নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখে যাই...

সাহস

সবচেয়ে বেশি ভালবাসি আমার ফ্যামিলিকে। তার পর বন্ধুবান্ধব, ব্লগ, মুভি এবং আমার প্লে স্টেশন ৩ কে ।

সাহস › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার মুভি- সেভিং প্রাইভেট রায়ান (saving private ryan)- ১৯৯৮

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:২৪



আমি মুভি দেখতে খুব ভালবাসি। চেষ্টা করি যেন কোন ভাল মুভি বাদ না পডে। তবে আমি সব ক্যাটাগরির মুভি দেখতে পারি না এবং আমি মনে করি এটা আমার খুব একটি বড সীমাবদ্ধতা । যেমন আমি হরর মুভি দেখি না। ফলে অনেক ভাল হরর মুভি মুভি আমার দেখা বাদ রয়েছে। তেমনি আমি ওয়ার মুভি দেখতে ভালবাসি। সব ধরনের যুদ্ধের মুভিই আমি দেখি । বেশি ভাল লাগে সেকেন্ড ওয়াল্ড ওয়ারের মুভিগুলো।











আই এম ডিবি, সামু থেকে সাজেস্ট করা প্রায় সব ওয়ার মুভিই আমার দেখা হয়েছে। বেশ কিছু ওয়ার মুভি কালেকশানেও আছে। । কিন্তু যতগুলো দেখেছি তার মাঝে সবচেয়ে ভাল লেগেছে "সেভিং প্রাইভেট রায়ান"। জানি না কি এমন আকর্ষন আছে মুভি টার মাঝে যার টানে বারবার মুভি টা দেখতে ইচ্ছা করে।







আমার মনে হয় এই মুভি ভাল লাগেনি এমন লোক খুজে পাওয়া যাবে না । এই মুভি ভাল লাগার পেছনে আমি কিছু কারন খুজে পেয়েছি। বলতে পারেন সেগুলো শেয়ার করার জন্যই লিখা । আমি জানি মুভি টি যেই দেখেছে সেই কারন গুলো খুজে পাবে।







১। ছবিতে প্রধান চরিত্রে যে অভিনয় করেছেন তিনি হলেন টম হ্যাংস। যার মত অভিনেতা আমার মনে হয় বিরল। আমি তার যতগুলো মুভি দেখেছি তাতে আমার কাছে খুব ভাল লেগেছে। যদিও আমি অভিনয় বিশ্লষন করতে পারি না। তার পরও আমার মনে হয়েছে তিনি খুবই ভাল অভিনয় করেন।



তাকে ঘিরেই মুভিটি এগিয়ে গিয়েছে। ক্যাপ্টেন মিলার নাম নিয়ে লোকটি মুভিতে অসাধারন অভিনয় করেছেন। মুভিতে যুদ্ধকালীন মনের অবস্থা প্রকাশ পায়। সৈনিকদের সামনে শক্ত থাকলেও তার মাঝে যে কোমল হদয় আছে তা প্রকাশ পায় যখন দেখি সে সবার আডালে গিয়ে কাদতে থাকে।



মুভির প্রতিটি জায়গায় তার অসাধারন অভিনয় দেখা যায়। পাওয়া যায় বাস্তবতার ছোয়া।











২। ছবিতে আরো যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ও অসাধারন হয়েছে। আমি জানি না তারা ১৯৯৮ এ বিখ্যাত ছিলেন কিনা । কিন্তু অবাক করা বিষয় হল তারা এখন সবাই খুব নামকরা অভিনেতা। তাই তাদের অভিনয় ছিল প্রশ্নাতীত। মুভিতে সবাই কে একসাথে দেখে খুব ভাল লাগে। মুভিটি সফল হবার পেছনে তাদের অনেক বেশি অবদান। বিশেষ করে স্নাইপার ব্যারি পিপার এবং সার্জেন্ট টম সিজমোর অসাধারন অভিনয় করেছেন। ভাল অভিনয় করেছেন "আপহাম" মানে ঐ ক্যাপ্টেন মিলার এর দলের দোভাষী।







৩। এবার আলোকপাত করা যাক মুভিটির প্লট নিয়ে। যে গল্প নিয়ে মুভিটি বানানো হয়েছে তার কোন তুলনা হয় না।যে কারো আবেগ কে মুভিটি নাডা দিতে পারে। আমি এমন কোন কাহিনীর মুভি দেখিনি। যদিও আমি খুব বেশি মুভি দেখেছি বলে দাবি করব না। সত্যি এমন কাহিনী বিরল। শুরু থেকে শেষ পর্যন্ত একট টানা দেখতে কোন প্রকার বোরিং লাগবে না।









৪। জানি না পুরো মুভি দেখার সময় কেমন যেন আবেগ কাজ করে। প্রতিটি মূর্হতে কাজ করে। এটা কি অভিনেতা দের গুন নাকি কাহিনী তা বলতে পারি না। আর যে কথাটি না বললেই না হয় তা হল রায়ানের মার জন্য খুব খারাপ লাগে। "জেমস রায়ান চলে আসলে এতটা ক্ষতি হত না" যখন ভাবি তখন আবার মনে হয় ঐ মূর্হতে হয়ত দায়িত্ব ছিল সব চেয়ে বড। আবার হয়ত সে চলে আসলে মুভিটা আর এমন হত হত না ।









