নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখে যাই...

সাহস

সবচেয়ে বেশি ভালবাসি আমার ফ্যামিলিকে। তার পর বন্ধুবান্ধব, ব্লগ, মুভি এবং আমার প্লে স্টেশন ৩ কে ।

সাহস › বিস্তারিত পোস্টঃ

এশিয়ার কোন দেশে মেগাবিট প্রতি ব্যান্ড ঊইথের দাম কত জেনে নিন

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

দেশে এখন ইকমার্স সপ্তাহ চলছে। কয়েকদিন পর শুরু হবে স্মার্টফোন মেলা। চালু হয়েছে ৩ জি। দেশকে ডিজিটাল করার সব আয়োজন প্রস্তুত। কিন্তু আসল জিনিসের খবর নেই। ডিজিটাল দেশ গডার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেই ইন্টারনেট এর দাম আমাদের সাধারন মানুষের নাগালে নেই।

আসুন দেখে নেই এশিয়ার অন্যান্য দেশগুলো ব্যন্ডঊইথ প্রতি কত টাকা দেয় -



বাংলাদেশ ১ মেগাবিট - ১০০৳

সিঙ্গাপুর ১ মেগাবিট- ১৪ ৳

ফিলিপাইন ১ মেগাবিট- ৬০ ৳

হংকং ১ মেগাবিট- ১৬ ৳

ভারত ১ মেগাবিট- ৩৩ ৳

চীন ১ মেগাবিট- ৪০ ৳

দক্ষিন কোরিয়া ১ মেগাবিট ২৫ ৳

জাপান ১ মেগাবিট ২০৳

তাইপে ১ মেগাবিট ২৫৳

জাকার্তা ১মেগাবিট ২৫৳

মালয়শিয়া ১ মেগাবিট ৩১৳



দেখছেন কি ডাকাতিটা করতেছে ?? আমাদের অনলাইনে সোচ্চার হতে হবে এসবের বিরুদ্ধে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

মুহাই বলেছেন: তাই?

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

সাহস বলেছেন: জি তাই ;)

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

রুথলেস রাস্টস বলেছেন: এইটাতো গেল ভাই, গত তিন বছরে ব্যান্ডউইথের দাম আটগুণ কমসে। কিন্তু ১৬০০ টাকার ব্রডব্যান্ড কি ২০০ টাকায় পাচ্ছেন?
হিসাবে আমরা এখনও ৮০০ টাকায় ব্যান্ডউইথ ব্যবহার করছি।
ডাকাতির আসল মাত্রাটা এবার বোঝেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

মো: মুয়াজ বলেছেন: :|| B-))

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

সাহস বলেছেন: হুম

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

পিওর গাধা বলেছেন: দাম তো অনেকবার কমেছে, আমরা মূলা ছাড়া অন্য কিছু তো পায়নি।

আমি দাম কমানোর বিপক্ষে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

সাহস বলেছেন: আরও কমানো হোক ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

মাক্স বলেছেন: আমরা অনেক ইস্মার্ট কমদামী কোন জিনিস ইউজ করতে ভাল্লাগেনা:P

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

মাইক্রনিায়া বলেছেন: সরকার তো অনেক কমালো। সার্ভিস প্রোভাইডাররা হলো আসল ডাকাত।
টেলিটকের সার্ভিস্ প্লাস দাম সবার থেকে ভালো। যদিও সরকারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.