নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখে যাই...

সাহস

সবচেয়ে বেশি ভালবাসি আমার ফ্যামিলিকে। তার পর বন্ধুবান্ধব, ব্লগ, মুভি এবং আমার প্লে স্টেশন ৩ কে ।

সাহস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মিডিয়া : ভারতের একটি গন ধর্ষন কে প্রাধান্য দিচ্ছে , বাংলাদেশের গুলোকে এডিয়ে যাচ্ছে

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ভারতে চলন্ত বাসে গনধর্ষন নিয়ে সরকারের ক্ষমতা যায় যায় অবস্থা। দেশের সকল মানুষ এক হয়েছে এর বিচার করার জন্য। সে দেশের পত্রিকাগুলো একজোট হয়ে নেমেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।দুই দিন হয়ে দেখছি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোও সরব হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে।



এর কারন হল , দেশের মাঝে যে ঘটনা গুরুত্ব পায় তা ইন্টারন্যাশনাল মিডিয়াতেও গুরুত্ব পাবে । এটাই নিয়ম।



এবার আসি আমাদের দেশের প্রেক্ষিতে। গত দুই দিনে আমাদের দেশে ৪ টি ধর্ষন বা গনধর্ষন এর ঘটনা ঘটেছে। এ ঘটনা গুলো মিডিয়া কাভারেজ পেয়েছে তাই আমরা জানতে পেরেছি। এর বাইরেও আরো নির্যাতন বা ধর্ষনের ঘটনা থাকতে পারে। সেগুল আমরা জানি না।



অবাক করা বিষয় হল , ভারতের ঘটনা যেখানে প্রতিদিন আমাদের দেশের নিউজ পেপার এ ফলো আপ হচ্ছে সেখানে আমাদের এ ঘটনাগুলো ঘটার এক দিন পর থেকে পত্রিকা থেকে ঊধাও হয়ে যাচ্ছে।



আমার প্রশ্ন হল ভারতের ধর্ষন যদি ইন্টারন্যাশনাল পাতায় প্রতিদিন আসে তবে আমাদের এ ঘটনার ফলো আপ আসবে না কেন ?



আমাদের মিডিয়া সব সময় দাবি করে যে তারা দেশের উন্নতির জন্যই সব লেখে, বা দেশ কে পরিবর্তনের জন্য লেখে। তারা কি পরিবর্তন করবে তা আমার জানতে ইচ্ছে করে যখন তাদের এমন চরিত্র চোখে পডে।



তাদের অনুরোধ করব বিদেশে পরে নজর দিন। আগে দেশের অবস্থা পরিবর্তন করুন। দেশের খবর গুল দিয়ে জনমত সৃষ্টি করুন।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: আর বাংলাদেশ সরকার এর কিছুই করছেনা দেশে প্রায় ৭০ টির
কাছাকাছি মেয়ে ও কিশোরী ধর্ষিত হল ।
বুঝা যাচ্ছে ৭১ এর মত দেশটা কেই দুর্বৃত্তরা ধর্ষণ করে ছলছে ।
হয় সরকার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যগ করুক নয়তো
এদের ধরে সুজা ফাঁসিতে জুলাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.