৬। মুভিটির শুরুর পার্টে যে যুদ্ধ দেখানো হয়েছে তা অসাধারন। ব্লগেই পডেছিলাম এর মাধ্যমে নাকি পরিচালক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন এবং এর পরের কাহিনী হল আবেগ আর ভালবাসার।







৫। সবার শেষে বলব পরিচালক স্পিলবার্গের কথা। তার সম্পর্কে কি বলব। জানি না তিনি ওয়ার মুভি একটাই করেছে কিনা । শিন্ডালার লিস্ট এবং সেভিং প্রাইভেট রায়ান মুভি করেই অনেকগুলো পুরস্কার পাওয়া পরিচালক জিনিয়াস ছাডা আর কি। তার নির্মান শৈলী অসাধারন।









ক্যাপ্টেন মিলার মারা যাবার আগে যখন রায়ান কে বলে "জেমস আর্ন ইট " তখন চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পডে।

সত্যি এই মুভির জন্য কোনোদিন আমার ভালবাসার অভাব হবে না।



যদিও জানি সবাই মুভিটা দেখেছেন। তবুও মুভিটির ডাউনলোড লিংক দিয়ে দিলাম। ;)





Mediafire:



http://www.mediafire.com/?zcxgpp5pzl7d1nh

http://www.mediafire.com/?fsp6g5hicznr46t

http://www.mediafire.com/?k7wklnmx2ewqixq

http://www.mediafire.com/?totyan963qjkpqh

http://www.mediafire.com/?lkl51wtboxe6f51

http://www.mediafire.com/?41eu08ygmyab0vn

http://www.mediafire.com/?sl2uc33l8e58mp6

http://www.mediafire.com/?7z06egnlph2p4zd

http://www.mediafire.com/?nv82b52h3654s1n



Fileserve:



http://www.fileserve.com/file/ygJgv2e

http://www.fileserve.com/file/mHYWDN5

http://www.fileserve.com/file/PE6C9hq

http://www.fileserve.com/file/bVSCgKR

http://www.fileserve.com/file/XVvfxz4

http://www.fileserve.com/file/SCWzW3f

http://www.fileserve.com/file/qxGtB4g

http://www.fileserve.com/file/4xpwQXD

http://www.fileserve.com/file/7c7aNzS





Megaupload:



http://www.megaupload.com/?d=YOBMNMF8

http://www.megaupload.com/?d=FCTHDKU6

http://www.megaupload.com/?d=HFYU1K1O

http://www.megaupload.com/?d=AT613WZD

http://www.megaupload.com/?d=S0XV5Q7B

http://www.megaupload.com/?d=B7CR5L3M

http://www.megaupload.com/?d=BJKJ4P9V

http://www.megaupload.com/?d=2O48O0RK

http://www.megaupload.com/?d=N2CT09EC

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৪৫

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: Mind Blowing .

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৪

সাহস বলেছেন: এর চেয়ে ভাল মুভি এখনো খুজে পাই নি। :)

২| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৪৯

খামোশ বলেছেন:
অদ্ভুত ভাললাগার ছবি।
এর সাউন্ড,পিকচার,চিত্রায়ন,টম হ্যাংস এর অনবদ্য অভিনয় সব মিলিয়ে সত্যিই ভাললাগতেই হবে।

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৪১

সাহস বলেছেন: সব কিছুই ভাল লেগেছে মুভিটির। ভাল লগল জেনে যে আপনার কাছেও ভাল লেগেছে। :)

৩| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫০

দারাশিকো বলেছেন: শুভ জন্মদিন বস :)

প্রত্যেকটা পয়েন্টের প্রথম লাইনগুলো বক্স হয়ে গেছে, শোধরানো যায় কিনা চেষ্টা করবেন।
সেভিং প্রাইভেট রায়ান - নি:সন্দেহে একটা বস মুভি। এত নিখুত আর মানবিক যে অবাক হতে হয়।
আপনার সাথে আমার একটা মিল পাওয়া গেল - আমিও হরর দেখি না বললেই চলে, কমেডি মুভিও পারতপক্ষে দেখি না।

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ২:১২

সাহস বলেছেন: বস তো হলেন আপনি। কেন আমাকে বস বলে লজ্জা দিচ্ছেন :P

ধন্যবাদ উইশ করার জন্য। :)

কিন্তু ভাই আমার পিসিতে লিখাগুলো বক্স দেখাচ্ছে না । তাই বুঝতে পারছি না।

৪| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আমার খুবই ফেবারিট.........!!



......মুভি রিভিউ দিলেন। তার মানে মুভি নিয়ে আপনার আগ্রহ আছে!! তাই চাইলে এখানে থেকে ঘুরে আসতে পারেন...!!

