নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিক এর বাংলা ব্লগ

মেঘনা পাড়ের ছেলে

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত

মেঘনা পাড়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ দাশের এই কবিতাটি মাথা থেকে নামাতে পারছি না। বলুনতো ক্যামন লাগে ?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আমার প্রিয় কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশের কবিতায় আক্রান্ত আমি একজন। তাঁর নিচের কবিতাটি আজ সারাসন্ধ্যা মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনক্রমেই মাথা থেকে নামাতে পারছি না কবিতাটি। ছোট্ট কবিতাটির সব কথার ব্যখ্যাও পাচ্ছি না, অনেক উপমার মানেও বুঝছি না। যদিও এটা মানি কবিতার পুরোপুরি ব্যখ্যা কখনও পাওয়া সম্ভব না। তারপরও বোদ্ধা সমালোচকরা যদি সহায়তা করতেন.......





কবিতা : ঘোড়া (কাব্যগ্রন্থ : সাতটি তারার তিমির)



আমরা যাইনি মরে আজও – তবু কেবলই দৃশ্যের জন্ম হয় :

মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে ;

প্রস্তরযুগের সব ঘোড়া যেন – এখনও ঘাসের লোভে চরে

পৃথিবীর কিমাকার ডাইনামোর ‘পরে ।



আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;

বিষন্ন খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে ;

চায়ের পেয়ালা ক’টা বেড়ালছানার মতো – ঘুমে – ঘেয়ো

কুকুরের অস্পষ্ট কবলে

হিম হয়ে নড়ে গেল ও – পাশের পাইস্ – রেস্তরাঁতে,

প্যারাফিন – লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে ।

সময়ের প্রশান্তির ফুঁয়ে ;

এইসব নিওলিথ – স্তব্ধ তার জ্যোৎস্নাকে ছুঁয়ে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কবিতা বোঝার বিষয় না। যেমন চুম্বন বোঝার বিষয় না, সূর্য উদয় বা অস্ত যাবার বিষয় বোঝার বিষয় না, বোঝার বিষয় না পাখির উড়াল, শিশুর হাসি, সমুদ্রের ঢেউ! গরু বোঝা যায় গোধূলি বোঝা যায় না। অতএব তুমি কিছু বোঝ নাই। বেশ। আমিও কিছু বুঝি নাই। বেশ। কবিতা হচ্ছে না বোঝার মামলা। পতিতা বোঝা যায়, প্রেমিকা তো বোঝা যায় না।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই কমেন্টের পর আমার কথা হারিয়ে গেছে......

এরকম কমেন্ট পেলে এমনিতেই মনটা ভাল হয়ে যায়..........

দারুন বলেছেন: পতিতা বোঝা যায়, প্রেমিকা যায় না......

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: * জীবনানন্দ দাশ কবির নামের বানান ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অসাবধানতাবসত হয়েছিলো। এডিটেড...

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

নিয়েল ( হিমু ) বলেছেন: মজা নিলেন না ছিরিয়াস ? X( X( /:) /:) /:) /:)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: খুবই সিরিয়াস। বাকীদের মাথায় কি আছে সেটা জানার জন্যই টিনি এ পোস্টের অবতারনা...........

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

লোনলিফাইটার বলেছেন: ভুল বুজাবুজি হচ্ছে নাতো?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: না, কোন ভুলবোঝাবুঝি হতেই পারেনা :)

তা দেশী ক্যামন আছেন ? :D

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

ফারজুল আরেফিন বলেছেন: কেমন আছেন ভাইয়া?

ধানসিঁড়ি না হোক, কপোতাক্ষ নদ কিন্তু দেখে ফেলেছি। :)

আর মহেশপুর সীমান্তে গেলাম দুই দিন। স্থানিয়রা বললো যে, যারা গুলি খেয়ে মারা যায় তারা খারাপ লোক ও চোরাকারবার করে। :( :P :P

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভালআছি ছো্ট্টভাইয়া........

"সতত হে নদ তুমি পড় মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে..."

মধুবাবুর কপোতাক্ষ দেখে আসলা ?

আর আমার প্রিয় জীবুবাবুর ধানসিঁড়ি নেক্স টার্গেট রাখো....যত পার ছো্ট্ট এই দেশটা ঘুরে দেখো। জীবনে জড়িয়ে গেলে আর সময় হবে না.......

