নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিক মুরাদ

পথ হাটিতেছি এক অন্তহীন পথে....

পথিক মুরাদ › বিস্তারিত পোস্টঃ

কি করি বলেনতো!

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৪


আমি বর্তমানে ফিলিপাইনে বাস করছি। কিছুদিন পূর্বে বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষায় হেপাটাইটিস বি পজিটিভ ধরা পড়েছে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর এখানকার ডাক্তার নিশ্চিত করেছেন এটা ক্রনিক ইনফেকশন। ওষুধ চলছে। প্রতি ৬ মাসে একবার হেপাটাইটিস ডি এন এ পরীক্ষা করতে হবে।
আমার ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে। চিন্তায় পড়েছি, কোথায় এই পরীক্ষা করতে পারবো/ ভালো হবে! দেশে না কি ভারতে?
কেউ একটু বিস্তারিত লিখে হেল্প করলে উপকৃত হতাম।
ভালো থাকবেন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: যততুকু জানি দেশেই ভাল চিকিৎসা আছে।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৫

পথিক মুরাদ বলেছেন: ধন্যবাদ। দেশের কোথায় ডেফিনিট তথ্য পেলে ভালো হতো।

২| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

ব্লগ সার্চম্যান বলেছেন: এ সম্পর্কে কোন ধারনা নেই।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

পথিক মুরাদ বলেছেন: ফিলিপাইনে এ সম্পর্কে বেশ ভালো ধারনা পেয়েছি। কিন্তু দেশে গিয়ে বাকী চিকিৎসা নিতে পারবো নাকি ইন্ডিয়াতে ভালো হবে, সেটা নিয়ে চিন্তায় আছি। ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

পথিক মুরাদ বলেছেন: সে চেস্টাও করছি। ধন্যবাদ

৩| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



আপনার পারিবারের ও পরিচিত লোকদের বলেন খবর নিতে।

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩

নিরাপদ দেশ চাই বলেছেন: দেশে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছে। আপনি যে কোন হসপিটালে যোগাযোগ করলে তারাই আপনাকে বলে দিতে পারবে এই ব্যপারে কারা বিশেষজ্ঞ, কার কাছে গেলে ভাল হবে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন উন্নত। কারন চিকিৎসা এখন হয়ে গেছে অনলাইন ভিত্তিক। যখন যে নতুন চিকিৎসা আবিস্কৃত হয়, মুহুর্তেই সেটা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় প্রাইভেট হাস্পাতালগুলো ব্যবসার জন্য অনেক অনৈতিক কাজ করে। এই কারনে দেশে সর্বোচ্চ ভাল চিকিৎসা পেতে হলে আপনার নিজের পরিচিত ডাক্তার সাথে থাকলে ভাল হয়। তখন আর আপনাকে অযথা হয়রানির মুখোমুখি হতে হয় না।

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২

পথিক মুরাদ বলেছেন: কিছু কাছের মানুষের সাথে কথা বলে দেশের চিকিৎসা অপব্যবহার শুনে হতাস হয়েছি। কিন্তু তাদের কাররই নিজের অভিজ্ঞতা নেই। তাই ব্লগের আশ্রয় নিলাম। যদি কোন বন্ধু তাঁর চেনা জানা বা অভিজ্ঞতায় সহযোগিতা করতে পারেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

নতুন বলেছেন: ভাই এটা নিয়ে ভয় পাবার কারন নাই।

এটা অনেক মানুষেরই আছে।

কিন্তু কয়েকটা সত`কতা অবলম্বন করতে হবে।

* স্ত্রী/সঙ্গী কে HBV vaccination নিতে বলেন। না হলে তারাও আক্রান্ত হতে পারেন।
* লিভারের জন্য ক্ষতিকর খাবার ও পানিও খাবেন না।
* এলকোহল নতুন করে হারাম করুন... এটা লিভারের ক্ষতি করে...

ঢাকাতে মেডিনোভাতে ডা: তারেক মাহমুদ ভুইয়াকে দেখাতে পারেন। আমার রোগীকে তার চিকিতসা নিচ্ছে।

হেপাটাইটিসের কয়েকটি ঔষুধ বাজারে আছে.... সেই গুলির একটা যেটা আপনার কাজ হয় সেটা সারাজীবন খেয়ে যেতে হবে।

আর এটা সারাজীবনের রোগ..... এই ভাইরাসে সারাজীবনই লিভারে থাকে... নিরাময় হয়না। তবে নিয়ম মেনে চললে সমস্যা হয়ানা।

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

পথিক মুরাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.