নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখে যাই...

সাহস

সবচেয়ে বেশি ভালবাসি আমার ফ্যামিলিকে। তার পর বন্ধুবান্ধব, ব্লগ, মুভি এবং আমার প্লে স্টেশন ৩ কে ।

সাহস › বিস্তারিত পোস্টঃ

সামুর জনপ্রিয়তায় ধ্বস !!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

এলেক্সা র‍্যাংকিং অনুসারে বানালাদেশ থেকে যে সাইটে সবচেয়ে বেশি যাওয়া হয় তা হল গুগল । এর পরের অবস্থানে রয়েছে ফেসবুক। বাংলাদেশিরা ফেসবুকে সময় দেয়া কমিয়ে দিয়েছে মনে হয়। ইতিবাচক দিক।



এর পর যথাক্রমে রয়েছে- ইয়াহু, ইউটিউব, প্রথম আলু, ব্লগপোস্ট, গুগল বিডি,



র‍্যাংকিং এর ৮ এবং ৯ নম্বরে রয়েছে বিডিনিউজ২৪ এবং বাংলা নিউজ২৪ ডট কম। অথচ এই সাইট গুলো একসময় সামুর অনেক পেছনে ছিল।



টেকটিউন আছে ১১ নম্বরে। টেকটিউন সামুর পরে এসেও সামু থেকে জনপ্রিয় হয়ে গেছে। আমাদের সামু জনপ্রিয়তা বাডাতে কোন সফলতাই দেখাতে পারে নি। সামু যথারিতী পডে আছে ১৩ নম্বরে।



নতুন যে ভার্সন টির মাধ্যমে সামু তার পুরনো জনপ্রিয়তা ফেরত পেতে চেয়েছিল তা আজ গুডেবালিতে পরিনত হয়ছে। এই নতুন ভার্সন কোন কাজে আসে নি। আগেরমত ভাল লেখাও পাওয়া যাচ্ছে না।



তার উপর রয়েছে নির্বাচিত পোস্ট নামক মডারেসন বা ডিস্ক্রিমিনেসন। সামুকে উদ্যোগ নিতে হবে তার পুরাতন গৌরব ফিরিয়ে আনতে

লিংক দিয়ে দিলাম



http://www.alexa.com/topsites/countries/BD

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

টানিম বলেছেন: samu akn onk porinoto ... গো আ্যাহেড সামু ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সাহস বলেছেন: চাই আরো পরিনত হোক। কিন্তু লক্ষন দেখা যাচ্ছে না।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

বিডি আমিনুর বলেছেন: খামস!! আপনারে সলেমানি ব্যান দেওয়া হোক X( X( X(

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সাহস বলেছেন: আমাকে ব্যান দেয়ার মত কিছু নেই এখানে। এমন কথায় কথায় ব্যান সামু করে বলে জানি না।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

পুরান ঢাকাইয়া বলেছেন: কথা মিথ্যা না।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

পত্রদূত বলেছেন: সইত্য,নির্বাচিত পোস্ট তুলে দেয়া হোক।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

এলিয়ান বলেছেন: Right

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৮

এলিয়ান বলেছেন: Right

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এজন্যই কি নিক খোলার সাথে সাথে জেনারেল করে দিচ্ছে?

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৪

আশিক মাসুম বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এজন্যই কি নিক খোলার সাথে সাথে জেনারেল করে দিচ্ছে?


B-) ;) :( আফনের মখে এই ফ্রশ্ন বড়ই বে মানান =p~ :P




সামুর হারানো অধ্যায় ফিরে পেতে এখনি পদক্ষেপ নেওয়া উচিৎ।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

এম ই জাভেদ বলেছেন: আচ্ছা তাহলে বাংলা ব্লগ গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে ? সামু তে লগ ইন করলেই তো দেখি অনলাইনে আছেন ২৫০-৩০০ জন ব্লগার ৪০০-৯০০ ভিজিটর। এটা কি তাহলে ঠিক না ? অন্য কোন বাংলা ব্লগে এত ভিজিটর তো দেখিনা।

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সাহস বলেছেন: সামু সবচেয়ে বড প্লাটফরম এ বিষয়ে সন্দেহ নেই। কিনু আপনাকে বুঝতে হবে যে সময়ের সাথে সাথে অনলাইন এক্টিভিস্ট বেডেছে। সামুর এই পর্যায়ে আরো ঊপরে থাকা উচিত ছিল। টেকটিউনকে দেখুন তারা কত এগিয়ে গেছে। সামু সেই গতানুগতিক ধারায় চলছে। নির্বাচিত পোস্ট যেদিন থেকে শুরু করেছে সেদিন থেকেই সমস্যার শুরু।

একজন অনেক কষ্টে একটি পোস্ট লিখল কিন্তু সেটি যখন নির্বাচিত পাতায় না যায় তখন সে অবশ্যই মন খারাপ করবে । এটা অস্বীকার করার কোন ঊপায় নেই।

এতে লেখার আগ্রহ হারাবে সেই লোক। আর নির্বাচিত পোস্টের ব্যাপারে অনেকের আপত্তি রয়েছে।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নির্বাচিত পোস্ট সামাজিক বিষয়, ব্যক্তিত্ত্ব, ছবিব্লগ সহ গুরুত্বপূর্ণ যেকোনো পোস্ট দিয়ে সাজানো সমর্থন করি!! তবে আমি একটা সাহিত্য পাতা মনে প্রাণে চাই.....

১১| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: টেকটিউনস শুধুমাত্র প্রযুক্তি বিষয়ক সাইট.... সাধারণ কম্পিউটার ব্যাবহার কারীরা তাই সেখানে অনেক টিপস নিতে পারে।


সামুর জনপ্রিয়তা বাড়াতে পদক্ষেপ নেয়া প্রয়োজন দ্রুত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.