নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেকাব্বর জানে তাঁর সম্পত্তির হিসাব চাইতে আসবে না
কেউ কোনোদিন।
এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, ‘কী কইরা
পালবা আমারে,
তোমার কী আছে কিছু তেনা?’
সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দু’হাতে বুকে পিষে
বলেছিল নেকাব্বর;
‘আছে, আছে, লোহার চাককার মতো দুটা হাত,
গতরে আত্তীর বল – আর কীডা চাস্ মাগী।’
‘তুমি বুঝি খাবা কলাগাছ?’
আজ এই গোধূলিবেলায় প্রচন্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে
নেকাব্বর সহসা তাকালো ফিরে সেই কলাবাগানের গাঢ় অন্ধকারে।
তিরিশ বছর পরে আজ বুঝি সত্য হলো ফাতেমার মিষ্টি উপহাস।
পাকস্থলি জ্বলে ওঠে ক্ষুধার আগুনে, মনে হয় গিলে খায়
সাজানো কদলীবন,’
যদি ফের ফিরে পায় এতটুকু শক্তি দুটি হাতে, যদি পায়
দাঁড়াবার মতো এতটুকু শক্তি দুটি পায়ে।
কিন্তু সে কি ফিরে পাবে ফের?
ফাতেমার মতো ফাঁকি দিয়া সময় গিয়েছে ঢের চলে।
কারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার।
বিনিময়ে দিয়ে দেছে ব্যাধি, জরা, দুর্বলতা, বক্ষে ক্ষয়কাশ-
অনাদরে, অনাহারে কবরে ডুবেছে সূর্য, ফাতেমার তিরিশ বছর।
এখন কোথায় যাবে নেকাব্বর?
হয়তো গিলেছে নদী তার শেষ ভিটেখানি, কবর ফাতেমা-
কিন্তু তার শ্রম. তার দেহবল, তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিলো?
আজ এই গোধুলিবেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ,
মনে হলো হাবিয়া দোজখ – কেউ কি নেবে না তার এতটুকু দায়?
মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদুরে চলে যেতে, নেকাব্বর ভাবে,
অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন?
তবু যারা চায়, তারা কেন চায়? তারা কেন চায়? কেন চায়?
নেকাব্বর শুয়ে আছে জীবনের শেষ ইস্টিশনে। তার পচা বাসী শব
ঘিরে আছে সাংবাদিক দল। কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে,
কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি, – নেকাব্বর কিছুই বলে না।
সরকারী অনুদানে প্রিয় কবি নির্মলেন্দু গুণ এর কবিতা নেকাব্বরের মহাপ্রয়াণ অবলম্বনে একটি একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে কয়েকমাস আগে। চলচ্চিত্রটির পোস্টার চোখে পড়েছে, কিন্তু নাগরিক ব্যস্ততায় এখন পর্যন্ত দেখা হয়ে ওঠেনি। কথা দিচ্ছি শিঘ্রই দেখে ফেলব। তবে আমার পূর্ব অভিজ্ঞতা বলে কালজয়ী লেখার চলচ্চিত্ররূপ আমার পছন্দমত হয় না। এই অসাধারন কবিতাটি পড়ে পাঠকের নিজের ভেতরে যে দৃশ্যায়ন হয় একজন চলচ্চিত্রকার তা অনেক ক্ষেত্রেই ধরতে পারেন না, কেননা প্রতিজন পাঠকই ভিন্ন চিত্রকল্প ভেবে বা দেখে থাকেন।
প্রিয় কবি ল্যবএইডের বাইপাস অপারেশন পরবর্তী কেয়ারে আছেন। সবার শুভকামনায় কবি আমাদের মাঝে ফিরে আসবেন।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সোনাভাই, ক্যামন আছেন ?
কবির এই কবিতাটি আগেথেকেই ভাল লাগতো, কিন্তু এই কবিতাকে কেন্দ্র করে একটা পুর্নদৈর্ঘ্য চলচ্চিত্র হতে পারে এটা কখনও ভাবিনি। মুভিটি আসলেই দেখতেই হবে।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯
এহসান সাবির বলেছেন: কবি আমাদের মাঝে ফিরে আসবেন।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অন্তুরের অন্ত:স্থল থেকে এই দোয়া করি..........
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: কবির সুস্থতা কামনা করি ।
ভালো থাকবেন আপনি ।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনিও অনেক অনেক ভাল থাকবেন। অনেক শুভেচ্ছা
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
কলমের কালি শেষ বলেছেন: কবি সুস্থ হয়ে ফিরে আসুক ।
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অন্তুরের অন্ত:স্থল থেকে এই দোয়া করি..........
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: নুতন লেখা কই?
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এখন আর লিখতে ইচ্ছে করে না যে ভাই.......
৬| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: প্রিয় কবি আরও অনেক বছর বাঁচুক।
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপু কেমন আছো ?
৭| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২০
ইয়াশফিশামসইকবাল বলেছেন: " চাবি দিয়ে তালা খোলা দেখিয়াছি আমি, তালা দিয়ে চাবি খুলো দেখি তুমি.." যদি ভুল না হয়ে থাকে নির্মলেনদু'র এরকম একটা কবিতা ছোটো বেলায় পড়েছিলাম...আচ্ছা এর মানে কি??
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দেখি খুজে পাই কিনা কবির কবিতা টি
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নেকাব্বর শুয়ে আছে জীবনের শেষ ইস্টিশনে। তার পচা বাসী শব
ঘিরে আছে সাংবাদিক দল। কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে,
কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি, – নেকাব্বর কিছুই বলে না।
কবির জন্য শুভ কামনা। আপনাকে ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।