নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম,কারণ আমি শ্রমিক নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ আমি ইহুদি নই।
আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি,কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর
কেউ বেঁচে ছিল না।
- ২য় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে জার্মানীর তৎকালীন বাস্তবতায় প্রখ্যাত ধর্মজাযক মার্টিন নেমলার এর বক্তব্যের একটি অংশ এটি।
আজ ৭০-৭৫ বৎসর পর বর্তমান বাংলাদেশের বাস্তবতায় এখানে "ওরা" হিসেবে যদি জামায়াতকে ধরি, "আমি" হিসেবে যদি বিএনপিকে ধরি, "কমিউনিস্ট" বলতে আ.লীগকে ধরি, "ট্রেড ইউনিয়ন" বলতে অন্যান্য দল, "ইহুদী" বলতে সুশীল সমাজকে ধরি, আর "ক্যাথলিক" বলতে রাষ্ট্রকাঠামোকে ধরি তাহলে কি দাঁড়ায় ?
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভাই, উত্তরটা দিন, এর উত্তর আমাদের জন্য এখন খুবই দরকার...
২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২০
বৈঠা বলেছেন: ভালো লেগেছে...
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভাই, শুধু ভাল লাগলেই হবেনা, উত্তরও জানা লাগবে..........
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৬
পথ-হারা এক পথিক বলেছেন: বিএনপি জামাতকে বন্ধু ভাবলেও একসময় জামাতই তাদের ধ্বংস করবে। হলো?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ইতিহাস ঘুরে ঘুরে ফিরে আসে.........
৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভালো লেগেছে
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ......
৫| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
শেরজা তপন বলেছেন: ভয়ঙ্কর প্রশ্ন! আসলইতো...?
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: তপন ভাই, ক্যামন আছেন ? খালাম্মা এখন ক্যামন আছেন ?
বুঝদার মানুষের কাছে প্রশ্নটা আসলেই ভয়ংকর........
৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
ভারসাম্য বলেছেন: আর 'ওরা' হিসেবে যদি বর্তমান সরকারকে ( বা সরকারেরও পেছনের(!) সরকারকে ) ধরি?
ধরাধরির ব্যাপারটা উলটো করে ধরলেতো হবেনা। ৭০ বছর আগের জার্মানির অবস্থার সাথে বর্তমান বাংলাদেশের অবস্থা মেলাতে চাইলে মিলিয়ে দেখুন কে ছিল ধরার ভূমিকায় আর কারা কারা কিভাবে কিভাবে ধৃত হবার ভূমিকায়।
যুদ্ধাপরাধের বিচার এবং জামাতের সাথে নির্বাচনী জোট হিসেবে বিএনপির অবস্থান সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সংগত মনে হয় আমার কাছে।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: শেষ লাইনে আপনার বক্তব্যের পর আপনার সাথে বিতর্কে যাওয়াটা কি ঠিক হবে বলে আপনি মনে করেন ?
৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২
নষ্ট ছেলে বলেছেন: বিএনপি বন্ধু মনে কইরা জামাতরে কোলে বসতে দিয়েছিল। বর্তমানে জামাত বিএনপির ঘাড়ে বসে আছে.... কিছুদিন পরে জামাত বিএনপিরে ঘোড়া হিসাবে ব্যবহার করব।
ঘোড়া আরোহী থেকে সাইজে বড় হইলেও লাগাম আরোহীর হাতেই থাকে।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "ঘোড়া আরোহী থেকে সাইজে বড় হইলেও লাগাম আরোহীর হাতেই থাকে।"
দারুন একটা কথা বলেছেনতো...........
৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫
ভারসাম্য বলেছেন: নাহ আমার সাথে বিতর্কে আসা আপনার জন্য মনে হয় ঠিক হবেনা।
কারণ সোজা জিনিসটাকে উলটো করে ভাবাতে চাওয়া লোকগুলোর জন্য সোজা ভাবনার মানুষকে এড়িয়ে চলাই নিরাপদ। একইভাবে সহজ ভাবনার লোকগুলোর জন্য উল্টোপাল্টা চিন্তাভাবনার মানুষগুলোর সাথে লাগতে চাওয়া অনুচিৎ।
তাই বিতর্কের দিকে না যাওয়াটা উভয়তরফেই নিরাপদ।
তবে প্রায় ৭০-৭৫ বছর আগে মার্টিন নেমলার এর এই কথাগুলোর সহজ মর্ম বুঝতে তৎকালীন কিছু ফ্যাক্টস এর উল্লেখ না করলেই নয়। তখন হিটলারের নাৎসী পার্টি ছিল জার্মানীর রাষ্ট্রক্ষমতায় এবং তারা জার্মানীতে চরম ফ্যাসিষ্ট শাসন কায়েম করেছিল। মার্টিন নেমলার এই নাজিদের বা হিটলারের বিরুদ্ধেই কবিতাটি লিখেছিলেন। আরেকটা তথ্য হল, হিটলারের ইহুদী নিধনযজ্ঞের মূল ইন্ধনদাতা ছিল জার্মানীর বাইরের ক্রিশ্চান জায়নিষ্ট মুভমেন্ট। জায়নিষ্টরা এখনো বহাল তবিয়তেই আছে কিন্তু হিটলারের নির্যাতন থেকে জার্মান ক্যাথলিক খ্রিষ্টানরাও বাদ পড়েনি।