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

হাসান মাহবুব বলেছেন: এরকম কিছু মাথায় ঢুকে গেলে আমি বের করার চেষ্টা করি না। এই বস্তুবাদী নিরামিষ জীবনে এমন অলৌকিক পঙক্তি যত বেশি দিন বিচরণ করবে ততই ভালো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন বলেছেন হা.মা. ভাই।

"অলৌকিক পঙক্তি" শব্দগুচ্ছটি দারুন লাগল। এই নাম দিয়ে একটা অসাধারন গল্প বা কবিতা লিখে ফেলেন না.........

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

ফারজুল আরেফিন বলেছেন: কপোতাক্ষের পাশ দিয়ে তিনদিন গেলাম, কালও হয়তো যাবো। মাঝেমধ্যে সারা জেলা ঘুরে ঘুরে কাজ দেখতে হয়, ঠিকাদাররা সুযোগ পেলেই কাজ কম করে। :(

কখনো বাওড় দেখিনি, এখানে বাওড় দেখলাম। :)

ভালো থাকবেন..... :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বাওড় কিরকম ?

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

আমি যে কতো কিছুই বুঝি না! :|

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপুমনি, আমার আভিজ্ঞতায় দেখেছি যত কম বোঝা যায় ততই ভাল থাকা যায়...........

৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

শেরজা তপন বলেছেন: সহজ সরল কবিতাই বুঝিনা-আর এটাতো অনেক বোদ্ধারও মাথা গুলিয়ে দেয় :)
ভালভাবে বুঝতে পারলে আমাকে একটু শেয়ার কইরেন? :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নারে ভাই, এখন পর্যন্ত্য কেউ সাহায্য কর্লোনা, নাকি সাহায্য কর্তে পার্লোনা........ :(

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

ফারজুল আরেফিন বলেছেন: বাওড়ে দেখলাম নৌকা দিয়ে মাছ ধরছে। চওড়ায় বড়, গভীরতা তেমন বেশি না, আর পানি ঘোলাটে না। এরকমই দেখলাম। :D

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ও বুঝেছি।

যেমন: হাওড় হলো বিশাল, আর বাওড় হলো তুলনামূলকভাবে ছোট।
পুকুর আর দীঘির মাঝে যেরকম পার্থক্য সেরকম আরকি তাই না ?

১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

হামা ভাইয়ের মন্তব্যে শত লাইক।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আসলেই দারুন কমেন্ট.........

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

ফারজুল আরেফিন বলেছেন: হাওড় শুকিয়ে যায়, বর্ষায় জলে থৈ থৈ করে। বাওড় তো শুকায় না।

পুকুর আর দীঘির মাঝে যেরকম পার্থক্য আসলে বিষয়টা সেরকমই। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: তারমানে বাওড় তুলনামুলকভাবে গভীর, তাই পানি শুকায় না .....

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: অই মিয়া আপ্নে তো আমার মাথায়ও ঢুকিয়ে দিলেন। কি যন্ত্রনা

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আহেন ভাই, কোলাকুলি করি..........

এখন আর একা বহন কর্তে হবে না, আরেকজন পাওয়া গেল.... :D

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

সরলতা বলেছেন: নাহোল ভাই বলেছেন, গোধূলী বোঝা যায়না কিন্তু গরু বোঝা যায়। অনেক সময় যখন গরু শিং নেড়ে তেড়ে আসে তখন তো গরুকেও বোঝা যায়না। :|

জীবনানন্দের কবিতা ভালু পাই। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হা-হা-হা। গরু যখন শিং নেড়ে তেড়ে আসে তখনতো আরও ভাল করে বোঝা যায়। তখনতো নিশ্চিত হওয়া যায়, শিং নেড়ে তেড়ে আসছে গুতো মারার জন্য।গরুর মনে তখন গুতো মারাটাই বিরাজমান। বরং চুপচাপ থাকলেই বরং বোঝা যায়না, গরু কি ভাবছে..........

নাহোল ভাই মনে হয় গরুর গুতো খেতে গিয়েই গরু বুঝেছেন =p~

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সরলতা :D


এইখানে ব্যখ্যা আছে, যদিও এটাও ব্যক্তিগত ব্যাখ্যা !

মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সরলতা নিশ্চ্ই আপনার লিংকটি দেখেছে।

শ্রদ্ধেয় ইমন জুবায়ের ভাইয়ের ব্যাখ্যাটি দেখেছি। দারুন লিখেছিলেন...

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: কবিতা পড়ে পড়ে আমার যা মনে হয় আমি তাই বুঝে নেই।


কবি কি ভেবেছিলো ভাবতেই যাইনা।



:)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপুনি, দারুন বলেছোতো.............

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৯

আধাঁরি অপ্সরা বলেছেন:

প্রিয় কবিতা! :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অসম্ভব প্রিয় একটি বিমুর্ত কবিতা .........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.