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ২:১৭

সাহস বলেছেন: আপনার পোস্ট টি যেদিন লিখেছেন সেদিনই দেখেছি সাথে একটি প্লাস দিয়ে আসছিলাম :)

৫| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০১

স্বপ্নবিলাসী আমি বলেছেন:

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ২:১৮

সাহস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৬| ১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:১৯

মোস্তাফিজ রানা বলেছেন: আমার দেখা সবচেয়ে প্রিয় মুভি। আর টম হ্যাংস্ আমার দেখা সবচেয়ে ভাল অভিনেতা।

১৩ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৮

সাহস বলেছেন: আপনার সাথে আমার পছন্দের মিল ১০০ % :) ধন্যবাদ আপনার মন্তব্যর র জন্য জন্য :)

৭| ১৩ ই আগস্ট, ২০১১ রাত ৯:০৬

িনদাল বলেছেন: শুভ জন্মদিন :)

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

সাহস বলেছেন: অনেক ধন্যবাদ নিদাল ভাই :)

৮| ২৭ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০১

হার্ট লকার বলেছেন: আমার খুব খুব প্রিয় একটা মুভির রিভিউ পড়তে ভালো লাগলো।
ধন্যবাদ সহকারে+

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

সাহস বলেছেন: আপনার ও মনে হয় হার্ট লকার অনেক ভাল লেগেছে তই তো আপনার নিক হার্ট লকার ;)

৯| ২৭ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৩৯

ডাইনোসর বলেছেন:
টম হ্যাংকস আমার প্রিয় অভিনেতা। এই মুভিটা আমারও খুব ভাল লেগেছে।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১২

সাহস বলেছেন: টম হ্যাংস আমারও প্রিয় অভিনেতা। আপনার সথে তো দেখি আমার ভাল মিল আছে :) আমার খুব জানার ইচ্ছা হয় যে শাশান্ক রিডেম্পশন মুভিতে টম হ্যাংস অভিনয় করলে কি হত ?

১০| ২৭ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:০১

মগজ ধোলাই বলেছেন: darun cinema.amar favourite. 1998 a ami movie ta prothom dekhi,kintu ajo bhulte parini. chhabitar dvd anek khujeo paini. market theke vanish. bhabi ki kore eto bhalo ekta chhabir dvd market theke vanish hote pare. eta indiatei sombhob. bhalo chhabi ekhane keo dekhena. apnar lekhatar jonno anek anek dhonnobad

১১| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩০

কাউসার রুশো বলেছেন: ক্যাপ্টেন মিলার মারা যাবার আগে যখন রায়ান কে বলে "জেমস আর্ন ইট " তখন চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়ে
ঠিক

প্রথম প্রায় ৪০মিনিটের যুদ্ধের দৃশ্য রীতিমত ভয়াবহ। সম্মুখ যুদ্ধের ভয়াবহতা এভাবে আর কোন ছবিতে ফুটে উঠেছে কিনা জানা নেই।

টম হ্যাঙ্কস আমার সবচেয়ে প্রিয় অভিনেতা। আমি ওয়ার মুভির টপ ফাইভ লিস্ট বানালে স্পিলবার্গের শিন্ডলার লিস্ট এবং সেভিং প্রাইভেট রায়ান টপ ৫ এ থাকবে সবসময়।

দারুন পোস্ট :)


২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৬

সাহস বলেছেন: রুশ ভাই , আপনি যেমন গ্রেভ অফ ফায়ার ফ্লাইস দেখে আভিভূত হয়ে আপনার প্রোফাইল পিকচার দিয়েছেন তেমনি আমিও সেভিং প্রাইভেট রায়ান দেখে মুগ্ধ হয়ে আপনার মত প্রোফাইল পিকচার দিয়েছি।

ফেসবুকের প্রোফাইল পিকচারও দিয়েছিলাম অনেক দিন সেটি ছিল। প্রথমবার মুভিটি দেখে তো চোখের পানি এসে গিয়েছিল ।
এমন মুভি যে কেন অস্কারের বেস্ট মুভি এওয়ার্ড পেল না তা আমার কাছে এখনো অমীমাংসিত রহস্য হয়ে আছে।

যখনি সেভিং প্রাইভেট নিয়ে কোন লিখা পডি তখনি গিয়ে মুভিটি আবার দেখি। নেট থেকে ৮ জিবির ব্লুরে প্রিন্ট নামিয়ে রেখেছি।

মুভিটির সবকিছুই অসাধারন লেগেছে। আমার ব্লগে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রুশো ভাই :)

১২| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩১

কাউসার রুশো বলেছেন: আরেকটা কথা হরর মুভি আমার সিম্পলি অসহ্য লাগে

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫১

সাহস বলেছেন: হরর মুভির কথা আর বলবেন না। বাসা ভর্তি মানুষ না থাকলে আমি হরর মুভি দেখি না। একা একা দেখতে তো খুব ভয় করে। তাই হরর মুভি দেখা একবারে অফ করে দিয়েছি। :)

১৩| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১১

chai বলেছেন: অনেক দিন পর আপনার পোষ্ট দেখলাম । আমিও হরর মুভি দেখতে পারি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.