ঘ্যা করে। আর সেবার জন্য যে কাস্টমার সার্ভিস, সেটাতো শুরুতেই লিখেছি। হায়রে আমার ডিজিটাল কাস্টমার সার্ভিস.........।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: নামেই ডিজিটাল কামে কিছু নয়।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

পথিক মুরাদ বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল অগ্রগতি চোখে পড়ে, কিন্তু মফস্বলের মানুষ খুব কমই তার সুবিধা ভোগী।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

গোধূলির * পথচারী বলেছেন: আমার এমন অভিজ্ঞতা নেই। কারন- আমি ভাল কাস্টমার সার্ভিস পেয়েছি।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

পথিক মুরাদ বলেছেন: তাহলে বলতে হয় আপনি সত্যিই ভাগ্যবান। আমার যে অভিগ্যতা তাতে, কল করলে শুনতে না চাইলেও আগে শুরু করবে বেচাকেনা আর সময়ক্ষেপণ। তারপর দুনিয়ার যত প্রশ্ন শেষ করে ফোনটি রিস্টার্ট করতে বলবে অথবা অমুক বিভাগ কে জানাবে বলে শেষ করবে।
ধন্যবাদ আপনাকে পজিটিব মন্তব্যের জন্য।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৭

ধ্রুবক আলো বলেছেন: ডিজিটাল শুধু নামে হইছে কাজে না

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০

পথিক মুরাদ বলেছেন: ডিজিটালের যেটুকু তার তো সিংহভাগ শহর কেন্দ্রিক। আর এই সুবিধা ভোগের জন্য মানুষ আজ শহরমুখি, সরকারী এবং বেসরকারী সেবা সমূহ গ্রাম মুখি না করলে শহরকে কখনই বাস যোগ্য করা সম্ভব নয়।
ধন্যবাদ। ভালো থকাবেন।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮

ঢাকাবাসী বলেছেন: এদেশে যে কোন কাস্টমার সার্ভিসই দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট মানের। আসলে এদেশে কাস্টমার সার্ভিস বলে কিসসু নেই!

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫

পথিক মুরাদ বলেছেন: ভাই ঢাকাবাসী, আপনি যদি এমন বলেন তাহলে আমাদের মফস্বলের কথা একবার ভাবেন!
ধন্যবাদ।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫

হাতুড়ে লেখক বলেছেন: মফস্বলের মানুষ, মানুষ না।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অহন নাকি দ্যাশে ফাইব জি আইবো :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.