নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ, আমার কল্পনার প্রতিচ্ছবি।আমি চাই বিশুদ্ধ চিন্তার আলোকে শিক্ষণীয় কিছু পোষ্ট লিখে রাখতে।

মুসলিম মাহমুদ

মুসলিম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একটি জরুরী পোষ্ট।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৩

"মাসআলাটি সবাৱ জেনে রাখা
ভালো
জামিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম এরাবিক ইউনিভার্সিটি কর্তৃক ফতয়া প্রদানঃ
"চলতি রমযানে জনপ্রতি ফিতরা ৫৫/
=টাকা'
ফিতরার পরিমাণ ও হিসাব-পদ্ধতি :
গম ও আটা হিসেবে ফিতরার
পরিমাণ
জনপ্রতি ১ কেজি
৬৩৬ গ্রাম। আর এক কেজির মূল্য ৩৩
টাকা করে, মোট
৫৩.৯৮৮ টাকা সদকা করতে হবে । তবে
দেয়ার সুবিধার্থে
৫৫ টাকা স্থির করা হয়েছে।
খেজুর হিসেবে ফিতরার পরিমাণ
জনপ্রতি ৩ কেজি ২৭২
গ্রাম। প্রতি কেজি ১৫০ টাকা করে,
মোট ৪৯০ টাকা
সদকা করতে হবে ।
কিশমিশ হিসেবে ফিতরার পরিমাণ
জনপ্রতি ৩ কেজি
২৭২ গ্রাম। প্রতি কেজি ৩৫০ টাকা
করে, মোট ১,১৪৫
টাকা সদকা করতে হবে ।
উল্লেখ্য, বর্ণিত ফিতরার হিসাব
চট্টগ্রাম শহর ও
হাটহাজারীর বাজার-মূল্য
অনুযায়ী স্থীর করা হয়েছে।
অন্য এলাকার বাজার মূল্য এর
চেয়ে কম-বেশী হলে
উল্লিখিত পদ্ধতিতে হিসাব করে
নিতে হবে।
'
ফিতরার বিধান ও নেসাব :
* সদকায়ে ফিতর নেসাব পরিমাণ
সম্পদের মালিকের উপর
ওয়াজিব। অর্থাৎ ঈদুল ফিতরের দিন
‘সুবহে সাদিক’র
সময় ঋণ ও নিত্য প্রয়োজনীয়
জিনিসপত্র ছাড়া সাড়ে
সাত তোলা র্স্বণ বা সাড়ে
বায়ান্ন তোলা রূপ্য, কিংবা
এর সমমূল্য (বর্তমান রূপ্যের মূল্য-
ভরি ১,৫০০ টাকা
করে ৭৮,৭৫০/= টাকা। আর স্বর্ণের
মূল্য- ভরি
৪০,০০০ টাকা করে ৩,০০,০০০/= টাকা)
পরিমাণ অন্য
সম্পদ, বা টাকার মালিক হলে তার
উপর সদকায়ে ফিতর
ওয়াজিব হবে ।
'
* নেসাবের মালিক ব্যক্তি নিজ ও
নাবালেগ সন্তানদের
পক্ষ হতে ফিতরা আদায় করবে। তবে
নাবালেগ সন্তান
নেসাবের মালিক হলে, পিতা
সতর্কতামূলক নিজ সম্পদ
থেকে ফিতরা আদায় করে দিবে।
* সদকায়ে ফিতর উল্লিখিত পরিমাণ
অনুযায়ী সরাসরি
আটা, গম, খেজুর বা কিশমিশ দ্বারা
অথবা এর
সমপরিমাণ মূল্য দ্বারা আদায় করা
যাবে।
* চাউল ইত্যাদি দ্বারা আদায় করতে
চাইলে উল্লিখিত
তিন থেকে যে কোনো একটির মূল্য
হিসাব করে আদায়
করতে হবে ।
'
রোযা ও নামাযের ফিদয়া :
শরীয়ত স্বীকৃত অবস্থায় কেউ
রোযা বা নামাযের ফিদয়া
দিতে চাইলে, এক ওয়াক্ত নামাযের
জন্য (বিতির
নামাযকে সতন্ত্র এক ওয়াক্ত
নামাজ হিসাব করতে
হবে) এক মিসকিনকে দু’বেলা খানা
খাওয়াবে অথবা এক
ফিতরা পরিমাণ টাকা দিবে, যা
বর্তমান ৫৫ টাকা স্থির
করা হয়েছে।
--------------- ---------------
---------------
--------------- --------------- --
সত্যায়নে-
* আল্লামা শাহ আহমদ শফি
(দা.বা.)
মহাপরিচালক ও শায়খুল হাদীস,
জামিয়া দারুল উলূম
মুঈনুল হাটহাজারী।
* মুফতি নূর আহমদ (দা.বা.), মুফতি ও
মুহাদ্দিস, দারুল
উলূম-হাটহাজারী।
* মুফতি জসিমুদ্দীন (দা.বা.),
মুফতি ও মুহাদ্দিস, দারুল
উলূম-হাটহাজারী।
===============
===============
===============
প্রচারে : ফাতওয়া বিভাগ দারুল
উলূম মুঈনুল ইসলাম
হাটহাজারী চট্টগ্রাম, বাংলাদেশ।
তাং- ০২/০৯/১৪৩৬ হিজরী!৷

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৫ ভোর ৬:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৮ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৭

মুরাদ খান বলেছেন: জাজাকাল্লাহু খাইরান

৩| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৪২

মুসলিম মাহমুদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৬

মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: জাজাকাল্লাহু খাইরান

৫| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৪

মুসলিম মাহমুদ বলেছেন: আপনাকেও জাযাকাল্লাহ খায়ের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.