নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখে যাই...

সাহস

সবচেয়ে বেশি ভালবাসি আমার ফ্যামিলিকে। তার পর বন্ধুবান্ধব, ব্লগ, মুভি এবং আমার প্লে স্টেশন ৩ কে ।

সাহস › বিস্তারিত পোস্টঃ

সেকেন্ড হ্যান্ড গাডি বিষয়ক সাহায্য চাই

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

টয়োটা সেকেন্ড হ্যান্ড গাডি কিনতে চাই। বাজেট খুব বেশি না। ৪ লাখ সর্বোচ্চ। মূল উদ্দেশ্য হাত পাকানো। আর ইউনিভার্সিতে যাওয়া আসা করা। অনেক দিন ধরেই সেলবাজার , ক্লিকবিডি , বিক্রয় এ ঘোরাঘুরি করে বেশ কিছু আইডিয়া পেয়েছি। পুরনো বড ভাই রাজীব ভাই এর কার গাইড তিন বছর আগেই পডেছি। সেগুলো আবার রিভিউ করলাম। যা আইডিয়া এই টাকার মাঝে ১৯৯২/১৯৯৩ সালের টয়োটা ইডি, টয়োটা এক্স আই ভি এগুলোর আঊটলোক দেখেই ভাল লাগল । কিন্তু এই নাদান তো জাস্ট আউট লোক ই দেখতে পারে। ভেতরটার ব্যাপারে আইডিয়া নেই। ;)



টয়োটা ইডি , এক্স আই ভি, এগুলো কেমন হবে ?



আমার চাহিদাগুলো হল



- দেখতে একটু এসি সেলুন, বা এই টাইপের হবে

- কম গ্যারেজ এ নিয়ে যেতে হবে

- দেশের বাডি জামালপুর (১৯৪ কিমি) যাব মাঝে মাঝে ;)

-অটো গিয়ার



একটু সাজেসন চাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

েবনিটগ বলেছেন: toyota 100 LX coroall কিনেন, খুব ভাল গাড়ি

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

সাহস বলেছেন: ধন্যবাদ ভাই, কিন্তু বাজেট ক্রস করে যায় । ওইটার প্রাইস ৫০০,০০০ এর নিচে নাই ই। যেগুলো আছে বিভিন্ন সমস্যার কথা বলা হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.