নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুক্তিযোদ্ধা

মুশে হক

সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য পড়তে এবং লিখতে ভালোবাসি।

মুশে হক › বিস্তারিত পোস্টঃ

আমাদের রাজনৈতিক গন্তব্য

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২

সুদীর্ঘ আন্দোলন সংগ্রাম, বহু প্রাণ বিসর্জন; অত:পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদের প্রাণদান, বাংলার ৭ কোটি মানুষের প্রাণপণ যুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। সেই বাংলাদেশ কেমন হবে; কেমন বাংলাদেশ চেয়েছিল শহীদের রক্ত? তা বিধায়িত হয়েছে ১৯৭২ সালের সংবিধানের ১ম, ২য় ও ৩য় ভাগের অনু-৭ হতে অনু-৪৭ এ। অনু-৭ এর বিধান--” প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ”- যা মুক্তিযুদ্ধের চেতনার মূলমন্ত্র ; অনু-৮ হতে অনু-২৫ এ বিধায়িত হয়েছে মুক্তিযুদ্ধের কাঙ্খিত রাষ্ট্রের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি--- স্বাধীন বাংলাদেশ চলবে একমাত্র এই মূলনীতি মেনে এবং অনু-২৬ হতে অনু ৪৭এ মানুষের মৌলিক অধিকারের বিধান দেয়া হয়েছে। এ সবই মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র এবং শহীদের রক্তের শপথের অঙ্গীকার যা বাস্তবায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব।

সুতরাং বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যক্তি ও দলের একমাত্র দায়িত্ব কর্তব্য উক্ত অঙ্গীকার ও শপথ বাস্তবায়নের জন্য রাজনৈতিক কর্মসুচী গ্রহন ও অনুসরণ করা। তা না হলে মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতি বেঈমানি করা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.