![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা বলেছি তা, যা বলি নি তা-ও; যা বলবো সেইসব-- কাঁধে তিনটি ঘুড়ি, ঊর্ধ্বে একটি রামধনু এই প্রবাসী ভোর,শীত,কুয়াশার বস্ত্রশিল্প¬ সমস্ত কিছু ছিন্ন করে তোমার মুখ! তোমাকে জানবার জন্য একটি জন্ম-- জন্ম থেকে জীবন--জীবন থেকে অন্য জীবনের দিকে আমার এই অভিবাসন!
জীবনানন্দ তাঁর 'বনলতা সেন' কবিতায় বলেছিলেন: 'হাজার বছর ধ'রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে'। রূপক অর্থে বলা তাঁর এই প্রবাদপ্রতিম কথাটি যেন আসলেই সত্যি। তা নইলে মৃত্যুর ৫০ বছর পরও তাঁর নিত্যনতুন কবিতা,উপন্যাস, গদ্য আবিষ্কৃত আর প্রকাশিত হতো না। কয়েকশো বছর পর হয়তো তাঁর ট্রেনযাত্রার সময় হারিয়ে যাওয়া কবিতাগুলোও পাওয়া যাবে; আর এভাবেই তিনি হাজার বছর ধ'রে পৃথিবীর পথে হাঁটতে থাকবেন একেবারে আনকোরা নতুন চেহারা নিয়ে। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক 'আজকাল'এর গত পূজা সংখ্যায় ভূমেন্দ্র গুহ হাজির করেছেন জীবনানন্দের আটটি নতুন কবিতা। সেখান থেকে একটি আপনাদের জন্য পেশ করা হলো।
---
'হীরকের তরবার'
যে কোন্ শাদা হংসহংসীদের দেখি স্বপ্নে-চারিদিকে অন্ধকার ঘর
রুপালি গরিমা তার যেন হীরকের তরবার--ঘুমের ভিতর;
যতোদূর চোখ যায় মুখের ছায়ার মতো নদী যেন
মুখের ছায়ার মতো যেন অরণ্যেরা
রাত যেন লেবুর ফুলের মতো নক্ষত্রের গন্ধ দিয়ে ঘেরা
শান্ত সব; শান্তি নেই; তবুও ব্যথার কথা যেন অবান্তর
কবেকার জীবনের এইসব নীল প্রতিচ্ছবির ভিতর।
-----
(হীরকের তরবার' নামটি 'আবদুল মান্নান সৈয়দ'এর দেওয়া। সূত্র:অন্যদিন।)
২| ২৬ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
পাগলা বাবু বলেছেন: আমার প্রিয় কবিদের একজন জীবনানন্দ দাশ ।
৩| ২৬ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২০
আপন তারিক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৪| ২৬ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
অন্ধকার বলেছেন: জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম সেরা, শ্রেষ্ঠ কবি।
৫| ২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৪:০৪
মোসতাকিম রাহী বলেছেন: আরণ্যক,বাবু,তারিক, ধন্যবাদ। আপনাদের মতো জীবনানন্দ ভক্ত যারা আছেন, তাদের জন্য শেয়ার করলাম।
@অন্ধকার, শ্রেষ্ঠ কবি বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, শ্রেষ্ঠতম বলতে পারেন!
৬| ২৮ শে জুলাই, ২০০৭ রাত ৮:১৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
আরণ্যক যাযাবর বলেছেন: দারুণ তো, জানতাম না।
থ্যাংকু।