যদি এই তথ্যগুলো আপনার অজানা থেকে থাকে তাহলে তথ্যগুলোর নির্ভরযোগ্যতা যাচাই সাপেক্ষে কবিতাটার পক্ষগুলোর সাথে বর্তমান বাংলাদেশের বিভিন্ন পক্ষের সাদৃশ্য আরেকবার মিলিয়ে দেখতে পারেন। ফলাফল দাঁড়াবে , আপনি এখানে যেভাবে বলেছেন ঠিক তার উল্টো।
আর তথ্যগুলো জানা থাকার পরেও যদি আপনি এভাবেই 'ধরি' দিয়ে অন্যকেও উল্টোভাবে ধরাতে চান তাহলে অত্যন্ত বিনয়ের সাথে আমার অক্ষমতা প্রকাশ করছি। অনীহা নয়, আপনার মত করে হাতের তালুর বদলে হাতের পিঠ দিয়ে কোন কিছু ধরতে পারার ব্যাপারে চরম অক্ষমতা প্রকাশ করছি। মাফ করবেন।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমি বলেছিলাম, আপনার পুর্ববর্তী কমেন্টের শেষ লাইনের বক্তব্যের পর আপনার সাথে বিতর্ক চালানো কি ঠিক হবে কিনা ? আপনি উত্তরে জানিয়েছেন, বিতর্কে না যাওয়াটাই উভয়পক্ষে ভাল হবে। তাই অহেতুক আলোচনায় গিয়ে আংগুল ক্ষয় করলাম না।
তার পরও একটু না বললেই নয়। আপনার এই কমেন্টেই পরিষ্কার হয়েছে তৎকালীন জার্মানীর অবস্থা সম্পর্কে আপনি ওয়াকিবহাল। তাই কথা বাড়ালাম না। আমি উল্টো করে কোনমতেই ধরিনি। বরং আপনি আক্ষরিক অর্থে ধরেছেন, তাই গোলমালে পড়ে গেছেন।
আপনার কাছে ছোট একটা প্রশ্ন : তৎকালীন জার্মানীর নাৎসী দল এবং বর্তমান বাংলাদেশের জামায়াতের আচরনগত কোন মিল কি আপনার চোখে ধরা পড়ে ? যদি না পড়ে তাহলে আলোচনা অর্থহীন হবে ।
৯| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
ভারসাম্য বলেছেন: তৎকালীন জার্মানীর নাৎসী দল ছিল রাষ্ট্রক্ষমতায় এবং তাদের মদদে ছিল জায়নিষ্টরা।কাজেই বর্তমানের জামায়াতকে কোনভাবেই তাদের সাথে মেলানো যায়না। তবে ৭১ এর জামায়াতকে মেলানোর চেষ্টা করা যেতে পারে।
আপনার সাথে আলোচনার আর কোন অর্থ দেখিনা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার পরও যে বর্তমানের চরম ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে তৎকালীন নাজিদের সমার্থক না ভেবে উলটো যারা ধৃত হচ্ছে ( প্রথমে জামাত, এরপর বিএনপি, তারপর অন্যান্য ইসলামপন্থী দল...) তাদেরই নাজিদের ক্রম সমার্থক করে তোলার কথা ভাবতে পারে তাদের মত দলকানা মানুষের সাথে আলোচনা করা বৃথা।
জামাতের সাফাই গাইছিনা। তাদের উপরের একটা মহল আর পাশের দেশের দাদাবাবুরা আছে হয়তো ৭০ বছর আগের জায়নিষ্টদের ভূমিকায়। 'আমি'র ভূমিকায় থাকা আমি-আপনি-নাগরিক সমাজ-সুশীল সমাজ সবাই তাদের পরবর্তী টার্গেট।
এখন আর আলোচনা প্রায় অর্থহীন। তবু সবার শুভবোধ উদয় হোক এই শুভকামনা সব সময়। ভাল থাকুন।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি বলেছেন: "যারা ধৃত হচ্ছে ( প্রথমে জামাত, এরপর........."
এই বক্তব্যের পর আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন ..........
দুঃখিত।
১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
ফারজুল আরেফিন বলেছেন: হায় হায় ভাইয়া, আপনার তো দুই বছর হয়ে গেছে। যাই হোক, শুভ দ্বি বর্ষপূর্তি।
ভালো থাকুন অনেক অনেক।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: থেম্কু, থেম্কু.........
১১| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০০
আধাঁরি অপ্সরা বলেছেন:
করুণ পরিণতির সুন্দর কবিতা।
বিএনপির কি হবে?
যাই হোক কেমন আছেন?
অনেকদিন পর এলাম। অবাই দেখি এখনো অনেক এ্যাক্টিভ!
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পরিস্থিতি যা দেখছি, হয়তোবা বেশী হলে সহযোগী দল। যেটা খুবই দুঃখজনক হবে এই দেশের জন্য।
ভাল আছি, সব দেখেশুনে আমিও এখন আর লেখার উৎসাহ পাই না। খুবই কষ্ট লাগে। এই সুন্দর দেশটা দিনদিন ধংসের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকার সময়ের প্রতিভুরা তরতর করে সামনে এগিয়ে আসছে। হতাশ হয়ে যাই , আমার উত্তর প্রজন্মের জন্য কি দেশ রেখে যাচ্ছি আমরা ? ব্যক্তিগতভাবে খু্বই আশাবাদী একজন আমি, কিন্তু গত দুমাসের পরিস্থিতি আমাকে চুড়ান্ত হতাশায় নিমজ্জিত করেছে....
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০১
শরতের আকাশ বলেছেন: জটিল প্রশ্ন