![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত দানে সেঞ্চুরি করতে চাই
★★★★★★★★★★★★★২৫/০১/০১৫ইং থেকে শুরু
জিবনের এই প্রথম রক্ত দেয়ার অভিজ্ঞতা অর্জন করলাম। প্রথমে খুব ভয় লেগেছিল। রক্ত দিতে পারবো কিনা,,, যদি মাথা ঘুরে পড়ে যাই,, যদি রক্তশুন্য হয়ে পড়ি,, সুইটা কত মোটা!! এগুলো ভাবতেই গা ছমছম করতো, মন অস্থির লাগতো। দোটানার মধ্যে ছিলাম দেব কি দেবনা।
বন্ধু #আশিক আহমাদ, সেতো নাছোড় বান্দা।ছাড়বেই না।রক্ত দিতেই হবে। সে নিয়মিত রক্ত দেয়।আমাকে বোঝাতে লাগলো তুমি সুস্থ সবল দেহে ঘুরছ ফিরছ, আর ওদিকে পঞ্চাশোর্ধ্ব বয়সের, মূমুর্ষ একজন ক্যান্সারের রুগি বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি নিরবে কিছুক্ষণ ভেবে দেখলাম। তারপর অটল সিদ্ধান্ত নিলাম যে, আমি রক্ত দিব। যা হবার হোক। যত কষ্ট লাগার লাগুক। আমার দেহের এক ব্যাগ রক্ত, একটি প্রাণকে ফিরিয়ে আনতে পারে। আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা মুমুর্ষ রুগিটি যদি আমার মমতাময়ী মা অথবা অন্যকোন আপনজন হতেন........! সমস্ত দ্বিধা, ভয় দুর করে রক্ত দিতে গেলাম।ডাক্তার রক্ত নিলেন। ব্যাথা, ভয়, দুর্বলতা, অস্থিরতা, মাথা চক্কর দেয়া এসবের কিছুই হয়নি, শুধু সামান্য সুইয়ের আঁচড় ছাড়া। রক্ত দেয়ায় নিজেকে আরো বেশি ঝরঝরে লাগছিল।মনের দুর্বলতা কেটে গেল। সাহস ফিরে পেলাম।তার সাথে অর্জন করলাম নতুন অভিজ্ঞতা। রক্ত দেয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ডাক্তার বলেন, ওজন ৫০ কেজি হলেই রক্ত দেয়া যায়। একজন সুস্থ মানুষ প্রতি তিন মাস অন্তর একবার রক্তদিতে পারেন। আমি আজ থেকে দৃঢ় সংকল্প করছি,,,,,,, শারিরীক সুস্থতায় যতদিন বেচে থাকবো,, ততদিন রক্ত দিয়ে যাবো ইনশাআল্লাহ। সেচ্ছায় রক্তদানে
আমি সেঞ্চুরি করতে চাই।
#shuvo ভাই #imrul Dot azim ভাই এবং তার সাথে #আশিক আহমাদ ভাইয়ের কথা কী বলব,!!
আশিক ভাই শুধু এক ব্যাগ o(-) নেগেটিভ রক্ত সংগ্রহ করার জন্য ৫৬ জন ডোনার কে ফোন দিয়ে ছিলেন।
©somewhere in net ltd.