নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাপ স্টার

ন্যাপ স্টার › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ রক্তের প্রয়োজনে কী করবেন?:-* কোথায় খুঁজবেন রক্ত?

২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৫৬

হঠাৎ আপনারও রক্তের প্রয়োজন হতে পারে:-* . . . .হঠাৎ রক্তের প্রয়োজনে কী করবেন?:-* কোথায় খুঁজবেন রক্ত?:-* কার কাছে পাবেন বিশুদ্ধ রক্ত? বাঁধন ১৯৯৭ সােল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর এখন ৩২ টি শিাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ) কার্যক্রম চালিয়ে যাচ্ছে । বর্তমান যুগ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ ।বিজ্ঞানের কল্যানে অনেক কিছু আবিষ্কৃত হলেও রক্তের বিকল্প আজও আবিষ্কৃত হয় নি । রক্তের অভাবে প্রতি বছর বাংলাদেশের অসংখ্য তাজা প্রাণ হারিয়ে যায় । রক্তের অভাবে একটি প্রাণও যেন হারিয়ে না যায়; সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন । ২০১০ সালে বাঁধন বিনামূল্যে দানকৃত রক্তের পরিমান ছিল ৫৫৯৭৭ ব্যাগ এবং ২০১১ সালে ৬০৮৯২ ব্যাগ :Dবাঁধন থেকে বিনামূল্যে রক্ত পেতে ও দিতে চাইলে আমাদের ফেইসবুক পেইজে-এ Like দিন এবং রক্তদান বিষয়ক যে কোন প্রয়োজনে বাঁধনের সহায়তা পাবেন । http://www.facebook.com/badhan.com.bd

মন্তব্য ৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৩:২৮

রুমি আলম বলেছেন: বাঁধন এর কল্যান কামনা করি। ১৯৯৯ সালে এই বাঁধনের মাধ্যমেই প্রথম ঢাকা মেডিকেলে গিয়ে আমার এ পজিটিভ রক্ত দেই। সেই শুরু আজো প্রায় নিয়মিতই দিয়ে যাচ্ছি। ২০১০ সাল নাগাদ ২৪ বার রক্ত দিয়েছি কিন্তু এর পরে আর গননা সম্ভব হয়নি। তবে সময় ও সুযোগ পেলেই দিচ্ছি। রক্ত দেওয়ার জন্য একবার টাঙ্গাইল গিয়েছিলাম এবং আরেকবার ময়মনসিংহে। সে এক অদ্ভুত শিহরন।

খুব মনে পড়ছে বাঁধন এর নয়ন ভাই(ইউএনও), টিটু ভাই(ইউএনও), মনির ভাই(চবি শিক্ষক)। এদের মাধ্যমেই প্রথম রক্ত দিতে গিয়েছিলাম। তারপরে কত কাজও বাঁধন এর জন্য করেছি। থাক সেকথা। বাঁধন এর ফাউন্ডারদের অন্যতম সাম্য ভাইকে আমি হলে এসে পাইনি। আরেকজন ছিল সাগর ভাই। উনিও বাঁধন এর জন্য অনেক কাজ করেছেন।
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এই স্লোগানটা নয়ন ভাইয়ের উদ্ভাবন।

যুগ যুগ বেচে থাকুক বাঁধনবাঁধন সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা রইল।

২| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১০:৫১

ন্যাপ স্টার বলেছেন: রক্ত দেওয়ার অদ্ভুত শিহরন যে পায়নি তার জন্য আপনার লেখাটি যুগ যুগ বেচে থাকুক | আমাদের ফেইসবুক পেইজে-টি Share করুন
http://www.facebook.com/badhan.com.bd

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

htusar বলেছেন: ++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.